মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

কাহালুতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মো:স্বাধীন খান বিশেষ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০১ পিএম | 36 বার পড়া হয়েছে
কাহালুতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার কাহালুতে জমির ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।

“হংকং থেকে ১২৩ কোটি টাকার চোরাচালান! ন্যাশনাল প্রতারক ইব্রাহিম এখন পলাতক

টঙ্গী প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০৪ পিএম
“হংকং থেকে ১২৩ কোটি টাকার চোরাচালান! ন্যাশনাল প্রতারক ইব্রাহিম এখন পলাতক

২০১৫ সালে ইতালি পাঠানোর নামে বাংলাদেশ থেকে ৪২ জনের পাসপোর্ট ও নগদ অর্থ হাতিয়ে নেয় ইব্রাহিম শেখ নামের এক প্রতারক। প্রতারণার সেই অঙ্ক তখনই দাঁড়িয়েছিল প্রায় দুই কোটি তিন লাখ টাকায়। এরপর থেকেই ইব্রাহিম যেন হয়ে ওঠেন আন্তর্জাতিক চোরাকারবারির ‘প্রতীক’।

পরবর্তীতে ২০১৬ সালে অবৈধ পথে দালালের মাধ্যমে হংকং পাড়ি জমান তিনি। হংকংয়ে পৌঁছেই সেখানে গড়ে তোলেন একাধিক প্রতারণার নেটওয়ার্ক। ইউরোপ পাঠানোর নামে টাকা আত্মসাৎ, নকল আইফোন ও সোনা বিক্রি, এমনকি বাংলাদেশ থেকে নকল পণ্য পাচার—সবই চলতে থাকে একই ছকের ভেতরে।

স্থানীয় সূত্র বলছে, হংকং-এ অবস্থানকালে ইব্রাহিম একাধিক বিয়ে করেছেন পরিচয় গোপন করে। তার প্রতিটি প্রতারণার পেছনে ছিল সুপরিকল্পিত জালিয়াতি।

সম্প্রতি গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, হংকং থেকে বাংলাদেশে ফিরেও থেমে থাকেননি এই ‘ন্যাশনাল প্রতারক’। আনুমানিক ১২৩ কোটি টাকা হুন্ডির মাধ্যমে দেশে এনে লুকিয়ে রেখেছেন একাধিক ব্যাংক অ্যাকাউন্টে। এমনকি মাদক ব্যবসার সাথেও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, প্রতারণা, মাদক, চোরাচালান—সবকিছুতে সম্পৃক্ত এই ইব্রাহিম এখন দেশের ভেতরেই অবস্থান করছেন ছদ্মবেশে।

এখন প্রশ্ন উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে এতদিন ধরেই তার অপকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হলো? প্রতারিত পরিবারগুলো চাইছেন দ্রুত এই চক্রের মূলহোতা ইব্রাহিমকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হোক।

কুড়িগ্রাম সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতারাঘাতে ছাত্র অসুস্থ 

রুহুল আমিন, রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১:৫৪ পিএম
কুড়িগ্রাম সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতারাঘাতে ছাত্র অসুস্থ 

কুড়িগ্রাম সদরের হরিম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বেতারাঘাতে এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। গত ৪ আগস্ট ২০২৫ ইং দুপুরে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এই ঘটনা ঘটে।

জানাযায়, বিদ্যালয়ের ৫ ম শ্রেনীর ক্লাসে হাসিনা খাতুন নামের এক শিক্ষিকা বেতারাঘাত করেন। এ সময় হাতে প্রচন্ড ব্যাথা শুরু হলে রাকিবুল হাসান রাকিবকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাটিয়ে দেয়া হয়। এর পর বাড়িতে হাত ফুলে গিয়ে প্রচন্ড ব্যাথা শুরু হলে তাকে সন্ধ্যায় তার অভিভাবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাকিব বলেন, হাসিনা আপা বড় বড় তিনটি প্রশ্ন লেখতে বলেন। আমি একটু পড়ে লেখতে চাইলেই বেত দিয়ে আমাকে খুব জোড়ে মারেন।এখন আমার হাতে অনেক ব্যাথা হচ্ছে। রাকিবের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলেকে পড়া-লেখা শিখানোর জন্য স্কুলে দিয়েছি। শিক্ষকের মার খেয়ে হাসপাতালে আসার জন্য নয়। আমি এর বিচার চাই। বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহনাজ বেগম বলেন,ঘটনার সময় আমি স্কুলের বাহিরে ছিলাম। শুনেছি হাসিনা বেত দিয়ে মেরেছে এতেই রাকিব ব্যাথা পায়। হাসিনা বেগম বলেন, আমি তাকে পড়ার জন্য মারিনি,মেরেছি নির্দাশিকা লাঠি দিয়ে দুষ্টুমি করার জন্য। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব বুলবুল হোসেন বলেন,আমি আমার অফিসের এক স্টাফ এর নিকট বিষয়টি শুনলাম। প্রধান শিক্ষিকাকে ফোনে পাইনি। কাল ছুটি আছে অফিস খুললেই জেনে ব্যবস্তা নিবো।

সৈয়দপুরে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা ও উরসে আলা হযরত অনুষ্ঠিত

তৌসিফ রেজা, সৈয়দপুর নীলফামারী প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৮:৩২ পিএম
সৈয়দপুরে আন্তর্জাতিক শাহাদাতে কারবালা ও উরসে আলা হযরত অনুষ্ঠিত

সৈয়দপুরে পবিত্র সোহদায়ে কারবালা স্মরণে ও আলা হযরত ইমাম আহমদ রেজা খান (রহ.)-এর উরস উপলক্ষে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাহফিল ও তাজকিরার এক মহাসম্মেলন। ৩ আগস্ট রবিবার সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত, এই আলোকিত মাহফিলে উপচে পড়া ভক্তসমাগম এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত থেকে আগত বিশ্ববরণ্য আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব ড. সৈয়দ শাহ জালালুদ্দিন আশরাফ আশরাফী আল জিলানী।

প্রধান আকর্ষণ ছিলেন সুফি দর্শনের উজ্জ্বল নক্ষত্র, তরুণ বক্তা সৈয়দ মায়াজ আশরাফ আশরাফী আল জিলানী মিসবাহি আজহারি, যাঁর হৃদয়স্পর্শী তাফসির ও মাদানী ভাষণ শ্রোতাদের বিমুগ্ধ করে।

বিশেষ বক্তা হিসেবে মুফতি মাসুম আহমেদ মোখতারী ও হাফেজ ও মাওলানা রিজওয়ান আল কাদেরী আলা হযরতের জীবন দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পীরে কামেল সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন জালালী।সুললিত কণ্ঠে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল মান্নান আশরাফী।

গভীর শ্রদ্ধায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন আহলে বাইত প্রেমিক আলহাজ্ব আফতাব আলম জুবায়ের এমাদি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোহাম্মদ আলী আশরাফী,হাজী আজহার সুলতান রিজভী,নাঈম এমাদি সৈয়দ আব্দুল্লাহ বাখশী,খলিফা সৈয়দ আসিফ আশরাফী,মাওলানা রিজওয়ান আল কাদেরী,খালিদ আজম আশরাফী প্রমুখ।

বাদ এশা থেকে গভীর রাত পর্যন্ত চলা এ মাহফিলের প্রতিটি পর্বে কারবালার শিক্ষা, আহলে বাইতের প্রেম ও আলা হযরতের বিদ্বেষমুক্ত ইসলামি দর্শনের বাণী উচ্চারিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সুফিবাদি সংগঠন নাঈম উল আউলিয়া ফাউন্ডেশন, তালিমাতে সুফিয়া মিশন, সারকারে কাঁলা ফাউন্ডেশন, আঞ্জুমান এ আশরাফীয়া চেরিট্যাবল ট্রাস্ট প্রমুখ এর উপস্থিতি পরিলক্ষিত হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন আহলে বাইত ফাউন্ডেশন সৈয়দপুর, উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি জুনায়েদ হাবিব আল বারকাতী জানান, আমরা সারা বছরব্যাপী দ্বীনি খেদমত ও ইসলাহি কাজ পরিচালনা করে থাকি, এছাড়া তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । হামদ ও নাঁত পরিবেশনা করেন মোক্তার সাঈদি ও তাজদারে মদিনা নাঁত গোষ্ঠি।

error: Content is protected !!