সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে হত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করেন এক বৃদ্ধা

মোঃ আনজার শাহ প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১০:৩৭ এএম | 55 বার পড়া হয়েছে
চাঁদপুরে হত্যা মামলায় ২০ বছরের মতো কারাভোগ করেন এক বৃদ্ধা

চাঁদপুরে একটি হ*ত্যা মামলায় ২০ বছরের মত কারাভোগ করার পর আদালতে নির্দোষ প্রমাণিত হয়
শতবর্ষী এক নারী -অহিদুন্নেসা।

তিনি নির্দোষ প্রমাণিত হওয়ার পর ছাড়া পেয়েছেন কাশিমপুর জেল থেকে।কারা কর্তৃপক্ষ বলছে,
ছাড়া পাওয়ার সময় যারা তার মুক্তির জন্য ভূমিকা রেখেছেন,অহিদুন্নেসা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কা’রাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, কা’রাগারের ভেতরেই মা’রা যেতে হয় কিনা এরকম একটা বিষয় তার মাথায় সবসময় কাজ করতো।
যেহেতু তার অনেক বয়স হয়েছিলো, তার চলাফেরায় অসুবিধা হতো,
কিন্তু মুক্তি পাওয়ার আগেই দৃষ্টিশক্তি প্রায় পুরোটাই হারিয়ে ফেলেছেন অহিদুন্নেসা।

জেলে থাকা অবস্থাতেই স্বামী ও এক সন্তানকে হারিয়েছেন। তবে মৃ’ত্যুর আগে অন্তত মু’ক্তির স্বাদ পেলেন।

সোনার বাংলাদেশে অহিদুন্নেসার মতো হাজারো নিরীহ মানুষ কে, মিথ্যে মা’মলা দিয়ে প্রতিদিনেই ফাঁ’সানো হয়।

শিল্পার ভরসা ‘পুল আপ’

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:৩৮ পিএম
শিল্পার ভরসা ‘পুল আপ’

ফিট থাকতে পছন্দ করেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। নিয়মিত তিনি যোগাভ্যাস করেন। সময় কাটান জিমেও। প্রায়শই তাঁর শরীরচর্চার এইসব ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন। এ বার তিনি অনুরাগীদের সঙ্গে তার ফিট থাকার গোপন সূত্র শেয়ার করেছেন।

ফিট থাকতে অভিনেত্রী শিল্পা শেট্টি ‘পুল আপ’ এক্সারসাইজ করেন নিয়মিত। সামাজিক যোগাযোগমাধ্যমে এর উপকারিতা জানিয়েছেন এ অভিনেত্রী।

সমাজমাধ্যমে শিল্পা একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, জিমে তিনি পুল আপ করছেন। মাথার উপরে কোনও উঁচু অবস্থানে হাতে জোর দিয়ে সমগ্র শরীরকে উপরের দিকে তোলাকেই বলা হয় পুল আপ। বাড়িতে কোনও আনুভূমিক লোহার রড বা কোনও উঁচু কার্নিশ থেকে ঝুলে এই ধরনের ব্যায়াম করা যেতে পারে।

পুল আপের উপকারিতা:

শিল্পা নিজে পুল আপ করার পাশাপাশি এক্সারসাইজ়টির বেশ কয়েকটি উপকারিতাও উল্লেখ করেছেন।

১) দেহের উপরের অংশ, বিশেষ করে পিঠের দিকের জোর বাড়ানোর জন্য পুল আপ উপকারী।

২) কাঁধ এবং হাতের পেশির শক্তিবৃদ্ধির পাশাপাশি পুল আপ হাতের কব্জির জোরও বৃদ্ধি করে।

৩) পুল আপ অভ্যাস করলে পরোক্ষে দেহের শক্তিবৃদ্ধি হয়।

অনুরাগীদের স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অনুপ্রেরণা শিল্পা। অভিনেত্রী প্রায়শই তাঁর শরীরচর্চার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেন। পাশাপাশি, সুস্থ জীবনযাপনের উদ্দেশে নানা পরামর্শও তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।

ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:৩৪ পিএম
ভারতীয় জাহাজ নিষিদ্ধ করল পাকিস্তান

ভারতের বিরুদ্ধে আরও একটি পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। শনিবার পাকিস্তানের পণ্যের আমদানি বন্ধের কথা ঘোষণা করেছিল নয়াদিল্লি। তার কয়েক ঘণ্টা পরেই ইসলামাবাদ জানিয়ে দিল, ভারতের পতাকাধারী কোনও জাহাজ পাকিস্তানের বন্দরে দাঁড়াতে পারবে না।

শনিবার গভীর রাতে পাকিস্তান সরকারের বিবৃতি উল্লেখ করে এই তথ্য জানিয়েছে সে দেশের সংবাদমাধ্যম ডন।

পাকিস্তান সরকারের সমুদ্র বিষয়ক মন্ত্রণালয়ের বন্দর ও জাহাজ চলাচল বিভাগ শনিবার এই বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ‘‘পার্শ্ববর্তী দেশের সঙ্গে সমুদ্র বিষয়ক সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তান তার সমুদ্রের স্বাধীনতা বজায় রাখার জন্য, অর্থনৈতিক এবং জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে ভারতের পতাকাধারী কোনও জাহাজকে পাকিস্তানের বন্দরে ঢুকতে দেওয়া হবে না। পাকিস্তানের পতাকাধারী কোনও জাহাজ ভারতের বন্দরে ঢুকবে না। এর ব্যতিক্রম হলে তা আলাদা করে যাচাই করা হবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

এর আগে শনিবার ভারত সরকার জানিয়েছিল, সরাসরি হোক বা ঘুরপথে, পাকিস্তানি পণ্য কোনওভাবেই এ দেশে প্রবেশ করতে পারবে না। পেহেলগাম কাণ্ডের পর উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করেছে নয়াদিল্লি।

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। তাতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা জারি না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এর কোনও ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে।

কাশ্মিরে হামলার ঘটনার পরেই ভারতের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করে দিয়েছিল পাকিস্তান। তারা জানিয়েছিল, ভারত থেকে কোনও পণ্য আমদানি করা হবে না বা ভারতে কোনও পণ্য রফতানি করা হবে না।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে।

এ অবস্থায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। আমেরিকাসহ একাধিক দেশ ভারত এবং পাকিস্তানকে সংযত হওয়ার অনুরোধ করেছে। কিন্তু পরিস্থিতির আরও অবনতি হচ্ছে।

পাকিস্তানি রেঞ্জার আটক

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ১:৩৩ পিএম
পাকিস্তানি রেঞ্জার আটক

রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি তারা।

এর আগে ভারতের এক বিএসএফ জওয়ানকে আটক করেছিল পাক রেঞ্জার্স। হুগলির বাসিন্দা ওই জওয়ানকে ২৩ এপ্রিল পাঞ্জাব সীমান্তে আটক করেছিল পাক রেঞ্জার্স। তাকে মুক্তির জন্য সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এখনও তাকে ফেরত দেয়নি পাক রেঞ্জার্স।

রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এ ঘটনার পর কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে।

এদিকে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন।

ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে। কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান বিএসএফ জওয়ান সাহুকে ফেরত দিচ্ছে না, ফলে ভারতও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, রেঞ্জারকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন সেক্টরে বিনা উসকানিতে গুলি চালাতে শুরু করে।

এ নিয়ে টানা ১০ দিন ধরে সীমান্তে দুই দেশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো।

ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, কাশ্মিরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টর জুড়ে এই হামলা হয়। ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, গত গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মিরে এটিই সবচেয়ে বড় হামলা।

এ ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেই হামলায় পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করা হয়েছে। পাকিস্তানও পাল্টা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে ভারতের বিরুদ্ধে।

error: Content is protected !!