ভূঞাপুরে সফলভাবে অনুষ্ঠিত হলো দশম সাহিত্য আড্ডা

 
                                                                    টাঙ্গাইলের ভূঞাপুরে ‘ভূঞাপুর সাহিত্য আড্ডা’-র ব্যানারে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে তাদের দশম সাহিত্য আড্ডা। কবি, সাহিত্যিক ও সাহিত্যানুরাগীদের উপস্থিতিতে কবিতা ও সাহিত্যচর্চার এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার স্বাধীনতা কমপ্লেক্সে আয়োজিত এ আড্ডার সভাপতিত্ব করেন ইব্রাহিম খাঁ সরকারি কলেজের অধ্যাপক ও বিশিষ্ট কবি অনিক রহমান বুলবুল। আলোচনা পর্বে বক্তারা সাহিত্য, সংস্কৃতি ও সমাজবিষয়ক তাদের মূল্যবান মতামত উপস্থাপন করেন। এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ভূঞাপুরের সভাপতি ও বিশিষ্ট নাট্যজন জলিল আকন্দ, হাজি ইসমাইল খাঁ কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার খান, ধূমকেতু থিয়েটারের সভাপতি ও বিশিষ্ট নাট্যজন আব্দুল করিম খান এবং বিশিষ্ট কবি সাইফুল ইসলাম। কবিতা পাঠের সমৃদ্ধ পর্বে নিজ নিজ সৃষ্টিকর্ম উপস্থাপন করেন কবি ও বীর মুক্তিযোদ্ধা হামিদুল আলতাফ, আব্দুল সালাম স্যার, এম এ বাছেদ, চাঁন মাহমুদ, হালিমা খাতুন, সোহান, লিমা রহমান, এম কে হাতেম, আনোয়ার হোসেন, ফরিদা আক্তার, মির্জা মাশফিয়া এবং হারুন অর রশিদ। তাদের কবিতাবাণী ও আবৃত্তি দর্শক-শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি লিমা রহমান ও হারুন অর রশিদ। সাহিত্য ও সংস্কৃতির প্রতি অঙ্গীকারবদ্ধ ভূঞাপুর সাহিত্য আড্ডার এমন আয়োজন স্থানীয় সাহিত্যচর্চাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামত প্রকাশ করেন।
 
         
        
 
                                 
                                     
                                    



 
                                        
 
                             
                             
                             
                             
                            

