মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

২৭১ উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১১:০৯ পিএম | 60 বার পড়া হয়েছে
২৭১ উপজেলায় প্রাথমিক শিক্ষকদের বদলির আবেদন শুরু

দেশের ২৭১টি উপজেলার প্রাথমিক শিক্ষকদের একই জেলার ভেতর বদলির আবেদন শুরু হয়েছে।মঙ্গলবার থেকে অনলাইনে এসব উপজেলার সহকারী শিক্ষকদের বদলির আবেদন নেওয়া শুরু হয়, যা চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন জানান, বিধি অনুযায়ী- কোনো উপজেলায় মোট শিক্ষকের ১০ শতাংশ অন্য উপজেলা থেকে বদলি হয়ে আসতে পারেন। ২১৬টি উপজেলা বা থানায় ইতোমধ্যে ১০ শতাংশের বেশি শিক্ষক বদলি হয়ে এসেছেন।তাই ২১৬টি উপজেলার শিক্ষকদের আন্তঃউপজেলা বদলির আওতার বাইরে রেখে বাকি ২৭১ উপজেলায় বদলির কার্যক্রম শুরু হয়েছে।

অধিদপ্তর জানায়, ২৯ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে তাদের বদলির আদেশ জারি হবে। তবে কবে এ আদেশ জারি হবে তা নির্দিষ্ট করে জানায়নি অধিদপ্তর।

অধিদপ্তরের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, ২৯ মার্চের মধ্যে সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করতে হবে প্রধান শিক্ষকদের।৩০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা ও থানা শিক্ষা কর্মকর্তারা বদলির আবেদন যাচাই করার সুযোগ পাবেন। ৮ থেকে ১১ এপ্রিল শিক্ষকদের বদলির আবেদন থাকবে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাদের হাতে।১২ থেকে ১৫ এপ্রিল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই ও অনুমোদন করবেন।

আবেদনের ক্ষেত্রে সহকারী শিক্ষকদের কিছু শর্ত দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।সেগুলোর মধ্যে রয়েছে- শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন।বদলির আদেশ জারি হলে তা বাতিল করার কোনো আবেদন গ্রহণ করা হবে না।যাচাইকারী কর্মকর্তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৩ সালের ১০ অক্টোবর জারি করা ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩’ অনুসরণ করবেন। যাচাই করে পাঠানোর পর পুনর্বিবেচনার আবেদন করা যাবে না।

“হংকং থেকে ১২৩ কোটি টাকার চোরাচালান! ন্যাশনাল প্রতারক ইব্রাহিম এখন পলাতক

টঙ্গী প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০৪ পিএম
“হংকং থেকে ১২৩ কোটি টাকার চোরাচালান! ন্যাশনাল প্রতারক ইব্রাহিম এখন পলাতক

২০১৫ সালে ইতালি পাঠানোর নামে বাংলাদেশ থেকে ৪২ জনের পাসপোর্ট ও নগদ অর্থ হাতিয়ে নেয় ইব্রাহিম শেখ নামের এক প্রতারক। প্রতারণার সেই অঙ্ক তখনই দাঁড়িয়েছিল প্রায় দুই কোটি তিন লাখ টাকায়। এরপর থেকেই ইব্রাহিম যেন হয়ে ওঠেন আন্তর্জাতিক চোরাকারবারির ‘প্রতীক’।

পরবর্তীতে ২০১৬ সালে অবৈধ পথে দালালের মাধ্যমে হংকং পাড়ি জমান তিনি। হংকংয়ে পৌঁছেই সেখানে গড়ে তোলেন একাধিক প্রতারণার নেটওয়ার্ক। ইউরোপ পাঠানোর নামে টাকা আত্মসাৎ, নকল আইফোন ও সোনা বিক্রি, এমনকি বাংলাদেশ থেকে নকল পণ্য পাচার—সবই চলতে থাকে একই ছকের ভেতরে।

স্থানীয় সূত্র বলছে, হংকং-এ অবস্থানকালে ইব্রাহিম একাধিক বিয়ে করেছেন পরিচয় গোপন করে। তার প্রতিটি প্রতারণার পেছনে ছিল সুপরিকল্পিত জালিয়াতি।

সম্প্রতি গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, হংকং থেকে বাংলাদেশে ফিরেও থেমে থাকেননি এই ‘ন্যাশনাল প্রতারক’। আনুমানিক ১২৩ কোটি টাকা হুন্ডির মাধ্যমে দেশে এনে লুকিয়ে রেখেছেন একাধিক ব্যাংক অ্যাকাউন্টে। এমনকি মাদক ব্যবসার সাথেও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, প্রতারণা, মাদক, চোরাচালান—সবকিছুতে সম্পৃক্ত এই ইব্রাহিম এখন দেশের ভেতরেই অবস্থান করছেন ছদ্মবেশে।

এখন প্রশ্ন উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে এতদিন ধরেই তার অপকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হলো? প্রতারিত পরিবারগুলো চাইছেন দ্রুত এই চক্রের মূলহোতা ইব্রাহিমকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হোক।

কাহালুতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মো:স্বাধীন খান বিশেষ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০১ পিএম
কাহালুতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার কাহালুতে জমির ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।

কুড়িগ্রাম সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতারাঘাতে ছাত্র অসুস্থ 

রুহুল আমিন, রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১:৫৪ পিএম
কুড়িগ্রাম সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতারাঘাতে ছাত্র অসুস্থ 

কুড়িগ্রাম সদরের হরিম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বেতারাঘাতে এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। গত ৪ আগস্ট ২০২৫ ইং দুপুরে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এই ঘটনা ঘটে।

জানাযায়, বিদ্যালয়ের ৫ ম শ্রেনীর ক্লাসে হাসিনা খাতুন নামের এক শিক্ষিকা বেতারাঘাত করেন। এ সময় হাতে প্রচন্ড ব্যাথা শুরু হলে রাকিবুল হাসান রাকিবকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাটিয়ে দেয়া হয়। এর পর বাড়িতে হাত ফুলে গিয়ে প্রচন্ড ব্যাথা শুরু হলে তাকে সন্ধ্যায় তার অভিভাবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাকিব বলেন, হাসিনা আপা বড় বড় তিনটি প্রশ্ন লেখতে বলেন। আমি একটু পড়ে লেখতে চাইলেই বেত দিয়ে আমাকে খুব জোড়ে মারেন।এখন আমার হাতে অনেক ব্যাথা হচ্ছে। রাকিবের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলেকে পড়া-লেখা শিখানোর জন্য স্কুলে দিয়েছি। শিক্ষকের মার খেয়ে হাসপাতালে আসার জন্য নয়। আমি এর বিচার চাই। বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহনাজ বেগম বলেন,ঘটনার সময় আমি স্কুলের বাহিরে ছিলাম। শুনেছি হাসিনা বেত দিয়ে মেরেছে এতেই রাকিব ব্যাথা পায়। হাসিনা বেগম বলেন, আমি তাকে পড়ার জন্য মারিনি,মেরেছি নির্দাশিকা লাঠি দিয়ে দুষ্টুমি করার জন্য। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব বুলবুল হোসেন বলেন,আমি আমার অফিসের এক স্টাফ এর নিকট বিষয়টি শুনলাম। প্রধান শিক্ষিকাকে ফোনে পাইনি। কাল ছুটি আছে অফিস খুললেই জেনে ব্যবস্তা নিবো।

error: Content is protected !!