বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

Mohammad Hanif Feni

ILS Examination was held in accordance with British Education Curriculum in Feni for the first time

Mohammad Hanif Feni প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:২২ পিএম | 49 বার পড়া হয়েছে
ILS Examination was held in accordance with British Education Curriculum in Feni for the first time

International Lower Secondary Examination was held for the first time in Feni in the British curriculum.

Twenty -two examiners at Hope International School located on Pathanbari Road in Feni city.Among the six districts of the Comilla board, under the Pierceon Adexel and up to A -level, the only approved in the international curriculum, the only approved Feni City Hope International School, participated in the Edxel International Award Qualification Examination. The school’s principal visited the exam hall on his own campus on Tuesday (October 5th). Alamgir Kabir.

According to school sources, the students, who are studying in the noise -free environment, started the institution with the National Curriculum in 20 and received the approval of British curriculum through English in 2021.

During the examination at the center, Feni’s police administration, education administration, journalists, guardians, teachers cooperated in the center during the examination.

Principal of the school. Alamgir Kabir said that Hope International School proudly launched a unique dual curriculum in Feni district as a pioneer. The Comilla Education Board is the only institution in the region region that taught international curriculum up to the National Curriculum (English Version) SSC and Pierceon Adexel (UK) up to ‘O’ and ‘A’ levels.

He also said that Hope International School is going to make history again in Feni district, as the students of this school participated in the Adoxel International Award Qualifications Lower Secondary level International Board Examination on Tuesday. This is a breakthrough, because no organization has been able to conduct such an international quality test in Comilla region before. This achievement not only proves the promise of world -class education in the school, but also creates competition and success in the international arena for students. Hope International School has made it clear that his educational excellence and innovative thoughts have made it clear by the launch of the Adexel examination. He said there is no alternative to quality education.

It is to be noted that several students from Hope International School are getting higher education in Australia, Canada and Malaysia.

মুন্সিগঞ্জ সদর থানার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নিরস্ত্র হিসেবে পুরস্কৃত হলেন সাদ্দাম মোল্লা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৬ পিএম
মুন্সিগঞ্জ সদর থানার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নিরস্ত্র হিসেবে পুরস্কৃত হলেন সাদ্দাম মোল্লা

মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠানে সদর থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হলেন পুলিশের সাব ইন্সপেক্টর নিরস্ত্র জনাব সাদ্দাম মোল্লা।

আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) জেলা পুলিশ লাইন্সে মাসিক ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার (পিপিএম বার) মহোদয় এর সভাপতিত্বে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন সাব ইন্সপেক্টর নিরস্ত্র এসআই সাদ্দাম মোল্লা কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট আসামি গ্রেফতারের বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন।

এছাড়াও জেলা পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে সম্মানিত জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় সেপ্টেম্বর-২০২৫ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।এরপর বেলা ১২.৩০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় সেপ্টেম্বর-২০২৫ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব মো. আনিসুর রহমান মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

মুন্সিগঞ্জ তৃণমূল শহরে ৩১ দফা লিফলেট প্রচারে বিএনপি নেতা: সুলতান

মো: সুজন বেপারী প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:২৬ পিএম
মুন্সিগঞ্জ তৃণমূল শহরে ৩১ দফা লিফলেট প্রচারে বিএনপি নেতা: সুলতান

৩ আসন্ন তৃণমূলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন জেলা আহবায়ক বিএনপি সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি নেতা: সুলতান আহমেদ।

৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ধানের শীষের প্রচারণায় দাপিয়ে বেড়াচ্ছেন মনোনয়ন কে পাবেন তা এখনো চুড়ান্ত হয়নি। দল থেকেও কাউকে দেয়া হয়নি সবুজ সংকেত। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে সর্বত্র চলছে একই আলোচনা।

আসন্ন গত ১৪ই সোমবার অক্টোবর মুন্সিগঞ্জ তিন আসনের পৌর শহর তৃণমূলে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক কামরুজ্জামান রতন সাহেবে দিকনির্দেশনায় জেলা বিএনপি আহবায়ক সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ বিভিন্ন বাজার, গ্রাম, চা-স্টল ও দোকানপাটে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি সাধারণ ভোটারদের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

বিএনপি নেতা সুলতান আহমেদ বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি হলো একটি জনগণকেন্দ্রিক রূপরেখা— যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। আমাদের একটাই লক্ষ্য— জনগণের সরকার প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “আজ জনগণ মুক্ত গণতন্ত্র চায়, ন্যায়বিচার চায়, নিরাপত্তা চায়। বিএনপি সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটাতে কাজ করছে। এ-সময় গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন। তারা রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে গিয়ে জনগণের সঙ্গে কথা বলেন, ধানের শীষের পক্ষে সমর্থন চান এবং ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন।

কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত কুমিল্লা জেলা পুলিশ

কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৭:০৬ পিএম
কুমিল্লা শহর যানজট মুক্ত করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত কুমিল্লা জেলা পুলিশ

 

আজ দুপুরে কুমিল্লা শহরের যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন কোতোয়ালি থানা পুলিশ। কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন এর দিক নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনর্চাজ মহিনুল ইসলাম-এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

ওসি মহিনুল ইসলাম জানান, পুলিশ সুপার নাজির আহম্মেদ খাঁন এর নির্দেশে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে কুমিল্লার এসপি নাজির আহম্মেদ খাঁন বলেন, কুমিল্লা শহরকে যানজট মুক্ত করে জনজীবনকে স্বাভাবিক করতে ফুটপাত উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।