বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:১৯ পিএম | 37 বার পড়া হয়েছে
আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম

দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।

নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে।এ ছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি ১৩ টাকা বেড়ে ১৬৩ টাকা হয়েছে।

একই সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

ভোক্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে নিয়মিতভাবে দাম বাড়ানো হচ্ছে। এর পেছনে কাজ করছে অদৃশ্য সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ আরও চাপে পড়ছে, অথচ বাজারে তেল ঘাটতি নেই।

কোথায় থামবে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য…?

বিশ্লেষকদের মতে, দেশে কাঁচা তেলের আমদানি মূল্য কমলেও নির্ধারিত দাম বাড়ানোয় স্পষ্টভাবে সিন্ডিকেটের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
সরকারের উচিত বাজার মনিটরিং জোরদার করা, নইলে সাধারণ মানুষকে আরও দীর্ঘদিন এই সিন্ডিকেটের খেলার বলি হতে হবে।

“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪৫ পিএম
“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”

 

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ উৎপাদনকারী একটি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ফার্মাকেয়ার নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।

অভিযানে চার লাখ টাকার বিপুল পরিমাণ নকল ঔষধ, উৎপাদন সরঞ্জাম, লেবেল ও প্লাস্টিক বোতল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি কারখানার মালিক মোজাব্বির হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সকল মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, ফার্মাকেয়ার নামের এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ভেটেরিনারি জাতীয় নকল ঔষধ তৈরি ও বাজারজাত করে খামারিদের সঙ্গে প্রতারণা করছিল। এতে গরু ও ছাগল অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সিহাব উদ্দিন জানান, একটি ষাঁড়ের মৃত্যুর পর তদন্তে সন্দেহ হয়। পরে অনুসন্ধানে জানা যায়, সলিড ফার্মাকেয়ার নামে যে কোম্পানির নাম লেবেলে লেখা, সেটি আসলে গৌরীপুরেই অবৈধভাবে উৎপাদন হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার খাদ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।

সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, “সলিড ফার্মাকেয়ার ভেটেরিনারি ঔষধ উৎপাদনের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও নকল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল ধ্বংস করা হয়েছে।”

রাজাপুর সেলিম রেজার পক্ষে ৩১ দফা দিনব্যাপী লিফলেট বিতরণ!!

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৪১ পিএম
রাজাপুর সেলিম রেজার পক্ষে ৩১ দফা দিনব্যাপী লিফলেট বিতরণ!!
  • ফাতিমা আক্তার মিম
  • ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গণমানুষের নেতা হাবিবুর রহমান সেলিম রেজা সভাপতি নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি যুক্তরাষ্ট্রে, পক্ষে লিফলেট বিতরণ করেন।
    রাজাপুর উপজেলা ছাত্রদল নেতা মোঃ মুসা হাওলাদার নিপু,শুক্তাগড় ইউনিয়ন বি এন পি নেতা রফিকুল ইসলাম রফিক,শুক্তাগড় ইউনিয়ন যুবদল নেতা জামাল ফকির,মোঃ সিদ্দিক,শ্রমিক দল নেতা মোঃ মোকাম্বেল হাওলাদার,সজিব হোসেন। বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় দলীয় নেতাকর্মীরা ৩১ দফা লিফলেট বিতরণ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরেন।
    এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    সেলিম রেজা মুঠোফোনে
    বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই এখন সময়ের দাবি। বিএনপির ৩১ দফা হলো জনগণের মুক্তির রূপরেখা।
    স্থানীয় নেতারা জানান, তাঁর নেতৃত্বে ৩১ দফা কার্যক্রমে তৃণমূল পর্যায়ে দলের প্রতি জনগণের আগ্রহ আরও বেড়েছে।

বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন!!

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:৩৮ পিএম
বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন!!

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- আত্মশুদ্ধি,  কল্যাণ ও মঙ্গল  কামনার মধ্য দিয়ে রাঙামাটি জেলার বিলাইছড়ি  উপজেলার রাংখ্যং শাখা বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ২৩ তম মহান কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ) দিনব্যাপী অনুষ্ঠানে সকালে বিহার প্রাঙ্গণে বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পিণ্ডুদান ও নানাবিধ দান – এর মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়। পরে ২য় পর্বে পুষ্পস্তবক অর্পণ, কল্পতরু ও কঠিন চীবর শোভাযাত্রায় মঞ্চে আনয়নের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় পঞ্চশীল গ্রহণ, কল্পতরু দান,হাজার প্রদীপ দান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন দান উৎসর্গ করা  হয়।

 

এর আগে বুধবার  ( ১৫ অক্টোবর)  সন্ধ্যায় কঠিন চীবর বুনন উদ্বোধন ও ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা  সূচনা হয়। বহু বছর আগে বিশাখা প্রবর্তিত নিয়ম অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, কাপড় বোনা ও চীবর তৈরি করে ভিক্ষুদের নিকট দান করা হয়। পাশাপাশি চীবর কিনে সেলাই করেও চীবর দান করা হয়।

 

দিনব্যাপী অনুষ্ঠানে ভিক্ষ সংঘের মধ্যে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাথের। এছাড়া উপস্থিত ছিলেন পন্থক মহাস্থবির, মহাকাল মহাথের , গিরিমানন্দ ভিক্ষু, জ্ঞান সিদ্ধি ভিক্ষু, করুনা ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা  সার্কেল চীফ ব্যারিস্টার রাজা  দেবাশীষ রায়। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সচিব সুব্রত চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ভূমিদাতা স্বর্ণলাল দেওয়ান, বিহার পরিচালনা কমিটির সভাপতি সমতোষ চাকমা, সভাপতি’র সহধর্মিণী  শ্রাবণী তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মানিক কুমার চাকমা,সাধারণ সম্পাদকের সহধর্মিণী মঞ্জুরানী দেওয়ান,  বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান, ধর্মপ্রাণ দায়ক বিশাল চাকমা, শান্তিময় চাকমা ও শান্ত শীল  চাকমা, সঞ্জয় তালুকদার, শান্তি রায় চাকমা (রায়ধন) সহ হাজারো পূর্ণ্যার্থী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন গুনী শিল্পী অনন্যা চাকমা এবং সঞ্চালনায় মৈত্রী দেওয়ান।