সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মাদারীপুর রাজৈরে প্রবাসীর ঘরে আগুন, সঠিক বিচার পায়নি ভুক্তভুগিরা

মাদারীপুর প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১০:৫৬ পিএম | 82 বার পড়া হয়েছে
মাদারীপুর রাজৈরে প্রবাসীর ঘরে আগুন, সঠিক বিচার পায়নি ভুক্তভুগিরা

কথায় আছে রাখে আল্লাহ মারে কে।

ঠিক তদ্রুপ একটি ঘটনা ঘটে গেল নয়াকান্দি বাজিতপুর গ্রামে। গত ১৪ এপ্রিল দিবাগত রাতে ইতালী প্রবাসী কামাল সরদারের বসত ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা কিন্তু আল্লাহর অশেষ রহমতে বড় কোন দুর্ঘটনার কবল থেকে বেচে যায় তার পরিবার।

ঘটনাটি ঘটে সাধুরব্রীজের দক্ষিন পাশে নয়াকান্দি গ্রামের সরদার বাড়ী কামাল সরদারের ঘরে। এলাকা সুত্রে জানা যায়, কামাল সরদার সেনাবাহিনীতে চাকুরী করতেন আনুমানিক এক বছর আগে সে পেনশনে আসেন। এবং গত ৩/৪ মাস আগে তিনি স্বপ্নের দেশ ইতালীতে পাড়ি জমান। কামাল সরদারের সাথে তার বংশের কিছু লোকের জমাজমি নিয়ে একটা বিরোধ চলছিল কিন্ত বিরোধ মিমাংসা হওয়ার আগেই হঠাৎ করে তিনি ইতালী চলে যান। তাই বিরোধ আর মিমাংসা হয় নাই। সেই বিরোধের জের ধরেই ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর প্রাথমিক ধারনা।
১৪ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ২ টার সময় কামাল সরদারের বসত ঘরের পিছনের বারান্দার কাঠের দৌড়ের নিচ দিয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ বের করে সেখানে পাট খড়ি ঢুকিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘরে ঘুমিয়ে থাকা এস,এস,সি পরিক্ষার্থী কামাল সরদারের আসুস্থ্য ছেলে হঠাৎ আগুনের ঝলকানি দেখতে পেয়ে চিৎকার দিয়ে তার মাকে ডাকে ছেলের চিৎকার শুনে ঘুম থেকে উঠে মা প্রথমে তার ছেলে মেয়ে কে ঘর থেকে বের করে দেয় পরে জীবনের ঝুকি নিয়ে সে গ্যাস সিলিন্ডারের সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হয়, এতে বড় দুর্ঘটনার হাত থেকে বেচে যায় বাড়ির সমস্ত লোক জন। চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোক জন বেড়িয়ে এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
পরের দিন সকালে কামাল সরদারের স্ত্রী বিনা বেগম সাংবাদিকদের কাছে ঘটনাটি অভিহিত করেন এবং ঘটনা স্থলে যেতে বলেন। বিনা বেগম আরো বলেন গত ১০/১২ দিন আগে আম বাগানে গিয়ে দুই বছর আগে ফেলে রাখা ছাইয়ের মধ্যে পারা দিলে আমার ছেলের দুই পা পুড়ে যাওয়া ঘটনার সাথে ঘরে আগুন দেয়ার একটা যোগ সাজেস থাকতে পারে বলে আমি মনে করি। এটাও বলেন আজ আমি রাজৈর থানায় গিয়েছিলাম একটা সাধারন ডাইড়ি করার জন্য। কিন্ত আলম সরদার আমাকে ফোন করে নিষেধ করেছে ডাইড়ি কিংবা অভিযোগ করতে। এও বলেছেন আমরা বাড়ির লোক তদন্ত করে তোমাকে একটা সুষ্ঠ বিচার দিব তাও তুমি থানা থেকে চলে আসো।
১৫ এপ্রিল বিকালে দৈনিক আমার দেশ ও দৈনিক বাংলার সংবাদ পত্রিকার প্রতিনিধি ঘটনা স্থলে যান এবং আগুনের ঘটনার সত্যতা দেখতে পান।
গতকাল ২৭ এপ্রিল বিনা বেগম আবার দুই সাংবাদিকদের বলেন ২৫ এপ্রিল সন্ধ্যায় আলম সরদারের নেতৃত্বে শালিসিতে বসে ঘটনা ধামাচাপা দিয়ে আমাকে একটা শান্তনা দিয়ে গেছে। তাতে আমি খুশি হতে পারিনাই।তা ছাড়া এখন আমি আমার সন্তানদের নিয়ে কঠিন নিরাপত্তাহীনতায় আছি। আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে। আমি এখন কি করিব বুঝতে পারছিনা যদি আপনাদের করণীয় কিছু থাকে তবে সেটাই করেন বলে কান্নায় ভেঙ্গে পরেন।

হাসনাত আবদুল্লাহর ওপর হামলা

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১১:২৬ এএম
হাসনাত আবদুল্লাহর ওপর হামলা

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রোববার (৪ মে) রাতে তাদের আটক করা হয়।

জিএমপি কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন—মো. নিজাম উদ্দিন এবং মাসুম আহমদ (দিপু)। পুলিশ জানায়, নিজাম উদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা এবং মাসুম কাশিমপুর থানার ‘শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ’ নামের একটি সংগঠনের সভাপতি।

এর আগে, রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়ে আসে এবং গাড়ির কাচ ভেঙে ফেলে। এতে হাত রক্তাক্ত হন হাসনাত।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুক পোস্টে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী হামলা করেছে। গাড়ির কাচ ভেঙেছে, হাত রক্তাক্ত। যারা কাছাকাছি আছেন, দয়া করে হাসনাতকে রক্ষা করুন।”

হামলার পর আহত হাসনাত আব্দুল্লাহকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত ১০টার দিকে ঘটনার প্রতিবাদে ঢাকার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। তারা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় এখনও পরিষ্কার নয় কারা বা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১১:২৪ এএম
বনলতা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচল করা বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। প্রাথমিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার (৫ মে) সকাল ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা করে। এরপরে রাজশাহী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে পড়ে। ট্রেনটির যাত্রীরা বলেন, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে বনলতা এক্সপ্রেস। রাজশাহী রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের কাছে ঢুকেও যায়। এমন সময় একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়। এসময় বিকট শব্দে আতঙ্কিত হয়ে বগি থেকে নেমে যান অনেক যাত্রী। খবর পেয়ে রেলের কর্মীরা ঘটনাস্থলে আসে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, লাইনচ্যুত হওয়ায় বনলতার যাত্রায় বিলম্ব হবে। পরে বিস্তারিত জানানো হবে। তবে অন্য ট্রেনের যাত্রায় কোনো সমস্যা নেই। বগিটি উদ্ধারের কাজ চলছে।

চাঁদপুরে হত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করেন এক বৃদ্ধা

মোঃ আনজার শাহ প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:৩৭ এএম
চাঁদপুরে হত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করেন এক বৃদ্ধা

চাঁদপুরে একটি হ*ত্যা মামলায় ২০ বছরের মত কারাভোগ করার পর আদালতে নির্দোষ প্রমাণিত হয়
শতবর্ষী এক নারী -অহিদুন্নেসা।

তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর ছাড়া পেয়েছেন কাশিমপুর জেল থেকে।কারা কর্তৃপক্ষ বলছে,
ছাড়া পাওয়ার সময় যারা তার মুক্তির জন্য ভূমিকা রেখেছেন,অহিদুন্নেসা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কা’রাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কা’রাগারের ভেতরেই মা’রা যেতে হয় কিনা এরকম একটা বিষয় তার মাথায় সবসময় কাজ করতো।
যেহেতু তার অনেক বয়স হয়েছিলো, তার চলাফেরায় অসুবিধা হতো,
কিন্তু মুক্তি পাওয়ার আগেই দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছেন অহিদুন্নেসা।

জেলে থাকা অবস্থাতেই স্বামী ও এক সন্তানকে হারিয়েছেন। তবে মৃ’ত্যুর আগে অন্তত মু’ক্তির স্বাদ পেলেন।

সোনার বাংলাদেশে অহিদুন্নেসার মতো হাজারো নিরীহ মানুষ কে, মিথ্যে মা’মলা দিয়ে প্রতিদিনেই ফাঁ’সানো হয়।

error: Content is protected !!