রুবিনা শেখ
মোবাইল ফোন হয়ে উঠছে জীবনের কাল: হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে বাড়ছে প্রতারণা


বর্তমান সময়ে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি এখন আমাদের প্রত্যাহিক জীবনের অপরিহার্য অংশ। কিন্তু এই প্রযুক্তির অপব্যবহারই বর্তমানে কিছু নারীদের প্রতারণার ফাঁদে পড়ছে পুরুষ , হোয়াটসঅ্যাপ,
মেসেঞ্জারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক ভাবে , মানুষের জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ
অপরাধীরা বিশেষ করে নারী আইডি ব্যবহার করে ভুয়া পরিচয়ে বন্ধুত্ব করে নানা প্রলোভন দেখিয়ে প্রতারণা চালাচ্ছে।
কিছু সুন্দরী নারীদের প্রতারণার ফাঁদ
বুঝে উঠার আগেই ,
সুন্দর নারীদের দেহের মোহে পরে প্রতরনার ফাঁদে পা রাখছে, এই সুন্দরী নারীদের টার্গেট
সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যাচেলার পুরুষ সহ সমাজের নামিদামি ব্যক্তিদের ,
অনেক সময় দেখা যাচ্ছে, এসব ভুয়া প্রোফাইলের পেছনে রয়েছে সংঘবদ্ধ প্রতারক চক্র, যারা প্রথমে বিশ্বাস অর্জন করে পরে অর্থ আদায়, ব্ল্যাকমেইল বা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় সহ নগ্ন ভিডিও কিংবা ছবি কে হাতিয়ার হিসেবে ব্যবহার কারা হচ্ছে,
বিশেষজ্ঞরা বলছেন —
প্রত্যেকটি সফটওয়্যারের ভেতরেই এখন নজরদারি ও ডেটা সংগ্রহের ব্যবস্থা রয়েছে। তাই নিজের গোপন তথ্য, ছবি বা ভিডিও অচেনা কারও সঙ্গে শেয়ার করা বিপজ্জনক জেনেও
পুরুষরা কেন নারীর দেহের মোহে ক্ষণিকের সুখে প্রচারণের ফাঁদে পা দিচ্ছে,
সাইবার নিরাপত্তায় বিশেষজ্ঞদের পরামর্শ, অপরিচিত নাম্বার বা প্রোফাইল থেকে পাঠানো লিংকে ক্লিক করবেন না।
ভিডিও কল বা মেসেজের মাধ্যমে ব্যক্তিগত তথ্য প্রকাশ থেকে বিরত থাকুন,
সন্দেহজনক অ্যাকাউন্ট পেলে রিপোর্ট করুন এবং ব্লক করুন।
সচেতনতা ও সতর্কতাই পারে এই প্রতারণা থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে।