“গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ কারখানা ধ্বংস, মালিককে ১০ হাজার টাকা জরিমানা”


আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুরে নকল ভেটেরিনারি ঔষধ উৎপাদনকারী একটি কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া মহল্লায় ফার্মাকেয়ার নামে ওই কারখানায় অভিযান চালানো হয়।
অভিযানে চার লাখ টাকার বিপুল পরিমাণ নকল ঔষধ, উৎপাদন সরঞ্জাম, লেবেল ও প্লাস্টিক বোতল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার প্রমা। তিনি কারখানার মালিক মোজাব্বির হোসেন খানকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত সকল মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংসের নির্দেশ দেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, ফার্মাকেয়ার নামের এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই ভেটেরিনারি জাতীয় নকল ঔষধ তৈরি ও বাজারজাত করে খামারিদের সঙ্গে প্রতারণা করছিল। এতে গরু ও ছাগল অসুস্থ হয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সিহাব উদ্দিন জানান, একটি ষাঁড়ের মৃত্যুর পর তদন্তে সন্দেহ হয়। পরে অনুসন্ধানে জানা যায়, সলিড ফার্মাকেয়ার নামে যে কোম্পানির নাম লেবেলে লেখা, সেটি আসলে গৌরীপুরেই অবৈধভাবে উৎপাদন হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন গৌরীপুর সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার খাদ্য পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ও গৌরীপুর থানা পুলিশের একটি দল।
সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, “সলিড ফার্মাকেয়ার ভেটেরিনারি ঔষধ উৎপাদনের কোনো অনুমতি না থাকা সত্ত্বেও নকল ঔষধ তৈরি ও বাজারজাত করছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও মালামাল ধ্বংস করা হয়েছে।”