সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

পলাশবাড়ীতে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৩:১৬ পিএম | 47 বার পড়া হয়েছে
পলাশবাড়ীতে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখল করে স্কুল প্রতিষ্ঠার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ওয়ারিশরা। ৭ ডিসেম্বর রবিবার রাত সাড়ে এগারোটায় পলাশবাড়ী প্রেসক্লাবে ভুক্তভোগী আনছার আলী প্রধানসহ পরিবার সদস্যরা সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর ছেলে আফিরুল প্রধান।

সংবাদ সম্মেলনে বলা হয়, অভিযুক্ত জনাব নুরুন্নবী প্রধান সবুজ হলেন আনছার আলী প্রধানের জ্যাঠাতো ভাই। তিনি একজন মার্কিন প্রবাসী ও পলাশবাড়ীর গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা। সামাজিক মর্যাদা ও আর্থিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক পৈত্রিক সম্পত্তি থেকে তাঁদের বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ওয়ারিশরা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, নিজেদের অংশের জমি ফেরত পেতে বহুবার দাবি জানানো হলেও নুরুন্নবী প্রধান সবুজ তালবাহানা করে সময়ক্ষেপণ করেছেন। সমঝোতার মাধ্যমে সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত তাঁরা গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে স্বত্ব ঘোষণাসহ ল্যান্ড সার্ভে মামলা দায়ের করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, মামলার আদেশের পরও বিরোধীয় তফসিলভুক্ত জমিতে স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা বাণিজ্যের উদ্দেশ্যে নগদ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। উক্ত তফশিলভুক্ত জমিটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার নুরপুর মৌজা, জেএল-৪২, সিএস খতিয়ান নং-১০, দাগ নং-৪০৮-এর মোট ৪৬ শতক জমি।

তাঁরা বলেন, “পৈত্রিক সূত্রে প্রাপ্ত আমাদের ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছি। তাই সবার কাছে সত্যটি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন।”

সংবাদ সম্মেলনে পলাশবাড়ীর সুধী সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সমস্যাটির ন্যায়সংগত সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা।

এ সময় অন্যান্য ওয়ারিশদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনা বেগম, দুলাল প্রধান, বেলাল প্রধান, কাদের প্রধান ও সজিব প্রধান।

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

রাণীনগরে আদর্শ কিন্ডারগার্ডেন স্কুলের ৫শ্রেণীর বিদায় অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৫৬ পিএম
রাণীনগরে আদর্শ কিন্ডারগার্ডেন স্কুলের ৫শ্রেণীর বিদায় অনুষ্ঠিত

নওগাঁ রাণীনগরের পারইল ইউনিয়নের বগারবাড়ী বাজারের আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান,অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ সভাপতিত্বে করেন, মো:এসাহক আলী সরদার, সহকারী জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন,শুভেচ্ছা বক্তব্য অধ্যক্ষ জনাব সুকমল চন্দ্র সাহা। বিশেষ বক্তব্য রাখেন আব্দুল্লাহ- আল-মামুন,মো:শেখ বাবু (অভিভাবক সদস্য)। মূল্যবান বক্তব্য রাখেন মো:আব্দুস সামাদ(শিক্ষক প্রতিনিধি)। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিদ্যালয়ের উদ্যােক্ত ও পরিচালকএনামুল হক রানা আকন্দ ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান(প্রধান শিক্ষক) আবাদ পুকুর উচ্চ বিদ্যালয়,জুলফিকার বারী শাহীন (সহকারী শিক্ষক) ভেটি মাদ্রাসা,মো:ফরিদ আলী(অব:প্রাপ্ত প্রধান শিক্ষক) তানজিলা আকন্দ লাকি,নন্দিতা রানী,রামকৃষ্ণ পাল, মোঃফাহিম ইসলাম, প্রান্তোষ কুমার সহপ্রমথ।

বক্তারা বলেন, শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল। স্কুলের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের চেষ্টায় ও সহযোগীতায় প্রতিটি স্কুল সঠিকভাবে পরিচালিত করলে আগামীতে এসব শিক্ষার্থীরা স্থানীয় ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

মো: রেজাউল করিম, ঠাকুরগাঁও

পীরগঞ্জে ভারতীয় ইয়াবাসহ বাইসাইকেল আটক

মো: রেজাউল করিম, ঠাকুরগাঁও প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম
পীরগঞ্জে ভারতীয় ইয়াবাসহ বাইসাইকেল আটক

বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪২ বিজিবি কর্তৃক ভারতীয় ইয়াবাসহ বাইসাইকেল আটক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করলে ৩৩৯ নং পিলার হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চন্দ্রাগ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি বাইসাইকেল উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং বাইসাইকেল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ যথাযথ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

বাড়ির রাস্তায় বাঁশ ও টিনের বেড়া

তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার

মোঃ জিপরুল হোসাইন চলনবিল প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম
তাড়াশে ১৫ দিন ধরে অরুদ্ধ দু’টি পরিবার

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে ১৫ দিন ধরে অরুদ্ধ করে রাখা হয়েছে দু’টি পরিবারকে। ফলে ওই দু’টি পরিবারের স্কুলগামী ছেলে-মেয়েসহ অন্যান্য লোকজন একান্ত প্রয়োজনীয় কাজেও বাড়ির বাইরে যেতে পারছে না। ঘটনাটি ঘটেছে উপজেলার তালম ইউনিয়নের উপর সিলোট গ্রামে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের সাইফুল ইসলামের নামে আইনুল হক মিথ্যা মামলা দায়ের করলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। খলিলুর রহমান ও আব্দুল জলিল চাচাতো ভাই সাইফুলে পক্ষ অবলম্বন করে। এরই জের ধরে আইনুল তার ভাই ওর্য়াড আ’লীগের সভাপতি জয়নুলের পরামর্শে বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবেশি খলিলুর রহমান ও আব্দুল জলিল পরিবারকে অবরুদ্ধ করে। বিষয়টি একাদিকবার গ্রামে সালীশ বৈঠক হলেও তারা ওই দুই প্রতিবেশি পরিবারকে মুক্ত করে দেয়নি।
এ ব্যাপরে অবরুদ্ধ পরিবার প্রধান খলিলুর রহমান বলেন, আইনুল আমার চাচাতো ভাই সাইফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলে আমার সাইফুলের পক্ষ অবলম্বন করি। এতে ক্ষীপ্ত হয়ে আইনুল আমাদের দ্’ুটি পরিবারকে বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে অবরুদ্ধ রেখেছে। পরিবারের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। আমরাও একান্ত প্রয়োজনীয় কাজেও বাড়ির বাইরে যেতে পারছি না।
এ প্রসঙ্গে আইনুল হক বলেন, আমার জায়গার উপর দিয়ে ওদের চলাচলের পথ। সে পথ আমি বেড়া দিয়ে বন্ধ করেছি। এতে কার বাপের কি ? আমি বেড়া উঠাবো না।
তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নাজির উদ্দিন বলেন, ঘটনা স্থলে গ্রাম পুলিশ প্রধানকে পাঠিয়েছি। উভয় পক্ষকে নিয়ে সমস্য সমাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তাড়াশ থানার ওসি (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, অবরুদ্ধ থাকা পরিবারের বিয়ষটি নিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।