১৩ বছর পর বিএনপি কার্যালয়ে ফিরে কাঁদলেন জাকিউল্লা আপেল


১৩ বছর পর বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে ফিরে এলেন সাবেক সহ-সভাপতি, ত্যাগী ও জনপ্রিয় রাজনীতিক এ এন এম জাকিউল্লা আপেল। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর আবেগে আপ্লূত হয়ে কেঁদে ফেলেন এই প্রবীণ নেতা।
জাকিউল্লা আপেল বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি বগুড়া জেলা ছাত্রদলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি ছিলেন। পরবর্তীতে বগুড়া শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন এবং সর্বশেষ বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৬ সালের ২৮ অক্টোবর বিএনপি সরকারের বিদায়ের দিনে বগুড়ার সাতমাথায় আওয়ামী লীগ, পুলিশ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষে যুবদল কর্মী মোহন নিহত হন। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেই ঘটনার মামলায় বিএনপির নেতাকর্মীদের আসামি করা হয়। সেই মামলায় জাকিউল্লা আপেল, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চানসহ আরও অনেক নেতাকে আসামি করা হয়।
মামলার বোঝা মাথায় নিয়ে জাকিউল্লা আপেল যুক্তরাষ্ট্রে যান। সেখানে অবস্থানকালে তার জামিন বাতিল হয়ে ওয়ারেন্ট জারি হয়। এর মধ্যে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ভাবেন, জীবনের আর কোনোদিন নিজ মাটিতে ফিরে আসতে পারবেন না।
তবে দীর্ঘ চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে অবশেষে তিনি দেশে ফিরে আসেন। মঙ্গলবার বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন।
এ সময় জাকিউল্লা আপেল আবেগ জড়িত কণ্ঠে বলেন,
“আমি তো আমেরিকায় কাফনের কাপড় প্রস্তুত করে রেখেছিলাম। ভাবিনি আর কখনো দেশের মাটিতে ফিরে আসতে পারবো। কিন্তু আল্লাহ পাকের হুকুমে আজ আমি বিএনপি কার্যালয়ে ফিরে এসেছি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কৃষক দল নেতা এনামুল হক সুমন, জেলা বিএনপি নেতা শামিম, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রহিমা খাতুন ম্যারী, সাবেক সাধারণ সম্পাদক তিথি সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা জাকিউল্লা আপেল ভাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।
আমিন।