রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২
রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ক্যাডেট ইঞ্জিনিয়ার সিডিসি পুনর্বহালের দাবিতে মেরিন ও শীপ বিল্ডিং

রুবিনা শেখ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩:১৯ পিএম | 128 বার পড়া হয়েছে
ক্যাডেট ইঞ্জিনিয়ার সিডিসি পুনর্বহালের দাবিতে মেরিন ও শীপ বিল্ডিং

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে উত্তীর্ণ ও অধ্যয়নরত সকল মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনূর্ধ্ব ছয় মাস প্রী-সি প্রশিক্ষণের পর ক্যাডেট ইঞ্জিনিয়ার সিডিসি পুনর্বহালের দাবিতে ১৫ জুলাই সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন।
মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ মানববন্ধনে বক্তাগণ বলেন, মেরিন ও শীপ বিল্ডিং উত্তীর্ণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ সমুদ্রগামী জাহাজে অত্যন্ত দক্ষতার
সাথে কাজ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কিন্তু বিগত সরকারের আমলে আওয়ামীলীগ
সমর্থিত “বঙ্গবন্ধু নৌ কল্যাণ পরিষদ এর প্ররোচনায় নৌপরিবহন অধিদপ্তর বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘন্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১” এ আন্তর্জাতিক মেরিন
প্রতিষ্ঠানের বিধান উপেক্ষা করে গোষ্ঠী স্বার্থে সংরক্ষণমূলক আইন তৈরি করেছে। যার মাধ্যমে পূর্বের সুযোগ স্থগিত করা হয়েছে । ফলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজি ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শীপ বিল্ডিং টেকনোলজি
থেকে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীগণ সিডিসি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ সমুদ্রগামী জাহাজে কাজ করতে পারছেন না। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ফিলিপাইন, চীন, হংকং, সিঙ্গাপুর, পাকিস্তানে মাধ্যমিকের পর মাত্র ৬ মাসের প্রী-সী ট্রেনিং
ও ১৫ থেকে ২০ দিন বিশেষ প্রশিক্ষণে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে সিডিসে প্রদান প্রদান করা হয়ে থাকে। যৌক্তিক ও সময়ের দাবী বিবেচনায় বিগত ৩০ অক্টোবর, ২০২৪ ইং তারিখে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি আন্তঃমন্ত্রণালয়
সভায় সর্বসম্মতিক্রমে মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে সিডিসি পুনর্বহালের সিদ্ধান্ত অনুমোদিত হয়। তবে, অজ্ঞাত কারণে উক্ত সিদ্ধান্তটি অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। অবিলম্বে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।
বক্তাগণ বলেন, আন্তর্জাতিক সমুদ্র পরিবহন আইন ও বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো অনুসারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ এইচএসসি থেকে একধাপ উপরে এবং বিএসসি পাস থেকে একধাপ নিচে অবস্থান করে বিধায় অফিসার/ক্যাডেট সিডিসি প্রদানে কোন বাঁধা নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজির সিলেবাসের সাথে
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (এসটিসিডব্লিউ)’র সেকশন এ-৩/১ এ সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের
ক্যাডেট ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে কাজ করার জন্য যোগ্য। উল্লেখ্য, মানববন্ধন কর্মসূচিতে আইএমটিসমূহ হতে প্রায় ৫ শতাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন।

রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ আশিকুর সরকার (রাব্বি) প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৭ পিএম
রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়ম ও পুনরায় তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় ডিলার নিয়োগে বৈষম্য ও অনিয়মের অভিযোগ এবং পুনরায় তদন্ত পূর্বক শতভাগ স্বচ্ছ প্রক্রিয়ায় সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় লটারির দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে বঞ্চিত আবেদনকারীগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, আবেদনের প্রেক্ষিতে তদন্ত কমিটির অনিয়মের প্রমাণ পাওয়া গেছে,অনিয়মের মাধ্যমে যাচাই-বাছাইয়ে বাদ পরা ব্যাক্তিদের সুকৌশলে ডিলার নিয়োগ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্দিষ্ট এলাকার বাসিন্দা না হয়েও অনেকেই এই নিয়োগপ্রাপ্ত হন।নিয়োগ পাওয়ার যোগ্য অনেক ব্যক্তিকে সুকৌশলে বাদ দিয়ে নিয়ম বহি:ভূর্ত বাহিরের অনেক কে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।ডিলার নিয়োগে এহেন বৈষম্যরোধে বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুনরায় তদন্ত সাপেক্ষে লটারির আহবান জানান বঞ্চিত আবেদনকারীগণ।

রোববার দুপুরে ১২:০০ টা উপজেলা পরিষদ চত্ত্বরের মেইন গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।উক্ত
মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন,আব্দুল মোত্তালেব,আজিজুল ইসলাম,ফখরুল ইসলাম, রাজু ইসলাম, আহসান, সহিদুল ইসলাম,রোকেয়া বেগম,দৌলত হোসেন,আব্দুল লতিফ,সেকেন্দার আলী লিমন,হান্নান মিয়া আব্দুল লতিফ বাবলুসহ আরও অনেকে।

হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৬ পিএম
হরিপুরে পাটের জাগ নিয়ে বিড়ম্বনায় কৃষক

ঠাকুরগাঁওয়ের হরিপুরে শুরু হয়েছে বিভিন্ন মাঠের পাট কাটা। তবে খালবিলে ও মাঠে পানি না থাকায় পাট জাগ দেওয়া নিয়ে সংকটে পড়েছেন চাষিরা। রাস্তার পাশে খাল ও পুকুরের পানি দিয়ে পাট জাগ দেওয়া শুরু হলেও আঁশের মান তেমন ভালো হচ্ছে না। এতেই বিপাকে পড়েছেন কৃষকরা।

পাট চাষিরা জানান, হরিপুরে উপজেলায় দুটি বড় বিলের পাশে পানি না থাকার কারণে পাট পচানো সমস্যা হয়েছে । পানি সরাসরি বিলের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় পাটের জাগ নিয়ে সংকট দেখা দিয়েছে।

পাট চাষি মো. আবদুল মালেক ও সারোয়ার হোসেন বলেন খালবিলে, নদীনালায়, পুকুরে পানি নেই; পাট জাগ দেওয়ার জায়গাও নেই। এখন আমরা পাট নিয়ে সংকটে পড়েছি। এজন্য হরিপুর উপজেলায় পার্শ্ববর্তী বিলে আমরা পাট জাগ দিয়েছি।

সমির হোসেন নামে আরেকজন বলেন, বৃষ্টিতে পাটক্ষেতে অল্প পানি জমেছে, এতে পাটের গোড়া নষ্ট হয়ে গেছে। ক্ষেতে বেশি পানি হলে পাটের গোড়া পচন ধরত না। ক্ষেতের পাট ক্ষেতেই জাগ দেওয়া যেত। এখন পিকআপ ও ভ্যান ভাড়া করে পাট জাগ দিতে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।

মিনাপুর গ্রামের সারোয়ার হোসেন বলেন, আমাদের হরিপুর ইউনিয়নের মাঠে-ঘাটে কোথাও পানি নেই। পাট কেটে জাগ দিতে অনেক কষ্ট হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন জানান, এ বছর হরিপুরে ৪৭০ হেক্টর জমিতে বিভিন্ন জায়গায় পাটের আবাদ হয়েছে। পানি না থাকায় পাটের জাগ দেওয়া নিয়ে সমস্যা পড়ছেন কৃষকরা। কেউ কেউ পুকুরে নদীতে পাটের জাগ দিচ্ছে।

সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

ইউ বি টিভি ডেস্ক প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৪ পিএম
সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে

”আমার সম্পর্কটা কোথাও যেন আটকে যাচ্ছে”
যখন আশেপাশে শুনি —
“এটা তো সময়ের ব্যাপার, একটু ধৈর্য ধরো”
“তুমি কেন এত ভাবছো? সব ঠিক হয়ে যাবে”
“এটা তো সম্পর্কের অংশ, মানিয়ে নিতে হবে”
তখন সেই শূন্যতা কোথায় যাবে?
হুরায়রা কনসালটেন্সি এমন একটা জায়গা,
যেখানে আপনি আপনার সম্পর্কের টানাপোড়েন খুলে বলতে পারেন,
কেউ আপনাকে ছোট করবে না,
কেউ আপনাকে দোষী মনে করবে না।
আমরা জানি, সম্পর্কের মাঝে এই অনিশ্চয়তা অনেক সময় ভয়াবহ হতে পারে,
আপনি একা নন,
আমি হুরায়রা শিশির এবং আমার টিম পাশে আছি।
চলুন, একসাথে চেষ্টা করি কিভাবে একটু একটু করে ভালো থাকা যায়।

error: Content is protected !!