এস এম সালমান হৃদয়, বগুড়া
আহত মতিন কাজীকে দেখতে গেলেন ভিপি সাইফুল ইসলাম ও আবুল বাশার


শাজাহানপুর উপজেলার গোহাইলে সম্প্রতি পাওনা টাকা চাইতে গিয়ে দু’র্বৃত্তদের হামলায় গুরুতর আহত বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজীকে দেখতে হাসপাতালে যান জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার।
এসময় ভিপি সাইফুল ইসলাম আহত মতিন কাজীর চিকিৎসার খোঁজখবর নেন এবং বিনা অপরাধের বিএনপি নেতার ওপর হামলার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করেন। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আবুল বাশারের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, ফজলুল হক উজ্জ্বল, আলহাজ্ব তমেজ উদ্দিন, রেজাউল মোস্তফা ফরহাদ, তোরাব হোসেন প্রমুখ। তারাও আহত মতিন কাজীর পাশে থাকার আশ্বাস দেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জানা যায়, মিজানুর রহমান মতিন কাজী গোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং ২০১৬ সালে ধানের শীর্ষের চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনি স্থানীয় রাজনীতিতে একজন ত্যাগী ও সক্রিয় নেতা হিসেবে সুপরিচিত।
এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।