ভিপি নুরের ওপর আক্রমণ চরম নিন্দনীয় ও রহস্যজনক: মাহমুদুর রহমান


গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে “চরম নিন্দনীয় ও রহস্যজনক” আখ্যা দিয়েছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, এই আক্রমণের পেছনে কারা উস্কানি দিয়েছে এবং নির্দেশদাতা কারা ছিলেন, তা খুঁজে বের করার দায়িত্ব সরকারের।
বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরের শারীরিক অবস্থা পরিদর্শন করে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সরকারের দায় এড়ানোর সুযোগ নেই.
ড. মাহমুদুর রহমান বলেন,“হাসপাতালে ভিপি নুরকে দেখে খুব কষ্ট পেয়েছি। তিনি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। ৫ আগস্টের মহান জুলাই বিপ্লবেও তার বীরোচিত ভূমিকা ছিলো। এমন একজন তরুণ রাজনৈতিক নেতার ওপর পুলিশের সদস্য এবং সেনা সদস্যরা একযোগে হামলা চালিয়েছে—এটি চরম নিন্দনীয় ও রহস্যজনক। এর দায়-দায়িত্ব সরকার কোনোভাবেই এড়াতে পারে না। নিশ্চয়ই সরকারের নির্দেশে, কারও অনুমতি বা ইশারাতেই এই হামলা হয়েছে। সরকারের দায়িত্ব হলো, কার নির্দেশে এ আক্রমণ হলো—তা খুঁজে বের করা।”
তিনি আরও বলেন, সরকারকে দ্রুত তদন্ত করে এ ঘটনার রহস্য উদঘাটন করতে হবে, নইলে জনগণের মধ্যে আরও বিভ্রান্তি ও ক্ষোভ ছড়িয়ে পড়বে।
আমার দেশ সম্পাদক জানান, তিনি শুনেছেন ইতোমধ্যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে তিনি বলেন—
“বাংলাদেশের জনগণ দ্রুত জানতে চায় এই আক্রমণের নেপথ্যে কারা ছিলো, উস্কানিদাতা কারা। সরকারের উচিত দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট প্রকাশ করা। দীর্ঘসূত্র করা যাবে না।”
ভিপি নুরের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে মাহমুদুর রহমান জানান,
“নুর এখনো খুবই অসুস্থ। তার ব্রেন হেমারেজ হয়েছে, নাক ও চোয়ালের কয়েকটি হাড় ভেঙে গেছে। মেরুদণ্ডেও গুরুতর আঘাত লেগেছে।”
তিনি মনে করেন, দেশের একজন উদীয়মান রাজনৈতিক নেতার ওপর বিনা উস্কানিতে এ ধরনের আক্রমণ চালানো কেবল নিন্দনীয় নয়, বরং গণতন্ত্রবিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ।
ড. মাহমুদুর রহমান জোর দিয়ে বলেন,“এই আক্রমণের দায় সরকারের, আর তাই নুরের চিকিৎসার পূর্ণ দায়িত্বও সরকারকে নিতে হবে। তার উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব বিদেশে পাঠানো দরকার। আমি আশা করি সরকার এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে নুরকে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা দীর্ঘসূত্রতা যেন না হয়, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
“যত দ্রুত সম্ভব যে দেশে উন্নত নিউরো চিকিৎসা হয়—সিঙ্গাপুর বা ব্যাংককে—নুরকে সেখানে পাঠানো উচিত। চিকিৎসক ও পরিবারের সঙ্গে আলোচনা করেই সরকারকে এই সিদ্ধান্ত কার্যকর করতে হবে।”
ভিপি নুরের ওপর হামলার ঘটনাটি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছে। বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার সংগঠন এবং সাধারণ জনগণও এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি দাবি করছে।
মাহমুদুর রহমানের মতে, এই আক্রমণ কেবল একজন ব্যক্তির ওপর নয়, বরং “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি আঘাত”। তিনি সরকারের প্রতি আহ্বান জানান—যত দ্রুত সম্ভব এই ঘটনার রহস্য উন্মোচন করে জাতির সামনে সত্য প্রকাশ করা এবং নুরের উন্নত চিকিৎসা নিশ্চিত করা।