উত্তরায় ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার (৬ অক্টোবর) ভোরে উত্তরা হাউজবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় এক রিকশাচালক ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা রিকশাচালক মো. রাকিব জানান, আজ রোববার (৬ অক্টোবর) ভোরে উত্তরা আজমপুর ব্রিজের কাছে একটি ট্রাক থেকে ওই যুবককে নামিয়ে তার রিকশায় দেয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে তাকে দ্রুত উক্তরা কুয়েতমৈত্রী হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেয়া হলে মারা যান।
তিনি আরো জানান, আহত অবস্থায় ওই যুবকের কাছ থেকে তার নাম জানা যায় সোহান। তার বাড়ি পাবনায়। উত্তরা হাউজবিল্ডিং এলাকায় কয়েকজন ছিনতাইকারী তার বুকে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে গেছে। এছাড়া আর কিছুই বলতে পারে নাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ভোরে এক রিকশাচালক ওই যুবককে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে এখনও ওই যুবকের বিস্তারিত ঠিকানা জানা যায় নাই।