জাফর আহম্মেদ মুগ্ধ
শুভ দুর্গাপূজা


দেবীশক্তি আনছে আলো, দূর হোক আঁধার,
স্নিগ্ধ সুর্যে শরৎ হাসে, জাগে স্নেহধার।
ষষ্ঠীর সুবাসে বাজে আনন্দের গান,
দুর্গা মায়ের আগমনে পূর্ণ হোক প্রাণ।
ঢাকের তালে নাচে ধরণি, বাজে উলুধ্বনি,
মহিষাসুর কাঁপে দূরে, মুছে অশুভ গনি।
দীপে দীপে আলো জ্বলে, ভরে মন্দির চতুর্দিক,
আশীর্বাদে দেবী মায়ের, হোক জীবনের সঠিক দিক।
শান্তি ও সমৃদ্ধি দিক পথ চলার ছায়া,
করুণাময়ী মাতৃচরণে মুছে যাক মায়া।
শুভ দুর্গাপূজার শুভেচ্ছায় ভরুক হৃদি,
আনন্দে উঠুক জেগে মন-মাটি-নীতি।