শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

Rubina

তুমি কি আমার হবে?

Rubina প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৪:১৭ পিএম | 115 বার পড়া হয়েছে
তুমি কি আমার হবে?

তুমি কি আমার হবে.?
কোনো আঁধার রাতের এক মুঠো আলোতে কালচে রং মেশাবো তোমায় ছুঁতে.!
তুমি কি আমার হবে.?
ঐ আকাশের বিশাল aশূন্যতায় মিশে যাবো আমি তোমার হতে.!
তুমি কি আমার হবে.?
ঐ শত কোটি তারার মাঝে খুঁজে নেব আমার শুকতারা করে.!
রেখে খুব যত্ন করে.!
তুমি কি আমার হবে.?
আমি রেখে দেবো তোমায় শেষ নিঃশ্বাসের সেই অসহ্য যন্ত্রণার সময়ের এক ফালি সুখের হাসি করে.!
আমি ভালোবাসতে জানি না
তবু কি তুমি আমার হবে.?
অনেক ভালো বাসবো বলে.!

প্রথিতযশা সাংবাদিক, কবি ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র জন্মদিন ও কবিতা পাঠ এবং সুরের মেলা

মামুনুর রহমান,ঈশ্বরদী, পাবনা: প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৪৫ পিএম
প্রথিতযশা সাংবাদিক, কবি ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা’র জন্মদিন ও কবিতা পাঠ এবং সুরের মেলা

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে উদযাপন করা হলো প্রথিতযশা সাংবাদিক, কবি, কলামিস্ট, গীতিকার, সুরকার, শিল্পী, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান, সূফী সাধক গুরুজী এস এম রাজা’র ৬৯ তম জন্মদিন এবং ডিডিপির নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীনুষ্ঠান সুরের মেলা ৩৫৩ পর্ব। বুধবার (২৯ অক্টোবর’২৫) সন্ধ্যা থেকে গভীররাত পর্যন্ত ঈশ্বরদী রেলওয়ে মালগুদাম চত্বরে সুসজ্জিত আলোকিত মঞ্চে জংশন, ডিডিপি, গুরুআশ্রম আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক জংশন, ডিডিপি ও গুরুআশ্রমের চেয়ারম্যান গুরুজী এস এম রাজা’র সভাপতিত্বে ও ডিডিপির সংগীত বিষয়ক পরিচালক ও রূপপুর হাইস্কুলের প্রধান শিক্ষক, সাংবাদিক ও শিল্পী মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত এঅনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আলোবাগ ক্রীড়া, সংস্কৃতি ও চিত্তবিনোদন সংস্থার সভাপতি এবং জংশন ও ডিডিপির প্রধান উপদেষ্টা আব্দুস সাত্তার মন্ডল, ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, নলডাঙ্গা মহিলা কলেজের শিক্ষক অধ্যাপক আব্দুস সালাম, কুষ্টিয়া সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি, গল্পকার ও সংগঠক আসমান আলী, খুলনা বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল করিম, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সাঈদ, নোঙর এর মূখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান, সময়ের ইতিহাস সম্পাদক শেখ মহসিন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, বিশ্ব আশেকান মঞ্জিল নূর নবী মওলাপুর দরবার শরীফের পীর সাহেব কবি হাফিজুর রহমান হাফিজ, বাংলাদেশ তরিকত পার্টি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঈশ্বরদী দরবার ও মাজার সংরক্ষণ কমিটির সদস্য সচিব আইনুল হোসেন মেম্বার, পাবনা জেলা ফকির ও বাউল সমিতির সভাপতি ফকির আবুল হোসেন, লক্ষ্মিকুন্ডা আকাতুল্লাহ মণি দরবার শরীফের প্রধান খাদেম শিল্পী ডাঃ ইউনূস আলী, কৈকুন্ডা চিশতিয়া ও কাদরিয়া দরবার শরীফের পীর পাগল খাজা রিপন চিশতি।
কবিতা পাঠ করেন কবি মন্তাজ আলী, কবি হাফিজুর রহমান, কবি ওয়াসিম আকরাম টগর, কবি আলমগীরুল নিউটন, কবি রমজান আলী, কবি সাধন কুন্ডু, কবি আসমান আলী, কবি শাওন কুমার গুপ্ত, কবি মুনমুন আক্তার, কবি সুবল কুমার পাল, কবি এস এম রাজা প্রমুখ। সংগীত পরিবেশন করেন শিল্পী গুরুজী এস এম রাজা, এস এম অন্ত, রুমানা সরকার, রিদিতা, প্রার্থনা, ডাঃ ইউনূস, রিপন ভান্ডারী, লিটন বাউল, ফিরোজা সরকার, দয়াল ঘোষ, রাণী সরকার, মুকুল বাউল, তিতু সরকার, রাজিব হোসেন, ববিতা সরকার, রকি মন্ডল, সজীব, রাহুল, তালেব, জহুরুল ইসলাম, জাফর, মিলন বাউল প্রমুখ।

এর আগে কোরআন তেলওয়াত ও গুরুজী এস এম রাজা’র রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা একরাম হোসেন। এরপর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গুরুজী এস এম রাজাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন। পরে আমন্ত্রিত মেহমানদের মধ্যে তবারক বিতরণ করা হয়। প্রচুর সংখ্যক আশেকান জাকেরান, বাউল সাধু গুরু ও দর্শক শ্রোতা গভীর রাত অবধি এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপভোগ করেন।

বিট পুলিশিং সভায় অপরাধ দমনে জনগণ-পুলিশ ঐক্যই মূল শক্তি — ওসি হুমায়ুন কবির”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৩৪ পিএম
বিট পুলিশিং সভায় অপরাধ দমনে জনগণ-পুলিশ ঐক্যই মূল শক্তি — ওসি হুমায়ুন কবির”

 

ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, “বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া। জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতায় সমাজ থেকে অপরাধ দমন করা সম্ভব।”

ওসি হুমায়ুন কবির আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় জনগণকে সন্দেহজনক কোনো ঘটনা দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মেদুয়ারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, নারী প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে জনগণ সহজেই ন্যায়বিচার ও নিরাপত্তা পেতে পারে। সভা শেষে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিপ্লব চৌধুরী : স্টাফ রিপোর্টার প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১০:২৪ পিএম
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওসি মো. আলাউদ্দিন সভায় জানায়, সেপ্টেম্বর ২০২৫ মাসে কালীগঞ্জ থানায় মোট ৩১টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে দস্যুতা ১টি, খুন ১টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সিঁধেল চুরি ১টি, অন্যান্য চুরি ৩টি, মাদকদ্রব্য ১৪টি এবং অন্যান্য অভিযোগে ১০টি মামলা রয়েছে। তিনি জানান, সার্বিকভাবে বিগত মাসগুলোর তুলনায় কালীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং সর্বত্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদা সতর্ক রয়েছে । সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “আমরা সকলে মিলিতভাবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। কালীগঞ্জের উন্নয়নে যারা ভূমিকা রাখছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।