মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার
অনুপ্রেরণার দীপশিখা


মানুষের জীবনে কিছু মুহূর্ত আসে যখন সামনে এগোনো কঠিন হয়ে পড়ে। দুঃখ, হতাশা আর প্রতিকূলতার ঘন অন্ধকারে পথ যেন মুছে যায়। তখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, আর কোনো আশার আলো নেই। অথচ ইতিহাস সাক্ষ্য দেয়, মানুষ কখনোই হেরে যায় না—যদি সে নিজের ভেতরের সাহসকে জাগিয়ে রাখতে পারে।
আসলে জীবন মানেই সংগ্রাম। প্রতিটি সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অগণিত ব্যর্থতা, অবিরাম চেষ্টার গল্প। বড় হতে হলে, প্রতিষ্ঠিত হতে হলে কিংবা সমাজে ভালো কিছু করতে হলে প্রতিনিয়ত লড়াই করতেই হয়। কিন্তু এই লড়াইয়ে জয়ী হয় সে-ই, যে নিজেকে বারবার গড়ে তোলে, প্রতিবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়।
আমরা অনেক সময় নিজেদের ভাগ্যকে দোষ দিই। বলি—“সময় ভালো নেই”, “পরিস্থিতি প্রতিকূল”, কিংবা “সবকিছু আমার বিরুদ্ধে।” কিন্তু বাস্তবতা হলো—সময় কাউকেই চিরকাল একইভাবে পরীক্ষা করে না। আজকের অন্ধকার আগামীকাল সূর্যের আলোয় আলোকিত হবে। তাই প্রয়োজন ধৈর্য, আস্থা আর নিরলস চেষ্টা।
প্রতিটি মানুষের ভেতরেই এক অদম্য শক্তি আছে। কেউ হয়তো তা খুঁজে পায় পড়াশোনায়, কেউ সৃজনশীলতায়, কেউবা মানবসেবায়। সেই শক্তিকে চিনে নেওয়াই হলো জীবনের মূল শিক্ষা। আমরা যদি নিজেদের শক্তিকে কাজে লাগাতে পারি, তবে বড় বড় বাধাও ছোট হয়ে যায়।
সমাজ আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আজকের তরুণ প্রজন্ম যদি ইতিবাচক চিন্তা, পরিশ্রম ও সততার আলোয় আলোকিত হয়, তবে আগামী দিনের বাংলাদেশ হবে সত্যিই সুন্দর, মানবিক ও সমৃদ্ধ। হতাশার দেয়াল ভেঙে আমাদের এগিয়ে যেতে হবে—নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য।
চলুন আমরা প্রতিজ্ঞা করি—কখনো হাল ছাড়ব না। অন্ধকার যতই ঘন হোক, আশা ও বিশ্বাসের আলো নিয়ে সামনে এগিয়ে যাব। কারণ, সূর্য প্রতিদিন ওঠে, আলো প্রতিদিন পৃথিবী ভরিয়ে দেয়। আমরাও পারব জীবনে আলো ছড়াতে।
লেখক
মোঃ শাহজাহান বাশার
সাংবাদিক ও কলম সৈনিক
সহ সভাপতি
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC