শিক্ষা ও মানবিকতায় অনন্য এক পথচলাঃ মোঃ শাহিনুর ইসলাম ও গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল


বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গর্ব গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল — একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যার অগ্রগতির পেছনে অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহিনুর ইসলাম।
প্রতিষ্ঠানটির সুনাম কেবল শিক্ষা কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; পরিচালক নিজে সরাসরি উপস্থিত থেকে নিয়মিতভাবে শ্রেণি কার্যক্রম ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করে থাকেন। ফলে এই প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এলাকার আশেপাশের অভিভাবক ও সচেতন মহল শিক্ষার এই ধারা ও পরিচালকের আন্তরিকতাকে আন্তরিকভাবে প্রশংসা করেন।
তবে মোঃ শাহিনুর ইসলামের জীবনদর্শন এখন আরও সুস্পষ্ট ও গভীর একটি বাঁকে এসেছে। সম্প্রতি এক ব্যক্তিগত ঘোষণায় তিনি জানান, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। তার ভাষায়:
> “আমি এখন সম্পূর্ণভাবে শিক্ষা ও মানবিক কাজের দিকে মনোনিবেশ করতে চাই। গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল ও সমাজের শিক্ষার মানোন্নয়নে আমার জীবনের বাকি সময় ব্যয় করতে চাই।”
তিনি আরও বলেন,
> “আমার চলার পথে যদি কখনো অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি বিনীতভাবে ক্ষমা চাইছি। আমি বিশ্বাস করি, আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেইনি এবং ভবিষ্যতেও দেবো না ইনশাআল্লাহ।”
শিক্ষা, নৈতিকতা ও সমাজ সচেতনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী এই মানুষটি শুধুমাত্র একজন শিক্ষাবিদই নন, বরং একজন মানবিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার এ ধরনের সিদ্ধান্ত এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।
উপজেলার মানুষ এখন আরও আশাবাদী — মোঃ শাহিনুর ইসলাম-এর নেতৃত্বে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা হয়ে উঠবে।