মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

শিক্ষা ও মানবিকতায় অনন্য এক পথচলাঃ মোঃ শাহিনুর ইসলাম ও গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল

এস এম সালমান হৃদয় বগুড়াঃ প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ১০:৫৫ এএম | 331 বার পড়া হয়েছে
শিক্ষা ও মানবিকতায় অনন্য এক পথচলাঃ মোঃ শাহিনুর ইসলাম ও গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গর্ব গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল — একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যার অগ্রগতির পেছনে অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহিনুর ইসলাম।

প্রতিষ্ঠানটির সুনাম কেবল শিক্ষা কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; পরিচালক নিজে সরাসরি উপস্থিত থেকে নিয়মিতভাবে শ্রেণি কার্যক্রম ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করে থাকেন। ফলে এই প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এলাকার আশেপাশের অভিভাবক ও সচেতন মহল শিক্ষার এই ধারা ও পরিচালকের আন্তরিকতাকে আন্তরিকভাবে প্রশংসা করেন।

তবে মোঃ শাহিনুর ইসলামের জীবনদর্শন এখন আরও সুস্পষ্ট ও গভীর একটি বাঁকে এসেছে। সম্প্রতি এক ব্যক্তিগত ঘোষণায় তিনি জানান, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। তার ভাষায়:

> “আমি এখন সম্পূর্ণভাবে শিক্ষা ও মানবিক কাজের দিকে মনোনিবেশ করতে চাই। গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল ও সমাজের শিক্ষার মানোন্নয়নে আমার জীবনের বাকি সময় ব্যয় করতে চাই।”

 

তিনি আরও বলেন,

> “আমার চলার পথে যদি কখনো অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি বিনীতভাবে ক্ষমা চাইছি। আমি বিশ্বাস করি, আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেইনি এবং ভবিষ্যতেও দেবো না ইনশাআল্লাহ।”

 

শিক্ষা, নৈতিকতা ও সমাজ সচেতনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী এই মানুষটি শুধুমাত্র একজন শিক্ষাবিদই নন, বরং একজন মানবিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার এ ধরনের সিদ্ধান্ত এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।

উপজেলার মানুষ এখন আরও আশাবাদী — মোঃ শাহিনুর ইসলাম-এর নেতৃত্বে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা হয়ে উঠবে।

“হংকং থেকে ১২৩ কোটি টাকার চোরাচালান! ন্যাশনাল প্রতারক ইব্রাহিম এখন পলাতক

টঙ্গী প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০৪ পিএম
“হংকং থেকে ১২৩ কোটি টাকার চোরাচালান! ন্যাশনাল প্রতারক ইব্রাহিম এখন পলাতক

২০১৫ সালে ইতালি পাঠানোর নামে বাংলাদেশ থেকে ৪২ জনের পাসপোর্ট ও নগদ অর্থ হাতিয়ে নেয় ইব্রাহিম শেখ নামের এক প্রতারক। প্রতারণার সেই অঙ্ক তখনই দাঁড়িয়েছিল প্রায় দুই কোটি তিন লাখ টাকায়। এরপর থেকেই ইব্রাহিম যেন হয়ে ওঠেন আন্তর্জাতিক চোরাকারবারির ‘প্রতীক’।

পরবর্তীতে ২০১৬ সালে অবৈধ পথে দালালের মাধ্যমে হংকং পাড়ি জমান তিনি। হংকংয়ে পৌঁছেই সেখানে গড়ে তোলেন একাধিক প্রতারণার নেটওয়ার্ক। ইউরোপ পাঠানোর নামে টাকা আত্মসাৎ, নকল আইফোন ও সোনা বিক্রি, এমনকি বাংলাদেশ থেকে নকল পণ্য পাচার—সবই চলতে থাকে একই ছকের ভেতরে।

স্থানীয় সূত্র বলছে, হংকং-এ অবস্থানকালে ইব্রাহিম একাধিক বিয়ে করেছেন পরিচয় গোপন করে। তার প্রতিটি প্রতারণার পেছনে ছিল সুপরিকল্পিত জালিয়াতি।

সম্প্রতি গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, হংকং থেকে বাংলাদেশে ফিরেও থেমে থাকেননি এই ‘ন্যাশনাল প্রতারক’। আনুমানিক ১২৩ কোটি টাকা হুন্ডির মাধ্যমে দেশে এনে লুকিয়ে রেখেছেন একাধিক ব্যাংক অ্যাকাউন্টে। এমনকি মাদক ব্যবসার সাথেও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, প্রতারণা, মাদক, চোরাচালান—সবকিছুতে সম্পৃক্ত এই ইব্রাহিম এখন দেশের ভেতরেই অবস্থান করছেন ছদ্মবেশে।

এখন প্রশ্ন উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে এতদিন ধরেই তার অপকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হলো? প্রতারিত পরিবারগুলো চাইছেন দ্রুত এই চক্রের মূলহোতা ইব্রাহিমকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হোক।

কাহালুতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মো:স্বাধীন খান বিশেষ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০১ পিএম
কাহালুতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার কাহালুতে জমির ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।

কুড়িগ্রাম সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতারাঘাতে ছাত্র অসুস্থ 

রুহুল আমিন, রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১:৫৪ পিএম
কুড়িগ্রাম সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতারাঘাতে ছাত্র অসুস্থ 

কুড়িগ্রাম সদরের হরিম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বেতারাঘাতে এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। গত ৪ আগস্ট ২০২৫ ইং দুপুরে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এই ঘটনা ঘটে।

জানাযায়, বিদ্যালয়ের ৫ ম শ্রেনীর ক্লাসে হাসিনা খাতুন নামের এক শিক্ষিকা বেতারাঘাত করেন। এ সময় হাতে প্রচন্ড ব্যাথা শুরু হলে রাকিবুল হাসান রাকিবকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাটিয়ে দেয়া হয়। এর পর বাড়িতে হাত ফুলে গিয়ে প্রচন্ড ব্যাথা শুরু হলে তাকে সন্ধ্যায় তার অভিভাবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাকিব বলেন, হাসিনা আপা বড় বড় তিনটি প্রশ্ন লেখতে বলেন। আমি একটু পড়ে লেখতে চাইলেই বেত দিয়ে আমাকে খুব জোড়ে মারেন।এখন আমার হাতে অনেক ব্যাথা হচ্ছে। রাকিবের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলেকে পড়া-লেখা শিখানোর জন্য স্কুলে দিয়েছি। শিক্ষকের মার খেয়ে হাসপাতালে আসার জন্য নয়। আমি এর বিচার চাই। বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহনাজ বেগম বলেন,ঘটনার সময় আমি স্কুলের বাহিরে ছিলাম। শুনেছি হাসিনা বেত দিয়ে মেরেছে এতেই রাকিব ব্যাথা পায়। হাসিনা বেগম বলেন, আমি তাকে পড়ার জন্য মারিনি,মেরেছি নির্দাশিকা লাঠি দিয়ে দুষ্টুমি করার জন্য। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব বুলবুল হোসেন বলেন,আমি আমার অফিসের এক স্টাফ এর নিকট বিষয়টি শুনলাম। প্রধান শিক্ষিকাকে ফোনে পাইনি। কাল ছুটি আছে অফিস খুললেই জেনে ব্যবস্তা নিবো।

error: Content is protected !!