সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

প্রিয়া চৌধুরী

ঝড় তুলছেন তেঁতুল গাছের পেত্নী ২

প্রিয়া চৌধুরী প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:১৩ এএম | 22 বার পড়া হয়েছে
ঝড় তুলছেন তেঁতুল গাছের পেত্নী ২

তেঁতুল গাছের পেত্নীতে ভর করছে আমারে
গানটি ব্যাপক সাড়া পাওয়ার পর আকাশ মিউজিকের ব্যানার থেকে এবার রিলিজ করা হলো
তেঁতুল গাছের পেত্নী ২ শিরোনামের
আরো একটি গান।
গানটিতে কন্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় কন্ঠশিল্পী এম কে জয়।
গানের কথা লিখেছেন : এ প্রজন্মের জনপ্রিয় গীতিকবি জয় রাফি
সুর করেছেন Traditional
সংগীত পরিচালনা করেছেন
এইচডি সাগর
গানটি পরিচালনা করেছেন সময়ের জনপ্রিয় নির্মাতা জয় রাফি
জয় রাফি গানটি সম্পর্কে বলেন
আকাশ মিউজিক মানে নতুন কিছু আকাশ মিউজিকের ব্যানারে আমার লেখা ও পরিচালনায়
ইতিমধ্যেই অনেক গানের কাজ করা হয়েছে।
এরমধ্যে উল্লেখযোগ্য গান হল তেঁতুল গাছের পেত্নী
তেঁতুল গাছের পেত্নী ব্যাপক সাড়া পাওয়ার পর
দর্শকদের অনুরোধে এবার সাজালাম তেঁতুল গাছের পেত্নী টু গানটি আমি আশাবাদী
এই গানেও দর্শক শ্রোতাদের ভালোবাসা পাবো
আমি ধন্যবাদ জানাই ইমরান শিকদার আকাশকে
এতো ভালো ভালো প্রোডাকশন আমাকে দিয়ে করানোর জন্য,আর দর্শক তো তাদের প্রতি রইল অবিরাম ভালোবাসা।
গানটি নিত্য পরিচালনা করেছেন
মোঃ শামীম
গানটি তে অভিনয় করেছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল তারকা ইমরান শিকদার আকাশ. নিঝুম ও আরো অনেকেই
ইমরান সিকদার আকাশ বলেন
আমার কোম্পানি আকাশ মাল্টিমিডিয়া
ও আকাশ মিউজিক
দুটি চ্যানেল থেকেই ভালো ভালো কাজ দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করি দর্শকদের ভালোবাসা পেলে সামনে আরো ভালো কাজ করতে পারব ইনশাল্লাহ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে আমার অভিনীত জয় রাফির পরিচালনায় তেঁতুল গাছের পেত্নী গানটিতে ব্যাপক সাড়া পেয়েছি
তাই এবার সাজালাম তেঁতুল গাছের পেত্নী২ শিরোনামের নতুন আরো একটি গান
আমি আশাবাদী দর্শকদের ভালোবাসা পাবো
দর্শকদের ভালোবাসা পেলে
কাজ করতে ভালো লাগে।
গানটি চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন : Jibon Chandra Das
গানটি রিলিজ করা হয়েছে : Akash Music youtube চ্যানেল থেকে

অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও লেবার পার্টির বিজয়

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:২৯ পিএম
অস্ট্রেলিয়ার নির্বাচনে আবারও লেবার পার্টির বিজয়

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও ক্ষমতায় ফিরছে লেবার পার্টি। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বে দলটি এককভাবে জয়লাভ করেছে। এর মাধ্যমে দেশটির জনগণ আবারও আস্থা রাখল প্রগতিশীল নীতির ওপর। পরাজয় স্বীকার করে নিয়েছেন বিরোধী রক্ষণশলী লিবারেল পার্টির নেতা পিটার ডাটন। সেই সঙ্গে আলবানিজকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। খবর আল জাজিরার।

আলবানিজ এরই মধ্যে তার সমর্থকদের উদ্দেশ্যে বিজয় ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেছেন, তার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি পরপর দুটি নির্বাচনে জয় নিশ্চিত করলেন।

সিডনিতে লেবার পার্টির সদর দফতরে উল্লাসিত সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার বয়স্কদের দেখাশোনা করার পাশাপাশি তরুণ অস্ট্রেলিয়ানদের বিকাশে বিনিয়োগ করবে। ভাষণে টেকসই অর্থনীতি ও ঐক্যবদ্ধ অস্ট্রেলিয়া প্রতিষ্ঠার কথাও বলেন তিনি।

এদিকে বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি এই জয়ের জন্য আলবানিজকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন এবং এমন ফলাফলের জন্য ‘সম্পূর্ণ দায়’ নিচ্ছেন। এই নির্বাচনে ডাটন তার নিজের আসনও হারিয়েছেন। এমনকি তিনিই প্রথম কোনো বিরোধী দলীয় নেতা যিনি নির্বাচনে তার নিজ আসন হারালেন।

প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে গত ২২ এপ্রিল ভোটগ্রহণ শুরু হয়। যা প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলার পর শনিবার (৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শেষ হয়। এর মধ্যে প্রায় ১ কোটি ৮০ লাখ ভোটারের মধ্যে ৮৫ লাখেরও বেশি ভোট দিয়েছেন। যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি। দেশটিতে ভোটদান বাধ্যতামূলক।

এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও যুক্তরাষ্ট্রর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন নাগরিকরা। তবে তরুণ ভোটাররাও ভোটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সৈন্য নিহত

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:২৮ পিএম
জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সৈন্য নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন।

রোববার (৪ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সৈন্যরা হলেন- অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার গিড়িখাতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলাবাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:২৭ পিএম
বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

ইরানে আবারও ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বন্দরনগরী বন্দর আব্বাসের বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে এই বিস্ফোরণ ঘটে।

রোববার (৪ মে) শহরের একটি মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশের বড় একটি অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে।

কীভাবে সেখানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলবাওয়াবা।

গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসের বন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন পাঁচশর বেশি মানুষ।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, একটি শিপিং কনটেইনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়। যেটির প্রভাবে পরবর্তীতে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ছবি এবং বিস্ফোরক বিশেষজ্ঞরা নিশ্চিত করেন, রাসায়নিকের কারণেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিকে দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, মাশহাদ ছাড়াও ইরানের কওম শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভিডিও-ছবি পাওয়া যাচ্ছে বলে জানায় তারা।

এর আগেরদিন একটি ইসরায়েলি ওয়েবসাইটে জানানো হয়, ইরানি শহর কারাজের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

error: Content is protected !!