রুবিনা শেখ
সকল নারী বন্ধুদের জন্য


সুন্দর চেহারা নয় কিছু টেকনিক অবলম্বন করলে সংসার সুখের হয়
সন্দেহে এবং অভিযোগে সম্পর্ক টিকে থাকতে পারে না। অবিশ্বাস নয় , বিশ্বাস গড়ে তুলুন।
সমালোচনা কিংবা অভিযোগ না করে প্রশংসা করুন ,
রাগ নিয়ন্ত্রণ করুন, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এড়িয়ে চলুন, সন্দেহের ওপর সম্পর্ক টিকে থাকতে পারে না, রাগ নিয়ন্ত্রণ করাটা নারীদের জন্য খুবই প্রয়োজনীয়,
সম্পর্ক টিকিয়ে রাখতে হলে প্রথমত জানতে হবে আপনার সঙ্গীর প্রিয় জিনিস কোনটি অপছন্দের জিনিস কোনগুলি,
শুধু সুন্দর হলেই সংসার জীবনে সুখী হওয়া যায় না , কিছু টেকনিক অবশ্যই অবলম্বন নারীদের ক্ষেত্রে জানা উচিত।
যে পুরুষ সময় বিক্রি করে সংসার নারী সন্তানের জন্য ,এই নারী যদি পুরুষের সঙ্গে
তুই ,তোর, শব্দগুলি ব্যবহার করে
সব ব্যাপারে নিজের কর্তৃত্ব পলাতে চাই কিংবা
একটা পুরুষকে নিজের কন্ট্রোলে রাখতে চায়,
তারা কখনো ই সংসার জীবনে
সুখী হতে পানে না, অনেকে অতীত ভুলে যাই নারীদের এই সমস্যাটা খুব ই ভয়ংকর।
নিজের স্বামীর বদনাম ঢোল পিটিয়ে ফ্রেন্ড সার্কেল পরিবার-পরিজনের সামনে প্রচার করা
এতে করে পুরুষের মনে ক্ষত সৃষ্টি হয়
যেটা কোন মলমের প্রলক দিলেও ঢেকে রাখা সম্ভব হয় না।