আবু বক্কর ছিদ্দিক ফেনী
লেমুয়া বাজারে বহুল প্রতীক্ষিত ঢালাই ব্রিজের কাজ প্রায় শেষ, উদ্বোধনের অপেক্ষায় এলাকাবাসী


ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারের বহুল প্রতীক্ষিত লেমুয়া ঢালাই ব্রিজের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।
বর্তমানে শুধুমাত্র ব্রিজের গোড়ার মাটি -ভরাটের কাজ বাকি রয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের দ্বারপ্রান্তে এই ব্রিজের উদ্বোধন এখন সময়ের অপেক্ষা মাত্র।
তবে স্থানীয়দের অভিযোগ, ব্রিজের কিছু অংশে অসম্পূর্ণ ও নিম্নমানের কাজ করা হয়েছে। তারা জানান, পুরনো ঢালাই ও ভাঙা কংক্রিট মিশিয়ে নতুন করে কাজ করা হচ্ছে, যা ভবিষ্যতে টেকসই হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
ইতোমধ্যেই স্থানীয় জনগণ ঠিকাদারকে কাজে বাধা দিয়েছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন যেন কাজের মান ভালোভাবে তদারকি করা হয়।
উল্লেখ্য, ব্রিজটির পশ্চিমপাড়ে রয়েছে লেমুয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং প্রস্তাবিত ইউনিয়ন পরিষদ ভবন। এছাড়াও লেমুয়া-মমতাজ মিয়া৷ বাজার, নবাবপুর সংযোগ সড়ক ও অন্যদিকে মধ্যম চাঁদপুর, উত্তর চাঁদপুর ও নতুন বাজার, মোল্লার তাকিয়া সংযোগ সড়ক – এই ব্রিজের মাধ্যমে যুক্ত হবে।
ফলে কয়েকটি ইউনিয়নের মানুষের দৈনন্দিন যাতায়াতে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, ব্রিজটি যেন মানসম্পন্নভাবে সম্পন্ন করা হয়, যাতে আগামী প্রজন্মও এই সেতুর সুফল ভোগ করতে পারে