বাদীগন প্রশাসনের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করেন
দাউদকান্দিতে আদালতের স্থিতিবস্থা বজায় রাখার আদেশ অমান্য করে চলছে ধানের চারা রোপণ এবং গৃহ নির্মাণের কাজ


কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী গ্রামে দীর্ঘদিন যাবত জায়গা জমি নিয়ে মনির হোসেন মিন্টু মিজির সাথে শামসুল হক তালুকদার গং দের আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে যার নাম্বার দেঃ ১৪২/২০২৪,
গত ১ সেপ্টেম্বর বাদীর করা আবেদন এর প্রেক্ষিতে আদালত বিবাদীগনকে পনের দিনের মধ্যে কারণ দর্শানো নোটিস জারি করেন। বিবাদীগন ১৫ দিন অতিবাহিত হলেও কারণ দর্শানো নোটিসের জবাব না দিয়েই তাদের কার্যক্রম চালিয়ে যান। এমতাবস্হায় ১৯ সেপ্টেম্বর বাদীর আরেকটি আবেদন এর প্রেক্ষিতে আদালত উভয়পক্ষকে বিবাদীদের আপত্তি দাখিল না করা পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ দেন।
এদিকে ২০১৪ সালে মনির হোসেন মিজির দায়ের করা একটি মামলা যার নাম্বার জিআর-২৬ এই মামলায় বুধবার (২ সেপ্টেম্বর) রায় দেওয়ার কথা রয়েছে। এমতাবস্থায় বিবাদীগন দিশেহারা হয়ে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা এগারোটায় বাদীগণ এই সম্পত্তির উপর আদালতে মামলা চলমান আছে মর্মে বিজ্ঞপি লাগিয়ে দেন।
ঐদিন জুম্মার নামাজের পর বিবাদীগন সঙ্গবদ্ধ হয়ে বেআইনি জনতাবদ্বে ধারালো দা, লোহার রড, হকিষ্ট্রিক, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া দাউদকান্দি মডেল থানাধীন বিটেশ্বর ইউপিস্থ বিরবাগ গোয়ালী গ্রামে আমিন উদ্দিন মিজি বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করিয়া বাদীগণের উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে বাদী দাউদকান্দি মডেল থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।
সুত্র থেকে জানা যায় যে, বিবাদীগন বাদীগণের বাড়িতে গিয়ে হামলা করে এবং তারাই আবার থানায় গিয়ে বিবাদীগনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বলে খবর পাওয়া যায়। এমতাবস্থায় এ বিষয়ে বাদীগন প্রশাসনের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।