কালাই কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন পরিষদের অন্তর্গত কালাই কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার, বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী মন্ডল। প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আব্দুল বাসেত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য সোহাগ তালুকদার ও কালাই কর্নিপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হামিদ মল্লিক।
এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক আজিজুল হক, সহকারী শিক্ষক (গণিত) নূর রায়হান সরদার, সহকারী শিক্ষক আফরুজা বেগম, সহকারী শিক্ষক (ইংরেজি) নেহেরুল ইসলাম, সহকারী শিক্ষক (কৃষি) রায়হানুল ইসলাম, সহকারী শিক্ষক (ভূগোল) ওবায়দুল ইসলাম এবং অফিস সহকারী নাজমুল ইসলাম, মাহবুবুর রহমান, ওমর আলী, নুরজাহান, আবু তালেব, জব্বার আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের সচেতন হতে হবে। বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বাসায় পড়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। সন্তানদের প্রতি মনোযোগ বাড়াতে হবে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় থেকে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৫ জন উত্তীর্ণ হয়। পাশের হার ৭৫ শতাংশ। বর্তমানে বিদ্যালয়ে ২৮২ জন ছাত্রী অধ্যয়নরত রয়েছে, যার মধ্যে প্রায় ২৫০ জন নিয়মিত উপস্থিত থাকে।
বক্তারা বলেন, প্রাইভেট পড়ার পরিবর্তে বাসায় পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। বিদ্যালয়ের শিক্ষকরা আন্তরিকভাবে পাঠদান করে থাকেন। বিদ্যালয়ের পাঠ্যক্রমের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। অভিভাবকদের নিয়মিত বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখা, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের খোঁজখবর রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।