বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

সঞ্চয় করবেন যেভাবে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩:৪১ পিএম | 61 বার পড়া হয়েছে
সঞ্চয় করবেন যেভাবে

একদিন দুই বন্ধু—রাহুল ও জুবায়ের—একসাথে চাকরিতে যোগ দিলো। দুজনেই সমান বেতন পেতো, সমান বয়স, সমান স্বপ্ন।

৫ বছর পর দেখা গেল, রাহুল ব্যাংক ব্যালান্সে ৩ লাখ টাকা জমিয়েছে, ডিপিএস চলছে, কিছু ইনভেস্টও করেছে। আর জুবায়ের? সব টাকা খরচ, কিছুই হাতে নেই। অসুস্থতায় ধার করে চলতে হচ্ছে।

রাহুল বলল, “বন্ধু, আয় যতই হোক না কেন, যদি অভ্যাস না বদলাও—সঞ্চয় হবে না।”

এই গল্পটা আজ আমাদের সবার বাস্তব চিত্র। এখনই যদি ব্যবস্থা না নিই, ভবিষ্যৎ শুধু কষ্ট আর অনিশ্চয়তায় ডুবে যাবে।

তাই উপায় হলো সঞ্চয় করা।

কিন্তু কিভাবে সঞ্চয় করবেন সেটারই কিছু টিপস এখানে দেয়া হলো-

১. লক্ষ্য ঠিক করুন – কেন সঞ্চয় করবেন?

আপনার কি ভবিষ্যতে একটি বাড়ি দরকার? সন্তানদের জন্য শিক্ষা? জরুরি চিকিৎসা? নাকি একটু নিশ্চিন্ত জীবন? এই লক্ষ্য থাকলে সঞ্চয় হবে অর্থবহ। কারণ, “যার লক্ষ্য নেই, তার সঞ্চয়ও নেই।”

২. আগে সঞ্চয়, পরে খরচ” নিয়মে চলুন:

বেতন পেলেই প্রথমেই একটা নির্দিষ্ট অংশ (ধরুন ১৫%) আলাদা করে রাখুন সঞ্চয়ের জন্য। বাকি দিয়ে খরচ করুন। উল্টোটা করলে কিছুই থাকবে না।

৩. অপ্রয়োজনীয় খরচ কেটে ফেলুন:

প্রতিদিনের অর্ডার করা খাবার, অব্যবহৃত সাবস্ক্রিপশন, অহেতুক কেনাকাটা—এই খরচগুলো আস্তে আস্তে আপনাকে দেউলিয়া করে ফেলে। কারণ, প্রয়োজন নয়, লোভই বেশিরভাগ খরচের কারণ।”

৪. জরুরি তহবিল তৈরি করুন (Emergency Fund):

জীবনে হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো বা কোনো বিপদ এলেই এই ফান্ড হবে আপনার নিরাপত্তা। অন্তত ৩-৬ মাসের খরচ জমিয়ে রাখুন।

৫. ডিপিএস/সঞ্চয়পত্র চালু করুন:

এই প্ল্যানগুলো সঞ্চয়কে নিয়মিত রাখে। মাসে অল্প অল্প করে জমিয়ে রাখলে একদিন তা বড় হয়ে দাঁড়ায়। কারণ, ধৈর্যের সঞ্চয়ই বড় ফল দেয়।

৬. খরচের হিসাব রাখুন – টাকা কোথায় যাচ্ছে?

একটা খাতা বা অ্যাপ ব্যবহার করুন। প্রতিদিন কত টাকা কোথায় খরচ করছেন তা লিখে রাখলে মনের অজান্তে অপচয় কমে যাবে।

৭. ক্যাশলেস অভ্যাস গড়ুন – কিন্তু সীমা মেনে:

কার্ড বা মোবাইল পেমেন্ট অনেক সুবিধাজনক, কিন্তু সাথে লোভের ফাঁদও। তাই ডিজিটাল ব্যবহার করুন, কিন্তু সীমাবদ্ধ বাজেটের মধ্যে।

৮. ছোট ছোট লক্ষ্য ঠিক করুন:

প্রথমে ৫০০ টাকা, তারপর ১০০০, এরপর ২০০০… এভাবে বাড়িয়ে নিন। সঞ্চয় কখনো হঠাৎ বড় হয় না—ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলতে হয়।

৯. বাড়তি আয়ের পথ খুঁজুন এবং তা সঞ্চয় করুন:

ফ্রিল্যান্সিং, পার্টটাইম, অনলাইন সেল—এই বাড়তি আয় পুরোপুরি সঞ্চয়ে রাখতে পারেন। এতে আপনার মূল আয় চাপমুক্ত থাকবে।

১০. নিজেকে মাঝে মাঝে পুরস্কার দিন, কিন্তু সঞ্চয়ের ক্ষতি নয়:

সঞ্চয় মানে সব আনন্দ ছেড়ে দেয়া নয়। একটি নির্দিষ্ট বাজেট রেখে মাঝে মাঝে নিজের জন্য ছোট আনন্দ রাখুন—এতে অভ্যাস ভাঙে না।

সব শেষ কথা কথা হলো, জীবনের প্রতিটি ধাপেই টাকা দরকার। কিন্তু টাকা শুধু আয় করলেই হবে না, সঞ্চয় করাই আসল বুদ্ধিমত্তা। যিনি কম আয় করেও সঞ্চয় করতে পারেন, তিনি সত্যিকারের নিরাপদ মানুষ। কারণ, “ভবিষ্যতের জন্য যিনি আজ থেকেই ভাবেন, তিনিই আগামীতে সবচেয়ে নিশ্চিন্ত থাকেন।”

টাঙ্গাইলে শতবর্ষী ঐতিহ্যের বিদ্যাপীঠ: নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:০৬ পিএম
টাঙ্গাইলে শতবর্ষী ঐতিহ্যের বিদ্যাপীঠ: নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

টাঙ্গাইলেন ভূঞাপুর উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দক্ষিণে একটি প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে অবস্থিত ৪৭নং নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, শতবর্ষের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠানটি সবুজ-শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পরিষ্কার-পরিচ্ছন্ন বিদ্যাপীঠ। শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে বিদ্যালয়টি রয়েছে সুসজ্জিত। প্রবেশদ্বারেই রয়েছে সাজানো ফুলের বাগান। বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে ইসলাম ও নৈতিকতা শিক্ষার বিভিন্ন উপকরণ, ‘সালাতে জান্নাতের চাবি’ ও ‘মানব চক্র’। এছাড়াও রয়েছে একটি সুন্দর পতাকা স্ট্যান্ড ও মঞ্চ। শিশুদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে সৃষ্টি করা হয়েছে ‘মহান মুক্তিযুদ্ধের ১১টি সেক্টর’। রয়েছে একটি সুন্দর অভিভাবক ছাউনি। শিশুদের খেলার মাধ্যমেই শেখানোর জন্য তৈরি করা হয়েছে নামতা শেখা, ভাগের ধারণা ও লসাগু-গসাগু শেখার বিভিন্ন আসর। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য রয়েছে মহাকাশযান ও সাটেলাইটের মডেল, যা দেখিয়ে বোঝানো হয় যে বিজ্ঞান কেবল বইয়ের পাতায় নয়, এটি আমাদের চারপাশেই বিরাজমান।

বিজ্ঞানের বিষয়বস্তু সহজে বোধগম্য করার জন্য তৈরি করা হয়েছে নানা বাস্তব উপকরণ। যেমন: উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা, পানির উৎস, পানি দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, পরিবেশ দূষণ, খাদ্য শৃঙ্খল, বার্ষিক গতি ও আহ্নিক গতি। এখানে শিক্ষার্থীরা খেলার ছলে ‘বি- ভার্ব’ (Be verb) এর ব্যবহার ও ‘প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স’

(বর্তমান ধারাবাহিক কাল) শিখতে পারে। গণিতের ভীতি দূর করতে তৈরি করা হয়েছে নানান উপকরণ। ১২ ঘন্টা ও ২৪ ঘন্টার সময়সূচীকে সহজভাবে বোঝার জন্য রয়েছে মৌলিক উপকরণ। এছাড়াও তৈরি করা হয়েছে জ্যামিতিক বক্সের সরঞ্জামাদি ও সেগুলোর ব্যবহার সম্পর্কে প্রদর্শনী। বিদ্যালয়ে রয়েছে একটি সজ্জিত ‘মুক্তিযুদ্ধ কর্নার’। এখানে প্রদর্শিত হয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন দুর্লভ আলোকচিত্র ও যুদ্ধের ধারাবাহিক ইতিহাস। একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে প্রতিষ্ঠানটিতে, যাকে কেন্দ্র করে গঠন করা হয়েছে ‘ল্যাঙ্গুয়েজ ক্লাব’। জাতীয় বিভিন্ন দিবসসমূহ বিদ্যালয়টি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করে। উপজেলা পর্যায়ে আয়োজিত খেলাধুলা, কাব কার্যক্রম, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় বিদ্যালয়টি অসংখ্যবার প্রথম পুরস্কার অর্জন করেছে। শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের লক্ষ্যে নিয়মিতভাবে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি ও গল্প বলা প্রতিযোগিতার। এছাড়াও বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে পর্যাপ্ত উপকরণ ব্যবহার করে শ্রেণি কার্যক্রম পরিচালনা করেন। একটি সুসজ্জিত মাল্টিমিডিয়া ক্লাসরুমে শিক্ষকগণ নিয়মিতভাবে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে পাঠদান করেন। নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করে ঘণ্টা বাজিয়ে শ্রেণি কার্যক্রম শুরু ও শেষ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে মুক্ত খেলাধুলার ব্যবস্থা রয়েছে, যেখানে শিক্ষার্থীরা উৎফুল্ল চিত্তে খেলাধুলার মাধ্যমে শিখনফল অর্জন করে।

প্রধান শিক্ষকের নেতৃত্বে সহকারী শিক্ষকদের নিয়ে নিয়মিত স্টাফ মিটিং অনুষ্ঠিত হয়। এসব সভায় শিক্ষার্থীদের দুর্বল ও সবল দিকসমূহ নিয়ে আলোচনা করা হয়। হোম ভিজিট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়েও শিক্ষকদের মধ্যে আলোচনা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। প্রধান শিক্ষক মো: বজলুর রহমান তালুকদার সহ মোট ১০ জন শিক্ষক-শিক্ষিকা ও একজন দপ্তরি

এই ১১ জন সদস্য দক্ষতার সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করায় তারা ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় জনতা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেছেন। প্রধান শিক্ষক জানান, অভিভাবকদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বাড়ানোসহ মাসিক সমন্বয় সভার মাধ্যমে উন্নত শিক্ষা কার্যক্রম ও উপস্থিতি বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ফসল হিসেবে নিকলা দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এখন বিশেষ সুনাম অর্জন করেছে।

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া

নবীনগরে প্রবাসীর বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আটক ১

মাসুম মির্জা ব্রাক্ষণবাড়িয়া প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৬ পিএম
নবীনগরে প্রবাসীর বাসা থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় আটক ১

মঙ্গলবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৪নং ওয়ার্ডের পদ্মপাড়া এলাকায় গতকাল রাত আনুমানিক ৮টায় প্রবাসীর বাসা থেকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন-কে আটক করেছে নবীনগর থানা পুলিশ,তার দেওয়া তথ্য অনুযায়ী ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মপাড়ার মাইন উদ্দিন সওদাগরের বাড়ির ভাড়াটিয়া ছলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রবাসী শরিফ মিয়ার ঘরে চোর প্রবেশ করে, তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৭ লাখ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। তখন বাসায় কারো আসার উপস্থিত টের পেয়ে চুরের দল তড়িঘড়ি করে তাদের ব্যবহৃত একটি বাইক ফেলেই পালিয়ে যায় চুর চক্র।

এ ঘটনার ঘন্টাখানেক পর স্হানীয় সংবাদকর্মী মোঃ সফর মিয়া তার আত্মীয়ের মোটর সাইকেল চুরি হয়েছে উল্লেখ করে একটি অভিযোগ করেন,সেই অভিযোগের এক নাম্বার স্বাক্ষী-ই ছিলেন মোঃ জাকারিয়া যা প্রবাসীর বাসায় চুরির ঘটনার আটককৃত ব্যক্তি, তার দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার হয় চুরি হওয়া নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা।

এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম জানান, এ ঘটনার একজনকে আটক করে তার দেওয়া তথ্য অনুযায়ে ১ লক্ষ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, এবং তার সহযোগীদের আটক করার চেষ্টা চলমান আছে।

এ চুরির ঘটনার পর ও তাৎক্ষণিক মোটরসাইকেল চুরির অভিযোগের বিষয়টি দেখে এবং অভিযোগের ১ নং স্বাক্ষী আটক ও তার দেওয়া তথ্য অনুযায়ী নগদ টাকা উদ্ধার হওয়ায়, লোকজনের মাঝে চরম উদ্বেগ, মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন সৃষ্টি হয়েছ।

মোহাম্মদ ওসমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি

আমিরাতে বাংলাদেশ প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ-এর প্রস্তুতি শুরু

মোহাম্মদ ওসমান চৌধুরী আরব আমিরাত প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:৪২ পিএম
আমিরাতে বাংলাদেশ প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ-এর প্রস্তুতি শুরু

প্রবাসের মাটিতে এবার দেশের ফুটবলকে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের বিভাগকে প্রতিনিধিত্ব করে গঠিত হয়েছে ৮টি দল আর তাদের নিয়ে শুরু হতে চলেছে আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’। ইতিমধ্যেই দলগুলো তাদের প্রথম ধাপের অনুশীলন বা ফেক্টিস শুরু করেছে।

প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও দেশের ফুটবলকে বাঁচিয়ে রাখার এক প্রাণবন্ত প্রচেষ্টা এটি। সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও ফুটবলপ্রেমীদের উদ্যোগে এই প্রথম এমন বড় পরিসরে ফুটবল লীগের আয়োজন করা হচ্ছে।

টিমগুলো হচ্ছে, ঢাকা,চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর,ময়মনসিংহ অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

চট্টগ্রাম বিভাগের প্রধান পৃষ্ঠপোষক শাহাদাত হোসেন জানান, প্রবাসের মাটিতে এই ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লীগ’ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি হাজার হাজার মাইল দূরে থাকা প্রবাসীদের এক টুকরো বাংলাদেশকে কাছে পাওয়ার এক অনন্য মাধ্যম। এখন শুধু অপেক্ষা মাঠে বল গড়ানোর। প্রবাসের মাটিতে এ ফুটবল খেলার আয়োজনের মূল লক্ষ্য হলো প্রবাসে থাকা বাংলাদেশি তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের একটি প্ল্যাটফর্ম দেওয়া এবং তাদের মাঝে দেশীয় ফুটবলের আবেগ আরও দৃঢ় করা।

আয়োজক কমিটি জানান, আগামী ৭ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনের আগেই দলগুলো পুরোদমে তাদের প্রস্তুতি বা ফেক্টিস শুরু করেছে। গতকাল থেকে শুরু হয়েছে দলগুলোর অনুশীলন পর্ব। খেলোয়াড়দের মাঝে যেমন উত্তেজনা, তেমনি কোচেরাও নিজেদের কৌশল সাজাতে ব্যস্ত। অনুশীলনে অংশ নিচ্ছেন বিভিন্ন প্রদেশের প্রবাসী বাংলাদেশি ফুটবলাররাও। মাঠের এই প্রস্তুতি দেখে মনে হচ্ছে, মূল টুর্নামেন্টে লড়াইটা হবে হাড্ডাহাড্ডি।