প্রিন্ট এর তারিখঃ সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

পীরগঞ্জে ভারতীয় ইয়াবাসহ বাইসাইকেল আটক

মো: রেজাউল করিম, ঠাকুরগাঁও

বিশেষ অভিযানে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪২ বিজিবি কর্তৃক ভারতীয় ইয়াবাসহ বাইসাইকেল আটক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার সময় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ দানাজপুর বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করলে ৩৩৯ নং পিলার হতে আনুমানিক ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চন্দ্রাগ্রাম এলাকায় তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০১টি বাইসাইকেল উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং বাইসাইকেল এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ যথাযথ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রতিষ্ঠাতা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মো: রাজিবুল করিম রোমিও, এম, এস, এস (সমাজ কর্ম-রাজশাহী), প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, সম্পাদকঃ রুবিনা শেখ, ব্যবস্থাপনা সম্পাদক: মো: আব্দুল আজিজ, নির্বাহী সম্পাদকঃ অঞ্জনা চৌধুরী, 

প্রিন্ট করুন