বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

হাকিকুল ইসলাম খোকন

বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা

হাকিকুল ইসলাম খোকন প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৫৪ পিএম | 46 বার পড়া হয়েছে
বিশিষ্ট শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরীর সংবর্ধনা

প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউওসও এর উদ্যোগে ১৮ অক্টোবর ২০২৫,শনিবার বিকাল ৪টায় নিউইয়র্কর জ‍্যাকসন হাইটস্থ জুইশস সেণ্টারে বাংলাদেশে শিক্ষা বিস্তারে বিশেষ অবদান ও সমাজ সেবায় নিরলসভাবে অনন্য অবদান রাখার জন্য নিউইয়র্ক প্রবাসী মোশারফ হোসেন খান চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী ফোরাম ইউএসএ-এর আহবায়ক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও মুল ধারার রাজনীতিবিদ ফখরুল আলম ও সদস‍্য সচিব শামসুঊদদীন আহমেদ শামীম সকল প্রবাসীদের উক্ত অনুষ্ঠানে স্বাগত ও আমন্ত্রণ জানিয়েছেন ।

ধানের শীষের পক্ষে গণজোয়ার গড়ছেন কাহালুর তরুণ নেতা সোহাগ হোসেন

এস এম সালমান হৃদয়, বগুড়া প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:০৩ পিএম
ধানের শীষের পক্ষে গণজোয়ার গড়ছেন কাহালুর তরুণ নেতা সোহাগ হোসেন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে কাহালু উপজেলায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পাইকড় ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ সোহাগ হোসেন। তিনি তরুণ প্রজন্মের একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে বিএনপির আদর্শ জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন ঘরে ঘরে।

মুক্তিযুদ্ধের ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর আদর্শ বুকে ধারণ করে এবং গণতন্ত্রের মা, তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামকে প্রেরণা হিসেবে নিয়ে মাঠে আছেন তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় কর্মসূচি সফল করে তুলতে অক্লান্ত পরিশ্রম করছেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রামের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের আস্থাভাজন এই তরুণ নেতা এখন মাঠে ডোর টু ডোর ঘুরে সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন বিএনপির ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচির লিফলেট।

তিনি বিশ্বাস করেন, “ধানের শীষই হচ্ছে এই দেশের মানুষের মুক্তির প্রতীক।” এই স্লোগানকে সামনে রেখে সোহাগ হোসেন ও তার সহযোগীরা প্রতিটি গ্রামে গ্রামে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন, মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন বিএনপির রাষ্ট্র সংস্কারের বার্তা।

কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই প্রচারণা কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণ উৎসাহব্যঞ্জক। সোহাগ হোসেন বলেন— “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফেরাতে ধানের শীষের বিজয় নিশ্চিত করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই তরুণ নেতৃত্ব আগামী নির্বাচনে কাহালু এলাকায় বিএনপির পক্ষে শক্তিশালী জনসমর্থন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাধবপুরে মোবাইল কোর্টে পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মো ইপাজ খাঁ বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:০০ পিএম
মাধবপুরে মোবাইল কোর্টে পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মাধবপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ লাম বেকারিকে ৫ হাজার টাকা, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার টাকা, কুসুমকলি বেকারিকে ৫ হাজার টাকা এবং কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তাবৃন্দ এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে বাজারে নিয়মশৃঙ্খলা বজায় রাখা, ওজন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন।

জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

সিনারি স্টাফ রিপোর্টার : শ্রী রামবাবু বর্মন প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পিএম
জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তরুণদের মেধা ও ক্রীড়া চর্চার বিকাশে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা শামীমা আক্তার জাহান।

বেলুন উড়িয়ে শুরু হওয়া এ আয়োজনে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদ হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও পুনট ইউনিয়ন দল। দারুণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পুনট ইউনিয়ন দলকে পরাজিত করে বিজয়ী হয় কালাই পৌরসভা দল। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন মোঃ তানভীর, যিনি তার অসাধারণ নৈপুণ্যের জন্য নির্বাচিত হন “ম্যান অব দ্য ম্যাচ”।

উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উপচে পড়া ভিড়। শত শত ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন, যা পুরো মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

আয়োজক সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় করা