চাটমোহর এমপি প্রার্থী তুহিনের গনসংযোগ


পাবনার চাটমোহরে পাবনা-৩ (চাটমোহর,ভাঙ্গুড়া,ফরিদপুর) আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর পৌর সদরের বিভিন্ন এলাকায় গনসংযোগ ও বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছেন।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে চাটমোহর পৌর সদরের পুরান বাজার, বাসস্ট্যান্ডসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন মহল্লায় এ গনসংযোগ করেন তিনি। এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট ও দোয়া চান।
গনসংযোগ ও লিফলেট বিতরণ সময় তার সাথে ছিলেন ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, কৃষক দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান সামস্, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মাহামুদুল আলম মাহমুদ,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ,উপজেলা কৃষকদলের সভাপতি লিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক এম এ জাকারিয়া,পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক,উপজেলা শ্রমিক দলের সভাপতি মন্তাজ আহমেদ, পৌর শ্রমিকদলের সভাপতি এনামুল হক, উপজেলা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সেলিম রেজা প্রমূখ।