আমি সব সময় সত্য আর ন্যায়ের পক্ষে কথা বলি


আমি বৈরাগী– আমি সব সময় সত্য আর ন্যায়ের পক্ষে কথা বলি।
কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। অন্যায় দেখলে আমি চুপ থাকতে পারি না ——- আমি প্রতিবাদ করি, করব।
.
আমি কাউকে ভুল পথে যেতে দেই না, আমি ভালো পরামর্শ দেওয়ার চেস্টা করি , যদিও আমার জ্ঞানের পরিধি খুবি সামান্য – বলতে গেলে জ্ঞান বা ট্যালেন্ট আমার নাই বললেই চলে ।
.
আমার দেশের প্রতি আমার ভালোবাসা সীমাহীন।
সবার আগে আমার দেশ, তার পর দেশের মানুষ। আমি যেটা জনগণের পক্ষে ভালো, সেটাই বলি আর সেটাই করি।
.
কারো চাপ, ভয় বা চাটুকারিতা আমার ভিতরে নাই। আমি যা ঠিক মনে করি, সেইটাই বলি — গলা উঁচু করে বলি।
.
আমি বিশ্বাস করি, একটা মানুষ যদি সৎ পথে থাকে, তার পেছনে একদিন পুরো জাতি দাঁড়ায়।
.
তাই আমি আছি, থাকবো — সত্য আর ন্যায়ের পাশে, দেশের পক্ষে, মানুষের পাশে।
.