

কুড়িগ্রামে রাজারহাটের, রাজারহাট ইউনিয়নের,দেবী চরণ গ্রামে আজ সকাল ১০ঃ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আনিসুর রহমান জানান, আমরা পাওনা টাকা চাইতে গেলে আমি ও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা আফরোজা বেগমকে নির্মমভাবে মারধর করে লুৎফর রহমান ও তাঁর দুই ছেলে। আনিসুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী কে রামদা দিয়ে হাত এবং মাথায় কুপিয়ে মারার চেষ্টা করে অভিযোগ এনে আনিসুর রহমান আরো বলেন, আমার মাথায় চোট লাগে এবং আমার স্ত্রী আমাকে বাঁচাতে গেলে তার আমার স্ত্রীর হাতে ব্যাপক মারধর করে, যদিও আমার স্ত্রী পাঁচ মাসের অন্তসত্ত্বা থাকায় পেটের মধ্যে পা দিয়ে লাথি মারার কারণে এখন হাসপাতালে অজ্ঞান অবস্থায় আছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, আনিসুর রহমানের কাছে থেকে ৫৫ হাজার টাকা কেড়ে নেয়। এবং পাওনা টাকা চাইতে গেলে, এই ঘটনাটির শিকার হয় আনিসুর রহমান ও তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় এলাকাবাসীর লুৎফা রহমান ও তার দুই ছেলে উপর অনেক ক্ষোভ প্রকাশ করে তাদের বিচারের দাবি করে ও আইনের আওতায় এনে দ্রুত শাস্তি দাবি জানায় এলাকাবাসী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার কাহালু রেল স্টেশনের সংলগ্ন কাহালু উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ৭১ ভিশনের স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদুল ইসলাম রবি। আলোচনার পর সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন মোঃ মোরশেদুল ইসলাম রবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন দৈনিক দেশ সেবার কাহালু উপজেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন দৈনিক প্রভাতী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন।
এছাড়াও অন্যান্য সদস্যরা হলেন—
সহ-সভাপতি: মোঃ নজরুল ইসলাম (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক আমার সোনার দেশ)
দপ্তর সম্পাদক: মোঃ রাসেল হোসেন (কাহালু উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ)
কার্যকরী সদস্য: মোঃ আব্দুল মান্নান, মোঃ আলামিন হোসেন, সেলিম চৌধুরী।
সভা শেষে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
লালমনিরহাটে নবাবেরহাট আদর্শ ক্লাব আয়োজিত কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠে নর্থ কিং-এর পৃষ্ঠপোষকতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একে এম মমিনুল হক, এবি এম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাজেদুল হক পাটোয়ারী সাজু, আফজাল হোসেন ও আব্দুস সালাম। বক্তব্য দেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল বাশার সুমনসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুল হাবিব দুলু বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। ক্রীড়াঙ্গনের বিকাশের মাধ্যমেই একটি সুস্থ, সৃজনশীল ও সুন্দর সমাজ গঠন সম্ভব।”
রোমাঞ্চকর ফাইনালে লালমনিরহাট মর্নিং স্টার একাদশ ১-০ গোলে কুড়িগ্রাম একাদশকে হারিয়ে শিরোপা জয় করে। খেলার একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে, মর্নিং স্টারের ফরোয়ার্ড রাফিয়ুল ইসলামের পা থেকে। শেষ মুহূর্তে কুড়িগ্রাম একাদশের খেলোয়াড় রাহাত হোসেন সমতা ফেরানোর চেষ্টা করলেও মর্নিং স্টারের গোলরক্ষক সোহাগের দুর্দান্ত সেভে গোল বঞ্চিত হয়।
খেলা দেখতে মাঠে প্রচুর দর্শকের ঢল নামে। গোলের পর পুরো মাঠে উল্লাসে ফেটে পড়ে দর্শক ও সমর্থকরা। খেলার রোমাঞ্চকর মুহূর্তগুলো উপস্থিত দর্শকদের শেষ বাঁশি পর্যন্ত শিহরিত করে রাখে।
খেলা শেষে বিজয়ী দলকে ১ লাখ টাকা ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা পুরস্কারসহ ট্রফি তুলে দেন প্রধান অতিথি। এ সময় মাঠে উপস্থিত দর্শকরা খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।