প্রিন্ট এর তারিখঃ রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

ক্যাডেট ইঞ্জিনিয়ার সিডিসি পুনর্বহালের দাবিতে মেরিন ও শীপ বিল্ডিং

রুবিনা শেখ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালিত ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি থেকে উত্তীর্ণ ও অধ্যয়নরত সকল মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনূর্ধ্ব ছয় মাস প্রী-সি প্রশিক্ষণের পর ক্যাডেট ইঞ্জিনিয়ার সিডিসি পুনর্বহালের দাবিতে ১৫ জুলাই সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন।
মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ মানববন্ধনে বক্তাগণ বলেন, মেরিন ও শীপ বিল্ডিং উত্তীর্ণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ সমুদ্রগামী জাহাজে অত্যন্ত দক্ষতার
সাথে কাজ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। কিন্তু বিগত সরকারের আমলে আওয়ামীলীগ
সমর্থিত “বঙ্গবন্ধু নৌ কল্যাণ পরিষদ এর প্ররোচনায় নৌপরিবহন অধিদপ্তর বাংলাদেশ নৌ-বাণিজ্যিক জাহাজ অফিসার ও নাবিক প্রশিক্ষণ, সনদায়ন, নিয়োগ, কর্মঘন্টা এবং ওয়াচকিপিং বিধিমালা, ২০১১” এ আন্তর্জাতিক মেরিন
প্রতিষ্ঠানের বিধান উপেক্ষা করে গোষ্ঠী স্বার্থে সংরক্ষণমূলক আইন তৈরি করেছে। যার মাধ্যমে পূর্বের সুযোগ স্থগিত করা হয়েছে । ফলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজি ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শীপ বিল্ডিং টেকনোলজি
থেকে উত্তীর্ণ ডিপ্লোমা প্রকৌশলীগণ সিডিসি প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে আসছে। ফলে মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ সমুদ্রগামী জাহাজে কাজ করতে পারছেন না। যা দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলছে। ভারত, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ফিলিপাইন, চীন, হংকং, সিঙ্গাপুর, পাকিস্তানে মাধ্যমিকের পর মাত্র ৬ মাসের প্রী-সী ট্রেনিং
ও ১৫ থেকে ২০ দিন বিশেষ প্রশিক্ষণে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে সিডিসে প্রদান প্রদান করা হয়ে থাকে। যৌক্তিক ও সময়ের দাবী বিবেচনায় বিগত ৩০ অক্টোবর, ২০২৪ ইং তারিখে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি আন্তঃমন্ত্রণালয়
সভায় সর্বসম্মতিক্রমে মেরিন ও শীপ বিল্ডিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে সিডিসি পুনর্বহালের সিদ্ধান্ত অনুমোদিত হয়। তবে, অজ্ঞাত কারণে উক্ত সিদ্ধান্তটি অদ্যাবধি বাস্তবায়ন হয়নি। অবিলম্বে এই সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানানো হয়।
বক্তাগণ বলেন, আন্তর্জাতিক সমুদ্র পরিবহন আইন ও বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো অনুসারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ এইচএসসি থেকে একধাপ উপরে এবং বিএসসি পাস থেকে একধাপ নিচে অবস্থান করে বিধায় অফিসার/ক্যাডেট সিডিসি প্রদানে কোন বাঁধা নেই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজির সিলেবাসের সাথে
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (এসটিসিডব্লিউ)’র সেকশন এ-৩/১ এ সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজের
ক্যাডেট ইঞ্জিনিয়ার অফিসার হিসেবে কাজ করার জন্য যোগ্য। উল্লেখ্য, মানববন্ধন কর্মসূচিতে আইএমটিসমূহ হতে প্রায় ৫ শতাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টাঃ মো: সাদেকুল ইসলাম (কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগঠক), উপদেষ্টা, ক্যাপশন নিউজ এবং ভিডিও এডিটরঃ মোঃ রাজিবুল করিম রোমিও, সম্পাদকঃ মোঃ আব্দুল হান্নান মিলন, সহ সম্পাদকঃ রুবিনা শেখ, প্রকাশকঃ কামরুন নেছা তানিয়া, বার্তা সম্পাদকঃ মোঃ মিজানুর সরকার

সম্পাদকের কার্যালয়ঃ বি-১৭, রূপায়ণ করিম টাওয়ার, ৮০, কাকরাইল ভিআইপি রোড, ঢাকা-১০০০

G.L NO: 90/26

প্রিন্ট করুন