বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে উদযাপন করা হলো প্রথিতযশা সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, শিল্পী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান, সূফী সাধক গুরুজী এস এম রাজা’র ৬৯ তম জন্মদিন এবং ডিডিপির নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৫৩ পর্ব। বুধবার (২৯ অক্টোবর’২৫) সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম চত্বরে সুসজ্জিত আলোকিত মঞ্চে জংশন, ডিডিপি, গুরুআশ্রম আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক জংশন, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে ও ডিডিপির সংগীত বিষয়ক পরিচালক ও রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিল্পী মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এঅনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আলোবাগ ক্রীড়া, সংস্কৃতি ও চিত্তবিনোদন সংস্থার সভাপতি এবং জংশন ও ডিডিপির প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার মন্ডল, ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, নলডাঙ্গা মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক আব্দুস সালাম, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি, গল্পকার ও সংগঠক আসমান আলী, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল করিম, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ, নোঙর এর মূখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান, সময়ের ইতিহাস সম্পাদক শেখ মহসিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলাপুর দরবার শরীফের পীর সাহেব কবি হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ তরিকত পার্টি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঈশ্বরদী দরবার ও মাজার সংরক্ষণ কমিটির সদস্য সচিব আইনুল হোসেন মেম্বার, পাবনা জেলা ফকির ও বাউল সমিতির সভাপতি ফকির আবুল হোসেন, লক্ষ্মিকুন্ডা আকাতুল্লাহ মণি দরবার শরীফের প্রধান খাদেম শিল্পী ডাঃ ইউনূস আলী, কৈকুন্ডা চিশতিয়া ও কাদরিয়া দরবার শরীফের পীর পাগল খাজা রিপন চিশতি।
কবিতা পাঠ করেন কবি মন্তাজ আলী, কবি হাফিজুর রহমান, কবি ওয়াসিম আকরাম টগর, কবি আলমগীরুল নিউটন, কবি রমজান আলী, কবি সাধন কুন্ডু, কবি আসমান আলী, কবি শাওন কুমার গুপ্ত, কবি মুনমুন আক্তার, কবি সুবল কুমার পাল, কবি এস এম রাজা প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিল্পী গুরুজী এস এম রাজা, এস এম অন্ত, রুমানা সরকার, রিদিতা, প্রার্থনা, ডাঃ ইউনূস, রিপন ভান্ডারী, লিটন বাউল, ফিরোজা সরকার, দয়াল ঘোষ, রাণী সরকার, মুকুল বাউল, তিতু সরকার, রাজিব হোসেন, ববিতা সরকার, রকি মন্ডল, সজীব, রাহুল, তালেব, জহুরুল ইসলাম, জাফর, মিলন বাউল প্রমুখ।
এর আগে কোরআন তেলওয়াত ও গুরুজী এস এম রাজা’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা একরাম হোসেন। এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গুরুজী এস এম রাজাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন। পরে আমন্ত্রিত মেহমানদের মধ্যে তবারক বিতরণ করা হয়। প্রচুর সংখ্যক আশেকান জাকেরান, বাউল সাধু গুরু ও দর্শক শ্রোতা গভীর রাত অবধি এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করেন।