মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার প্রতিবাদে মুশফিকুর রহমানের নির্দেশক্রমে 

গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

হামিম হাসান স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১১:৫১ এএম | 82 বার পড়া হয়েছে
গফরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশব্যাপী চলমান ষড়যন্ত্র ও প্রোপাগাণ্ডার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গফরগাঁও উপজেলা মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নির্দেশে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি ও এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভে অংশ নেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আনসার উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, যশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য দুলাল মিয়া, মোশারফ হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, যশরা ইউনিয়ন বিএনপি নেতা বজলুর রহমান, সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ওয়াজ উদ্দিন, গফরগাঁও ইউনিয়ন বিএনপি নেতা নাজমুল হক, সালটিয়া ইউনিয়ন বিএনপি নেতা বাহার উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্বাসি সুজন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা তোফাজ্জল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনচারুল হক শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক পারভেজ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

ছাত্রদলের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান মামুন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শুভ, মেহেদী হাসান নাইম ও ইমন, উপজেলা ছাত্রদলের সদস্য রিয়াদ, গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান ইসলাম আইকন, কলেজ শাখা ছাত্রদল নেতা শাওন মড়ল, মিনহাজ, আরিফুল ইসলাম, জিয়াউর রহমান, মাসুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার এবং বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা একদলীয় শাসন টিকিয়ে রাখতে বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, মিথ্যা মামলা, গুম-খুন এবং প্রোপাগাণ্ডার মাধ্যমে রাজনীতিকে কলুষিত করছে।”

বক্তারা এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আনসার উদ্দিন।

“হংকং থেকে ১২৩ কোটি টাকার চোরাচালান! ন্যাশনাল প্রতারক ইব্রাহিম এখন পলাতক

টঙ্গী প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০৪ পিএম
“হংকং থেকে ১২৩ কোটি টাকার চোরাচালান! ন্যাশনাল প্রতারক ইব্রাহিম এখন পলাতক

২০১৫ সালে ইতালি পাঠানোর নামে বাংলাদেশ থেকে ৪২ জনের পাসপোর্ট ও নগদ অর্থ হাতিয়ে নেয় ইব্রাহিম শেখ নামের এক প্রতারক। প্রতারণার সেই অঙ্ক তখনই দাঁড়িয়েছিল প্রায় দুই কোটি তিন লাখ টাকায়। এরপর থেকেই ইব্রাহিম যেন হয়ে ওঠেন আন্তর্জাতিক চোরাকারবারির ‘প্রতীক’।

পরবর্তীতে ২০১৬ সালে অবৈধ পথে দালালের মাধ্যমে হংকং পাড়ি জমান তিনি। হংকংয়ে পৌঁছেই সেখানে গড়ে তোলেন একাধিক প্রতারণার নেটওয়ার্ক। ইউরোপ পাঠানোর নামে টাকা আত্মসাৎ, নকল আইফোন ও সোনা বিক্রি, এমনকি বাংলাদেশ থেকে নকল পণ্য পাচার—সবই চলতে থাকে একই ছকের ভেতরে।

স্থানীয় সূত্র বলছে, হংকং-এ অবস্থানকালে ইব্রাহিম একাধিক বিয়ে করেছেন পরিচয় গোপন করে। তার প্রতিটি প্রতারণার পেছনে ছিল সুপরিকল্পিত জালিয়াতি।

সম্প্রতি গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, হংকং থেকে বাংলাদেশে ফিরেও থেমে থাকেননি এই ‘ন্যাশনাল প্রতারক’। আনুমানিক ১২৩ কোটি টাকা হুন্ডির মাধ্যমে দেশে এনে লুকিয়ে রেখেছেন একাধিক ব্যাংক অ্যাকাউন্টে। এমনকি মাদক ব্যবসার সাথেও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, প্রতারণা, মাদক, চোরাচালান—সবকিছুতে সম্পৃক্ত এই ইব্রাহিম এখন দেশের ভেতরেই অবস্থান করছেন ছদ্মবেশে।

এখন প্রশ্ন উঠেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কীভাবে এতদিন ধরেই তার অপকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হলো? প্রতারিত পরিবারগুলো চাইছেন দ্রুত এই চক্রের মূলহোতা ইব্রাহিমকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমুখি করা হোক।

কাহালুতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

মো:স্বাধীন খান বিশেষ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০১ পিএম
কাহালুতে ভাসমান অবস্থায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার কাহালুতে জমির ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার।

কুড়িগ্রাম সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতারাঘাতে ছাত্র অসুস্থ 

রুহুল আমিন, রুকু, কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ১:৫৪ পিএম
কুড়িগ্রাম সদরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বেতারাঘাতে ছাত্র অসুস্থ 

কুড়িগ্রাম সদরের হরিম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বেতারাঘাতে এক ছাত্র অসুস্থ হয়ে পড়েছে। গত ৪ আগস্ট ২০২৫ ইং দুপুরে বিদ্যালয়ের শ্রেনী কক্ষে এই ঘটনা ঘটে।

জানাযায়, বিদ্যালয়ের ৫ ম শ্রেনীর ক্লাসে হাসিনা খাতুন নামের এক শিক্ষিকা বেতারাঘাত করেন। এ সময় হাতে প্রচন্ড ব্যাথা শুরু হলে রাকিবুল হাসান রাকিবকে বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাটিয়ে দেয়া হয়। এর পর বাড়িতে হাত ফুলে গিয়ে প্রচন্ড ব্যাথা শুরু হলে তাকে সন্ধ্যায় তার অভিভাবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রাকিব বলেন, হাসিনা আপা বড় বড় তিনটি প্রশ্ন লেখতে বলেন। আমি একটু পড়ে লেখতে চাইলেই বেত দিয়ে আমাকে খুব জোড়ে মারেন।এখন আমার হাতে অনেক ব্যাথা হচ্ছে। রাকিবের বাবা আব্দুস সালাম বলেন, আমার ছেলেকে পড়া-লেখা শিখানোর জন্য স্কুলে দিয়েছি। শিক্ষকের মার খেয়ে হাসপাতালে আসার জন্য নয়। আমি এর বিচার চাই। বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শাহনাজ বেগম বলেন,ঘটনার সময় আমি স্কুলের বাহিরে ছিলাম। শুনেছি হাসিনা বেত দিয়ে মেরেছে এতেই রাকিব ব্যাথা পায়। হাসিনা বেগম বলেন, আমি তাকে পড়ার জন্য মারিনি,মেরেছি নির্দাশিকা লাঠি দিয়ে দুষ্টুমি করার জন্য। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আলহাজ্ব বুলবুল হোসেন বলেন,আমি আমার অফিসের এক স্টাফ এর নিকট বিষয়টি শুনলাম। প্রধান শিক্ষিকাকে ফোনে পাইনি। কাল ছুটি আছে অফিস খুললেই জেনে ব্যবস্তা নিবো।

error: Content is protected !!