শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২ আশ্বিন ১৪৩২

সিসিকের ৮ ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত 

 সিলেট জেলা প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৫ এএম | 69 বার পড়া হয়েছে
সিসিকের ৮ ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত 

দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মোকাবেলায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বর্তমান সময়ের অনিবার্য দাবি। দেশের চলমান পরিস্থিতি প্রমাণ করে, একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ছাড়া জাতির ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই এই ৩১ দফা শুধু একটি দলীয় প্রস্তাব নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা তিনি আরো বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মোকাবেলায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নগরীর মদিনা মার্কেট পয়েন্টে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের অধীনস্থ ৮ ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আজাদ রহমান এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ সামছুল ইসলাম এর পরিচালনায় কর্মী সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, অন্যায়-অবিচার, দুঃশাসন ও গণতন্ত্রবিরোধী অপচেষ্টা রুখে দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমে আমরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তুফাজ্জল হোসেন বেলাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি সুহেল মাহমুদ, নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, কল্লোল জোতি বিশ্বাস জয়, কয়েস আহমদ, মলয় লাল ধর, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইছহাক আহমদ, জামিল আহমদ, শামীম রেজা, এম এ মতিন,খালেদ আহমদ, শহীদুজ্জাম সুমন, এম এ সালাম, মোঃ আব্দুর রহমান শামীম, সহ সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ খান তাইফুর, মোকসুদুল করিম ইমন, রাহাত আহমদ টিপু, আনোয়ার কাদির,শাহীন উদ্দীন আহমদ, হোসেন আহমদ, মোঃ হোসেনুর রহমান রিজবি,।দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সিলেট জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক বাবর উদ্দীন বাবলা, মহানগর যুবদলের গণ শিক্ষা সম্পাদক জামাল আহমদ, শ্রম সম্পাদক মোঃ মুস্তাক আহমদ বাপ্পি, ত্রাণ সম্পাদক মোঃ রোমান আহমদ রাজু, কর্মসংসান সম্পাদক মিনার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফ হোসেন শুয়েব, মোঃ আব্দুল মালেক সুমন, সুমাইল আহমদ সহ ৮ ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

খ: আওয়াল জেলা প্রতিনিধি টাঙ্গাইল প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ঘর,প্রেম ও মানবতার গান

===================

    🖊️হায়দার খালীদ

মাটির ঘরে সকাল আসে, ধোঁয়া ওঠে চুলোর ধারে,

মায়ের গলায় ঘুমপাড়ানি গান, শিশুরা ঘুম ভাঙে কারে?

খেজুর পাতার খড়ের ছাওয়া, পুকুরঘাটে ভেজা জল,

গৃহস্থালীর মায়া-গন্ধে বেঁচে ওঠে প্রাণের দল।

চাষার ঘামে সোনার দানা, মাঠে জন্মে ফসলের গান,

স্ত্রীর চোখে নীল দিগন্তে স্বপ্ন রাখে সারা প্রাণ।

কিশোর কিশোরী প্রেমে ভেসে নদীর তীরে বাঁধে আশা,

চিঠির পাতায় অক্ষর হয়ে ফুটে ওঠে ভালবাসা।

কিন্তু সমাজ! হায় সমাজ! আঁধার মাখা দেয়াল ঘেরা,

সত্যকে করে তুচ্ছ তারা, মিথ্যা পায় সোনার সেরা।

অসঙ্গতির বিষাক্ত শ্বাসে নষ্ট হয় কত হৃদয়,

অন্যায়ের রুদ্র ঝড়ে কেঁদে ওঠে দিগন্তময়।

তবুও প্রেম থামে না কিছুতেই—

হাতে হাত রেখে দু’জন মানুষ

বলে যায় ধ্বনি—আহবান,

“মানুষের আগে ধর্ম নয়,

মানবতার আগুনে জ্বলে সব আলোর নিশান।”

পাহাড় ডাক দেয় শক্তির মতো,

তাদের বুকে দাঁড়িয়ে থাকে শত সহস্র বছর,

নদী গেয়ে যায় চিরন্তন স্রোতের সুরে—

কখনো শান্ত, কখনো প্রলয় ভরা মহাস্বর।

যখন বন্যা নেমে আসে—

চোখের জলে ভেসে যায় ঘর,

শিশুরা হারায় নৌকার খোঁজে,

ধানের খেতে জমে শুধু শোকের ঘোর।

আবার কখনো খরা এসে,

পুড়িয়ে দেয় ধানের স্বপ্ন,

ফেটে যায় মাটির বুক,

শুকিয়ে যায় নদীর কণ্ঠ।

তবু এই অন্ধকার ভেদ করে

মানুষ দাঁড়ায় মানুষের পাশে,

ভাঙা ঘরে, ক্ষুধার রাতে

এক মুঠো ভাতও ভাগ হয় ভালোবাসায়।

প্রেম তখন শুধু দেহের নয়,

প্রেম তখন মানুষ বাঁচানোর হাত,

মানবতার গান হয়ে ওঠে

দুর্ভিক্ষের বুক ভেদ করা শক্তির বাতাস।

যতই আঁধার নামুক সমাজে,

যতই অন্যায় ছড়াক বিষ,

ঘরের আলো, প্রেমের গান,

পাহাড়-নদীর ডাক, আর মানবতা—

সবাই মিলে হয়ে ওঠে এক মহাকাব্য,

জীবনকে শেখায়—

“মানুষের জন্য মানুষই আশ্রয়,

মানবতার আগুনেই বাঁচে আগামী।”

কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

মোঃ নাহিদ হাসান রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম
কুড়িগ্রামে রাজারহাটে পাওনা টাকা চাওয়ায় স্বামী ও ৫ মাসের অন্তঃসত্ত্বা নারীর উপর ব্যাপক মারধর

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।

কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২১ পিএম
কাহালু উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: রবি সভাপতি, সাঈদ সম্পাদক, দেলোয়ার সাংগঠনিক সম্পাদক

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—

সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)

দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)

কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।

সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।