গাজীপুর জেলা প্রতিনিধি : বিপ্লব চৌধুরী
গাজীপুরের শ্রীপুরে এনসিপির উপজেলা কমিটি গঠন


গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র অস্থায়ী সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এতে আবু রায়হান মিসবাহকে প্রধান সমন্বয়কারী এবং মো. রফিকুল ইসলাম রায়হানকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, ৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত এই অস্থায়ী কমিটি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
কমিটিতে যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন এডভোকেট কামরুল হাসান, মো. আনোয়ার হোসেন ও মাহমুদুল হাসান ইমন।
অন্য সদস্যরা হলেন— মো. মামুন হাসান, আল্পনা হক ছুঁয়া, মো. আশিক, মো. আরিফুল ইসলাম, মিনহাজ মোড়ল, মাওলানা এসফাকুল হক রোহান, মো. শফিকুল ইসলাম, মো. জিহাদ মোড়ল, মেহেদী হাসান রনি, ডা. কানিজ নাজমা, মো. আসিফ মিহা, মারুফ খান ও মো. রাকিবুল হাসান রিয়ন।
দায়িত্ব পাওয়ার পর প্রধান সমন্বয়কারী আবু রায়হান মিসবাহ বলেন, “ছাত্র আন্দোলনের পর নাগরিকরা ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ পেয়েছে। আমরা নাগরিকদের কল্যাণে আপ্রাণ লড়াই চালিয়ে যাবো। জাতীয় নাগরিক পার্টি সকলের, দেশের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করব। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে এনসিপিকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছে দেব।