এস এম সালমান হৃদয়, বগুড়া
দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইলেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ


বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মালঞ্চা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন।
গণসংযোগের অংশ হিসেবে তিনি মালঞ্চা ইউনিয়নের গুড়বিশা, সাবানপুর, মাগুড়া, এরুইল, বিশা, কলমা, ইন্দুখুর, ভালশুন, কল্যাপাড়া, পানিসারা ও মালঞ্চা বাজার এলাকায় সাধারণ জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগ শেষে মালঞ্চা বাজারে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন,
“ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে ইসলামিক পতাকার নিচে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক সমাজ গঠনে জামায়াতের বিজয় জরুরি।”
পথসভায় সভাপতিত্ব করেন মালঞ্চা ইউনিয়ন জামায়াতের আমির আলহাজ্ব মাওলানা আবু দাউদ। এছাড়াও উপস্থিত ছিলেন কাহালু উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগে স্থানীয় জনগণের ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। জামায়াত প্রার্থীকে ঘিরে সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।