কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন


স্টাফ রিপোর্টারঃ উৎকর্ষ সাধনে অদম্য প্রতিপাদ্যে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ আবদান রেখে চলা কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মহসীন রেজা। শুরুতে শিক্ষার্থীদের গোলাপের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাসের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এরপর শিক্ষক মোহতাব উদ্দিন ও মাসুদ রানার সঞ্চালনায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য মজিবুর রহমান শেখ ও জয়নুল আবেদীন, শিক্ষক প্রতিনিধি গোলাম আহসান হাবীব, নাজমুল হক ও সাবেরা সুলতানা, স্টাফ কাউন্সিলের সদস্য সচীব ওয়াহিদুজ্জামান মিনু, ও উপাধ্যক্ষ আব্দুল মান্নান।