এস এম সালমান হৃদয়, বগুড়া
বগুড়ার রাজনীতির প্রিয় মুখ সিপার আল বখতিয়ার তৃণমূলের দাবিতে দ্রুত দলে ফিরিয়ে আনা হোক


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতিতে বগুড়ার তৃণমূল কর্মীদের কাছে সবচেয়ে প্রিয় মুখগুলোর মধ্যে অন্যতম সিপার আল বখতিয়ার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজপথে থেকেছেন সংগ্রামের অগ্রভাগে, জেল-জুলুম, হামলা-মামলা ও নির্যাতন সয়ে দলকে ভালোবেসে কাজ করে গেছেন নিরলসভাবে। অথচ এই নিবেদিতপ্রাণ নেতাই আজ বহিষ্কৃত অবস্থায় রয়েছেন, যা মেনে নিতে পারছেন না সাধারণ কর্মীরা।
সিপার আল বখতিয়ার ছিলেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক, বগুড়া শহর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর। জনপ্রিয়তার কারণে তিনি একাধিকবার জনগণের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার সংগঠন পরিচালনার ধরণ, কর্মীদের পাশে থেকে দুঃসময়ে দাঁড়ানো এবং সাহসী নেতৃত্বের কারণে তিনি হয়ে উঠেছিলেন কর্মীদের আশ্রয়স্থল।
রাজনৈতিক জীবনে বহুবার তাকে কারাভোগ করতে হয়েছে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে তিনি প্রতিপক্ষ সরকারের রোষানলে পড়েছেন। নির্যাতনের ভয়কে তোয়াক্কা না করে তিনি বারবার কর্মীদের রক্ষা করেছেন নিজের শরীরকে ঢাল বানিয়ে। তার মুখে প্রায়ই শোনা যেত— “যদি কোন অপরাধ হয়ে থাকে সেটা আমি করেছি, আমাকে নিয়ে যান। কিন্তু আমার শরীরে রক্ত থাকা অবস্থায় আমার কোন কর্মীর গায়ে হাত দিতে দেব না।”
এমন মন-মানসিকতার নেতাই আজ দল থেকে বহিষ্কৃত। কিন্তু বাস্তবতায় দেখা যাচ্ছে, তৃণমূলের কাছে তার জনপ্রিয়তা আগের মতোই অটুট। রাজপথের আন্দোলনে সবার আগে যিনি কর্মীদের নিয়ে মাঠে নামতেন, সেই নেতাকে হারিয়ে তারা নিজেদের অনেকটা অসহায় মনে করছেন।
বগুড়ার বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা আজ এক কণ্ঠে বলছেন, ষড়যন্ত্রকারীদের অপচেষ্টায় বহিষ্কৃত সিপার আল বখতিয়ারকে অবিলম্বে দলে ফিরিয়ে আনতে হবে। তাদের মতে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাদের নেতৃত্বই দলের জন্য সবচেয়ে জরুরি। আর তাই দলে নতুন উদ্দীপনা সঞ্চার করতে হলে সিপার আল বখতিয়ারের মতো নেতাকে পুনর্বহাল করা অপরিহার্য।
একজন স্থানীয় নেতা বলেন, “আমরা আন্দোলনের সময় বারবার দেখেছি সিপার ভাই সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি আমাদের প্রেরণা ছিলেন, তিনি না থাকলে আমরা যেন অন্ধকারে পড়ি। তাই দ্রুত তাকে দলে ফিরিয়ে আনার দাবি জানাই।”
রাজনীতির মাঠে পরীক্ষিত ও জনপ্রিয় এই নেতা বহিষ্কৃত অবস্থায় থাকলেও, তৃণমূল নেতাকর্মীদের মনে রয়েছে তার অমলিন ভালোবাসা ও স্মৃতি। তাদের প্রত্যাশা, দলের সুদিন ফিরতে শুরু করেছে, তাই এখন আর দেরি না করে সিপার আল বখতিয়ারকে পুনর্বহাল করা হোক।
তৃণমূলের ভাষায়, “আমরা সিপার আল বখতিয়ারকে চাই। তিনি ফিরলে দল হবে আরও শক্তিশালী, কর্মীরা পাবে নতুন উদ্দীপনা।”