প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বিলাইছড়িতে রাংখ্যং শাখা বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন!!

ইউ বি টিভি ডেস্ক

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি- আত্মশুদ্ধি,  কল্যাণ ও মঙ্গল  কামনার মধ্য দিয়ে রাঙামাটি জেলার বিলাইছড়ি  উপজেলার রাংখ্যং শাখা বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ২৩ তম মহান কঠিন চীবর দান সম্পন্ন হয়েছে।

 

বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ) দিনব্যাপী অনুষ্ঠানে সকালে বিহার প্রাঙ্গণে বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, পিণ্ডুদান ও নানাবিধ দান – এর মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়। পরে ২য় পর্বে পুষ্পস্তবক অর্পণ, কল্পতরু ও কঠিন চীবর শোভাযাত্রায় মঞ্চে আনয়নের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় পঞ্চশীল গ্রহণ, কল্পতরু দান,হাজার প্রদীপ দান ও কঠিন চীবর দানসহ বিভিন্ন দান উৎসর্গ করা  হয়।

 

এর আগে বুধবার  ( ১৫ অক্টোবর)  সন্ধ্যায় কঠিন চীবর বুনন উদ্বোধন ও ফানুস বাতি উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা  সূচনা হয়। বহু বছর আগে বিশাখা প্রবর্তিত নিয়ম অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, কাপড় বোনা ও চীবর তৈরি করে ভিক্ষুদের নিকট দান করা হয়। পাশাপাশি চীবর কিনে সেলাই করেও চীবর দান করা হয়।

 

দিনব্যাপী অনুষ্ঠানে ভিক্ষ সংঘের মধ্যে প্রধান ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন কাটাছড়ি রাজবন ভাবনা কেন্দ্রের বিহার অধ্যক্ষ ইন্দ্র গুপ্ত মহাথের। এছাড়া উপস্থিত ছিলেন পন্থক মহাস্থবির, মহাকাল মহাথের , গিরিমানন্দ ভিক্ষু, জ্ঞান সিদ্ধি ভিক্ষু, করুনা ভিক্ষু সহ অন্যান্য ভিক্ষু সংঘ।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকমা  সার্কেল চীফ ব্যারিস্টার রাজা  দেবাশীষ রায়। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সচিব সুব্রত চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ভূমিদাতা স্বর্ণলাল দেওয়ান, বিহার পরিচালনা কমিটির সভাপতি সমতোষ চাকমা, সভাপতি’র সহধর্মিণী  শ্রাবণী তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মানিক কুমার চাকমা,সাধারণ সম্পাদকের সহধর্মিণী মঞ্জুরানী দেওয়ান,  বাজার চৌধুরী ভারতী রানী দেওয়ান, ধর্মপ্রাণ দায়ক বিশাল চাকমা, শান্তিময় চাকমা ও শান্ত শীল  চাকমা, সঞ্জয় তালুকদার, শান্তি রায় চাকমা (রায়ধন) সহ হাজারো পূর্ণ্যার্থী। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন গুনী শিল্পী অনন্যা চাকমা এবং সঞ্চালনায় মৈত্রী দেওয়ান।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন