বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

এস এম সালমান হৃদয়, বগুড়া

আহত মতিন কাজীকে দেখতে গেলেন ভিপি সাইফুল ইসলাম ও আবুল বাশার

এস এম সালমান হৃদয়, বগুড়া প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:২৯ পিএম | 34 বার পড়া হয়েছে
আহত মতিন কাজীকে দেখতে গেলেন ভিপি সাইফুল ইসলাম ও আবুল বাশার

শাজাহানপুর উপজেলার গোহাইলে সম্প্রতি পাওনা টাকা চাইতে গিয়ে দু’র্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজীকে দেখতে হাসপাতালে যান জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।

এসময় ভিপি সাইফুল ইসলাম আহত মতিন কাজীর চিকিৎসার খোঁজখবর নেন এবং বিনা অপরাধের বিএনপি নেতার ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করেন। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আবুল বাশারের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, ফজলুল হক উজ্জ্বল, আলহাজ্ব তমেজ উদ্দিন, রেজাউল মোস্তফা ফরহাদ, তোরাব হোসেন প্রমুখ। তারাও আহত মতিন কাজীর পাশে থাকার আশ্বাস দেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

জানা যায়, মিজানুর রহমান মতিন কাজী গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং ২০১৬ সালে ধানের শীর্ষের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি স্থানীয় রাজনীতিতে একজন ত্যাগী ও সক্রিয় নেতা হিসেবে সুপরিচিত।

এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

মুন্সিগঞ্জ তৃণমূল শহরে ৩১ দফা লিফলেট প্রচারে বিএনপি নেতা: সুলতান

মো: সুজন বেপারী প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:২৬ পিএম
মুন্সিগঞ্জ তৃণমূল শহরে ৩১ দফা লিফলেট প্রচারে বিএনপি নেতা: সুলতান

৩ আসন্ন তৃণমূলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন জেলা আহবায়ক বিএনপি সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি নেতা: সুলতান আহমেদ।

৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ধানের শীষের প্রচারণায় দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন কে পাবেন তা এখনো চুড়ান্ত হয়নি। দল থেকেও কাউকে দেয়া হয়নি সবুজ সংকেত। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সর্বত্র চলছে একই আলোচনা।

আসন্ন গত ১৪ই সোমবার অক্টোবর মুন্সিগঞ্জ তিন আসনের পৌর শহর তৃণমূলে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সাহেবে দিকনির্দেশনায় জেলা বিএনপি আহবায়ক সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ বিভিন্ন বাজার, গ্রাম, চা-স্টল ও দোকানপাটে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপি নেতা সুলতান আহমেদ বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি জনগণকেন্দ্রিক রূপরেখা— যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। আমাদের একটাই লক্ষ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাতে কাজ করছে। এ-সময় গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। তারা রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন, ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।

কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত কুমিল্লা জেলা পুলিশ

কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পিএম
কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত কুমিল্লা জেলা পুলিশ

 

আজ দুপুরে কুমিল্লা শহরের যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কোতোয়ালি থানা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন এর দিক নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনর্চাজ মহিনুল ইসলাম-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন এর নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার এসপি নাজির আহম্মেদ খাঁন বলেন, কুমিল্লা শহরকে যানজট মুক্ত করে জনজীবনকে স্বাভাবিক করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিয়ামতপুরে ডাক্তার মোঃ ছালেক চৌধুরীর নির্দেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ।

মিলন হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০০ পিএম
নিয়ামতপুরে ডাক্তার মোঃ ছালেক চৌধুরীর নির্দেশে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুর উপজেলার ১ নং হাজিনগর ইউনিয়নে নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ১ নং হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপির নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫ টায় হাজিনগর ইউনিয়নের কাপাস্টিয়া বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
লিফলেট বিতরণ ও গণসংযোগে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য ও হাজিনগর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা, উপজেলা বিএনপির সদস্য মোঃ মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য আসরাফ আলি মন্ডল,হাজিনগর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিন রেজা, সংগঠনিক সম্পাদক আলাউদ্দিন ,হাজিনগর ইসলামী ওলামা দলের সভাপতি মোঃ সেলিম রেজা, জেলা ছাত্রদলের সদস্য নাজমুল হক নাজু, আব্দুল মতিন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম রেজা , নিয়ামতপুর কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মিনহাজুল হক, রেজাউল, নাজমুল,শাহাজামাল প্রমূখ।