প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম

ইউ বি টিভি ডেস্ক

দেশে আবারও বেড়েছে ভোজ্যতেলের দাম। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য তালিকা প্রকাশ করেছে।

নতুন দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ টাকা থেকে বেড়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়ে ১৭৭ টাকা করা হয়েছে।এ ছাড়া পাম তেলের দাম লিটারপ্রতি ১৩ টাকা বেড়ে ১৬৩ টাকা হয়েছে।

একই সঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৯৪৫ টাকা।

ভোক্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশে নিয়মিতভাবে দাম বাড়ানো হচ্ছে। এর পেছনে কাজ করছে অদৃশ্য সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ আরও চাপে পড়ছে, অথচ বাজারে তেল ঘাটতি নেই।

কোথায় থামবে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য…?

বিশ্লেষকদের মতে, দেশে কাঁচা তেলের আমদানি মূল্য কমলেও নির্ধারিত দাম বাড়ানোয় স্পষ্টভাবে সিন্ডিকেটের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে।
সরকারের উচিত বাজার মনিটরিং জোরদার করা, নইলে সাধারণ মানুষকে আরও দীর্ঘদিন এই সিন্ডিকেটের খেলার বলি হতে হবে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন