 
                        গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, কিশোর অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওসি মো. আলাউদ্দিন সভায় জানায়, সেপ্টেম্বর ২০২৫ মাসে কালীগঞ্জ থানায় মোট ৩১টি মামলা রুজু হয়েছে। এর মধ্যে দস্যুতা ১টি, খুন ১টি, ধর্ষণ ১টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সিঁধেল চুরি ১টি, অন্যান্য চুরি ৩টি, মাদকদ্রব্য ১৪টি এবং অন্যান্য অভিযোগে ১০টি মামলা রয়েছে। তিনি জানান, সার্বিকভাবে বিগত মাসগুলোর তুলনায় কালীগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় পর্যায়ে রয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে এবং সর্বত্র নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদা সতর্ক রয়েছে । সভায় সভাপতির বক্তব্যে ইউএনও এ.টি.এম কামরুল ইসলাম বলেন, “আমরা সকলে মিলিতভাবে বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ করে কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করেছি। কালীগঞ্জের উন্নয়নে যারা ভূমিকা রাখছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

 বিপ্লব চৌধুরী : স্টাফ রিপোর্টার
                            বিপ্লব চৌধুরী : স্টাফ রিপোর্টার                        