তুমি কি আমার হবে.?
কোনো আঁধার রাতের এক মুঠো আলোতে কালচে রং মেশাবো তোমায় ছুঁতে.!
তুমি কি আমার হবে.?
ঐ আকাশের বিশাল aশূন্যতায় মিশে যাবো আমি তোমার হতে.!
তুমি কি আমার হবে.?
ঐ শত কোটি তারার মাঝে খুঁজে নেব আমার শুকতারা করে.!
রেখে খুব যত্ন করে.!
তুমি কি আমার হবে.?
আমি রেখে দেবো তোমায় শেষ নিঃশ্বাসের সেই অসহ্য যন্ত্রণার সময়ের এক ফালি সুখের হাসি করে.!
আমি ভালোবাসতে জানি না 
তবু কি তুমি আমার হবে.?
অনেক ভালো বাসবো বলে.!

 
                