বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

মোঃ জাহাঙ্গীর আলম পাবনা (ঈশ্বরদী)

ঈশ্বরদীতে এক দশকে আবাদি জমি কমেছে ৬৪৮ হেক্টর

মোঃ জাহাঙ্গীর আলম পাবনা (ঈশ্বরদী) প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৫:০২ পিএম | 36 বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে এক দশকে আবাদি জমি কমেছে ৬৪৮ হেক্টর

যত্রতত্র কলকারখানা নির্মাণ, তিন ফসলি জমিতে বসতি স্থাপন, অপরিকল্পিত ভাবে পুকুর খনন এবং রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহনের জন্য ঈশ্বরদীতে গত ১ দশকে চাষযোগ্য জমি কমেছে প্রায় ৬৪৮ হেক্টর। সে সূত্রে এ অঞ্চলে প্রতি বছরে কেবল মাত্র ধানের উৎপাদনই কমেছে ৯৩৫ মেট্রিক টন।
উপজেলা কৃষি অধিদপ্তরের সূত্রমতে, ২০১৫ সালে অত্রাঞ্চলে মোট ফসলি জমি ছিল ১৮২৪৯ হেক্টর। যা কমে ২০২৫ সালে এসে দাঁড়িয়েছে ১৭৬০১ হেক্টর। সে সূত্রে বলাযায় গত ১ দশকে মোট চাষ যোগ্য জমি কমেছে ৬৪৮ হেক্টর।
ঈশ্বরদী উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রমতে, উপজেলার চরাঞ্চলের (পাকশী, লক্ষীকুন্ডা, নবীনগর) বিতৃর্ণ এলাকার আবাদি জমি গুলোর সবচেয়ে বেশি ফসলি জমি নষ্ট হয়েছে ইটভাটার কারনে। কেননা পুরো উপজেলা জুড়ে বৈধ/অবৈধ ইট ভাটা রয়েছে মোট ৪৯ টি । এই ইটভাটার জন্য অত্রাঞ্চলে জমি নষ্ট হয়েছে মোট ১৭০ হেক্টর। কেননা ভাটা গুলোর খোলা নির্মাণে প্রতিবছর প্রচুর আবাদি জমি নষ্ট হয়ে যায়। যা মোট আবাদি জমি কমার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
সূত্রে আরও জানা যায়, রুপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্য জমি অধিগ্রহন হয়েছে ২৯৪ একর। যার ফলে প্রচুর চাষযোগ্য জমি নষ্ট হয়েছে। যেসব জমিতে এক সময় গম, সবজি, ডাল ও তৈল জাতীয় শষ্য উৎপাদন হত সেখনে এখন গড়ে উঠেছে আবাসন। যা চাষযোগ্য জমিকে নষ্ট করেছে বহুলাংশে।
ঈশ্বরদী উপজেলা ধান চাষে প্রসিদ্ধ এলাকা অরকোলা মাঠ, বাঘহাছলা, মুলাডুলি, খয়েরবাড়িয়া, পতিরাজপুর, আরকান্দি প্রভৃতি এলাকা ঘুরে দেখা যায় বিস্তৃর্ণ এলাকা জুরে তিন ফসলি জমি গুলোতে গড়ে উঠেছে ছোট ছোট আবাসন। এদের মধ্যে অরণকোলা ও পতিরাজপুর এলাকায় বেশ কয়েকটি মিল কারখানাও গড়ে উঠেছে। সেই কারখানা গুলোকে কেন্দ্র করে আশপাশ ঘিরে ফসলি জমিতে খন�

মাধবপুরে মোবাইল কোর্টে পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মো ইপাজ খাঁ বিশেষ প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৯:০০ পিএম
মাধবপুরে মোবাইল কোর্টে পরিচালনা করে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইন, ২০১৮ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মাধবপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে আলিফ লাম বেকারিকে ৫ হাজার টাকা, বন্ধন ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা, মেসার্স পাল ব্রাদার্সকে ১০ হাজার টাকা, কুসুমকলি বেকারিকে ৫ হাজার টাকা এবং কৃষ্ণ পাল ট্রেডার্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআই সিলেটের কর্মকর্তাবৃন্দ এবং মাধবপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে বাজারে নিয়মশৃঙ্খলা বজায় রাখা, ওজন ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকার জন্য স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন।

জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

সিনারি স্টাফ রিপোর্টার : শ্রী রামবাবু বর্মন প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৮ পিএম
জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তরুণদের মেধা ও ক্রীড়া চর্চার বিকাশে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা শামীমা আক্তার জাহান।

বেলুন উড়িয়ে শুরু হওয়া এ আয়োজনে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদ হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও পুনট ইউনিয়ন দল। দারুণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পুনট ইউনিয়ন দলকে পরাজিত করে বিজয়ী হয় কালাই পৌরসভা দল। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন মোঃ তানভীর, যিনি তার অসাধারণ নৈপুণ্যের জন্য নির্বাচিত হন “ম্যান অব দ্য ম্যাচ”।

উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উপচে পড়া ভিড়। শত শত ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন, যা পুরো মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

আয়োজক সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় করা

মুন্সিগঞ্জ সদর থানার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নিরস্ত্র হিসেবে পুরস্কৃত হলেন সাদ্দাম মোল্লা

মোঃ সুজন বেপারী প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৮:৫৬ পিএম
মুন্সিগঞ্জ সদর থানার শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর নিরস্ত্র হিসেবে পুরস্কৃত হলেন সাদ্দাম মোল্লা

মুন্সিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠানে সদর থানার শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হলেন পুলিশের সাব ইন্সপেক্টর নিরস্ত্র জনাব সাদ্দাম মোল্লা।

আজ বুধবার (১৫ অক্টোবর ২০২৫) জেলা পুলিশ লাইন্সে মাসিক ও অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার (পিপিএম বার) মহোদয় এর সভাপতিত্বে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন সাব ইন্সপেক্টর নিরস্ত্র এসআই সাদ্দাম মোল্লা কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নারী ও শিশু নির্যাতন, মাদকদ্রব্য উদ্ধার ও বিভিন্ন মামলার ওয়ারেন্ট আসামি গ্রেফতারের বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এই পুরস্কার অর্জন করেন।

এছাড়াও জেলা পুলিশ লাইন্সে শহীদ কনস্টেবল বোরহান উদ্দিন মিলনায়তনে সম্মানিত জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক পুলিশ, কোর্ট পুলিশ ও পুলিশ লাইনস্ হতে আগত ইনচার্জগণসহ অন্যান্য পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। কল্যাণ সভায় সেপ্টেম্বর-২০২৫ মাসে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান।এরপর বেলা ১২.৩০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় সেপ্টেম্বর-২০২৫ মাসে রুজুকৃত মামলাসহ তদন্তাধীন মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো. ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব বিল্লাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) জনাব মো. আনিসুর রহমান মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।