প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

শিক্ষা ও মানবিকতায় অনন্য এক পথচলাঃ মোঃ শাহিনুর ইসলাম ও গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল

এস এম সালমান হৃদয় বগুড়াঃ

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গর্ব গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল — একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, যার অগ্রগতির পেছনে অগ্রগামী ভূমিকা পালন করে যাচ্ছেন এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শাহিনুর ইসলাম।

প্রতিষ্ঠানটির সুনাম কেবল শিক্ষা কার্যক্রমেই সীমাবদ্ধ নয়; পরিচালক নিজে সরাসরি উপস্থিত থেকে নিয়মিতভাবে শ্রেণি কার্যক্রম ও শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করে থাকেন। ফলে এই প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এলাকার আশেপাশের অভিভাবক ও সচেতন মহল শিক্ষার এই ধারা ও পরিচালকের আন্তরিকতাকে আন্তরিকভাবে প্রশংসা করেন।

তবে মোঃ শাহিনুর ইসলামের জীবনদর্শন এখন আরও সুস্পষ্ট ও গভীর একটি বাঁকে এসেছে। সম্প্রতি এক ব্যক্তিগত ঘোষণায় তিনি জানান, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি ভবিষ্যতে আর রাজনীতিতে সক্রিয় থাকবেন না। তার ভাষায়:

> “আমি এখন সম্পূর্ণভাবে শিক্ষা ও মানবিক কাজের দিকে মনোনিবেশ করতে চাই। গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল ও সমাজের শিক্ষার মানোন্নয়নে আমার জীবনের বাকি সময় ব্যয় করতে চাই।”

 

তিনি আরও বলেন,

> “আমার চলার পথে যদি কখনো অজান্তে কাউকে কষ্ট দিয়ে থাকি, আমি বিনীতভাবে ক্ষমা চাইছি। আমি বিশ্বাস করি, আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেইনি এবং ভবিষ্যতেও দেবো না ইনশাআল্লাহ।”

 

শিক্ষা, নৈতিকতা ও সমাজ সচেতনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী এই মানুষটি শুধুমাত্র একজন শিক্ষাবিদই নন, বরং একজন মানবিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার এ ধরনের সিদ্ধান্ত এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে।

উপজেলার মানুষ এখন আরও আশাবাদী — মোঃ শাহিনুর ইসলাম-এর নেতৃত্বে গুজিয়া কনফিডেন্স পাবলিক স্কুল নতুন উচ্চতায় পৌঁছাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের আলোকবর্তিকা হয়ে উঠবে।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন