পুলিশে এসআই নিয়োগ
সম্প্রতি বাংলাদেশ পুলিশে উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন চলবে ২০ অক্টোবর পর্যন্ত। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। তবে যোগ্য প্রার্থী বাছাই প্রক্রিয়ায় কয়েকটি ধাপে পরীক্ষা নেওয়া হয়।
বিভিন্ন ধাপের বাছাই প্রক্রিয়া শেষে মনোনীত প্রার্থীদের ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরমেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। মৌলিক প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষানবিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর অব পুলিশ (নিরস্ত্র) হিসেবে নিয়োগ দেওয়া হবে। অন্যান্য সরকারি চাকরির মতোই শিক্ষানবিশ সময় শেষে চাকরিতে স্থায়ীকরণ করা হবে।