নিজস্ব সংবাদদাতা, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
নিউজ করায় সাংবাদিকের উপর হামলা


পীরগঞ্জ উপজেলায় একটি সামাজিক নিষ্পত্তি অমান্য করার বিষয়ে সংবাদ প্রকাশের জেরে স্থানীয় এক সাংবাদিকের উপর হামলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জামিনে মুক্ত থাকা মাহাবুর আলম ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে পীরগঞ্জ উপজেলার এক সাংবাদিক রেজাউল করিমের বাড়ির উঠানে জড়ো হয়ে তাকে হত্যার উদ্দেশ্যে খোঁজ করতে থাকে। কিন্তু ঘটনার সময় সাংবাদিক রেজাউল করিম ঘরের ভিতর থাকায় তারা তাকে পায়নি। এ সময় হামলাকারীরা ঘরের বাইরে দাঁড়িয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে পরিবেশ উত্তপ্ত করে তোলে।
সাংবাদিক রেজাউল করিমের অভিযোগ, “সামাজিক নিষ্পত্তি অমান্য করার একটি ঘটনার ওপর আমি সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করি। এতে ক্ষুব্ধ হয়ে মাহাবুর আলম ও তার লোকজন আমার উপর হামলার চেষ্টা করে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন মহল তীব্র নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংগঠনকে জানানো হয় এবং থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।