প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

বিট পুলিশিং সভায় অপরাধ দমনে জনগণ-পুলিশ ঐক্যই মূল শক্তি — ওসি হুমায়ুন কবির”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

 

ময়মনসিংহের ভালুকা উপজেলার ২নং মেদুয়ারী ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির। তিনি বলেন, “বিট পুলিশিংয়ের মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া। জনগণ ও পুলিশের পারস্পরিক সহযোগিতায় সমাজ থেকে অপরাধ দমন করা সম্ভব।”

ওসি হুমায়ুন কবির আরও বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থানীয় জনগণকে সন্দেহজনক কোনো ঘটনা দেখলে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মেদুয়ারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, নারী প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বক্তারা বিট পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, এর মাধ্যমে জনগণ সহজেই ন্যায়বিচার ও নিরাপত্তা পেতে পারে। সভা শেষে স্থানীয়দের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ শোনেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী

প্রিন্ট করুন