সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:৩৪ পিএম | 26 বার পড়া হয়েছে
ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

ভারতের বিরুদ্ধে আরও একটি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পণ্যের আমদানি বন্ধের কথা ঘোষণা করেছিল নয়াদিল্লি। তার কয়েক ঘণ্টা পরেই ইসলামাবাদ জানিয়ে দিল, ভারতের পতাকাধারী কোনও জাহাজ পাকিস্তানের বন্দরে দাঁড়াতে পারবে না।

শনিবার গভীর রাতে পাকিস্তান সরকারের বিবৃতি উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান সরকারের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ শনিবার এই বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘‘পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমুদ্র বিষয়ক সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তান তার সমুদ্রের স্বাধীনতা বজায় রাখার জন্য, অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ভারতের পতাকাধারী কোনও জাহাজকে পাকিস্তানের বন্দরে ঢুকতে দেওয়া হবে না। পাকিস্তানের পতাকাধারী কোনও জাহাজ ভারতের বন্দরে ঢুকবে না। এর ব্যতিক্রম হলে তা আলাদা করে যাচাই করা হবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

এর আগে শনিবার ভারত সরকার জানিয়েছিল, সরাসরি হোক বা ঘুরপথে, পাকিস্তানি পণ্য কোনওভাবেই এ দেশে প্রবেশ করতে পারবে না। পেহেলগাম কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা জারি না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর কোনও ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে।

কাশ্মিরে হামলার ঘটনার পরেই ভারতের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে দিয়েছিল পাকিস্তান। তারা জানিয়েছিল, ভারত থেকে কোনও পণ্য আমদানি করা হবে না বা ভারতে কোনও পণ্য রফতানি করা হবে না।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে।

এ অবস্থায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। আমেরিকাসহ একাধিক দেশ ভারত এবং পাকিস্তানকে সংযত হওয়ার অনুরোধ করেছে। কিন্তু পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

সুখানপুকুরে বাড়িঘর ভাংচুর,লুটপাট,মারপিটে আহত -৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৫:১১ পিএম
সুখানপুকুরে বাড়িঘর ভাংচুর,লুটপাট,মারপিটে আহত -৫

গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ (০৫ মে সোমবার) বগুড়ার গাবতলীধীন সুখানপুকুর কেসবের পাড়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের যে ধরে বাড়িঘর ভাংচুর, স্বর্ণ লুটপাট, মারপিটে ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ঘটনায় গাবতলী মডেল থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কেশবের পাড়া গ্রামে মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সুখানপুকুর ইউনিয়নের কেশবের পাড়া গ্রামের মুকুল মিয়া ক্রয় কৃত জমি নিয়ে প্রতিবেশীর সাথে বিরোধ চলছিল । উক্ত সম্পত্তি নিয়ে আদালত থেকে বিবাদীগণের প্রতি অস্থায়ী নিষেধাজ্ঞ জারি হয়। গত ২ মে সকাল ১০.১০ মিনিটে বিবাদীগণ কোর্টের আদেশ অমান্য করে উক্ত জমিতে থাকা টিনের ঘর ভাংচুর করে। এতে মুকুল মিয়া ও তার পরিবারবর্গ নিষেধ করলে বিবাদীগণ আনিছা বেগব,মুকুল মিয়া,ইয়াকুব, মিলু, তহমিনা আক্তার কে মারপিট করে গুরুতর আহত করে। এ সময় বিবাদীরা অনিছা বেগমের গালায় থাকা স্বর্ণের চেন ও হাতের বালা নেয় যাহার মূল্য ২৫০০০০ হাজার টাকা, বাড়ির বারান্দার গ্রিল, জানালা, মেইন গেট ভাংচুর করে ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। আহতদের মধ্যে ইয়াকুব ও মিলুর অবস্থা আশঙ্কাজন তাদের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ মে মুকুল মিয়ার স্ত্রী আনিসা বেগম বাদী হয়ে একই গ্রামের শফিকুল ইসলাম(৪৫) পিতাঃ মৃত ইব্রাহিম , আয়েশা বেগম(৩৮) স্বামীঃ শফিকুল, আলিফ(১৮) পিতাঃ শফিকুল, মিঠু(৪০), রজব(৩৫), শাকিল(৩০), মিদুল(৩৮) সর্ব পিতাঃ মোঃ মোজাম ,রমজান আলী(২৫)পিতাঃ মোতালেব, রায়হান(২০), পিতাঃ রঞ্জু সহ আর অজ্ঞাত ৬/৭ জনকে অভিযুক্ত করে গাবতলী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মামলার ব্যাপারে মুকুল এবং আনিশা বেগমের সাথে মুঠোফোনে কথা বললে তারা জানান অভিযুক্ত শফিকুল এক জন আওয়ামী লীগের কর্মী হওয়ায় স্থানীয় কিছু আওয়ামীলীগের দোশর তাদের এখনো ভিভিন্ন ভাবে প্রাণনাশের সে হুমকি দিয়ে যাচ্ছে এবং তাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। বর্তমানে বাদী আনিসার পরিবারের সদস্যগণ অনিরাপত্তাই রয়েছেন বলে জানান। তারা প্রশাসনের কাছে এই নেককারজনক ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চান।

প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৪:১০ পিএম
প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন।

সোমবার (৫ মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন পেশ করে এই কমিশন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সকাল ১১টায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বেলা ১১টা ৪৫ মিনিটে ফরেন সার্ভিস একাডেমিতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

২০২৪ সালের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্য বিশিষ্ট স্বাস্থ্যখাত সংস্কার কমিশন গঠিত হয়। এ কমিটিতে বিভিন্ন খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক আমলা এবং একজন ছাত্র প্রতিনিধি রয়েছেন।

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৪:০৭ পিএম
দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।

সোমবার (৫ মে) সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না নির্বাচন কমিশন। যেকোনো সিদ্ধান্ত কমিশনের সকল সদস্য মিলে নেওয়া হয়। একক কোনো সিদ্ধান্ত নেয়া হয় না।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ কমিশন। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই।

সামনের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠে এগুলো নিয়ে আলোচনা চলছে। যেগুলো নিয়ে বিতর্ক আছে আমরা সেগুলোতে যুক্ত হতে চাই না। সংস্কার কমিশনের সুপারিশ আমরা মানছি না বলে অনেকে মন খারাপ করছে। এ বিষয়ে আগে রাজনৈতিকভাবে ফয়সালা হোক। এই দেশে আইন কানুন যা হয় সব রাজনৈতিক সিদ্ধান্তে হয়। আমরা রাজনীতির বাইরে কাজ করতে পারবো না।

তিনি আরো বলেন, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিকের সভাপতিত্বে সভায় ময়মনসিংহ অঞ্চলের সকল অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ অংশ নেন।

error: Content is protected !!