বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

শিক্ষা স্বাস্থ্য, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে

নওগাঁর রাণীনগরে নাহিদ ইসলাম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৪:২৪ পিএম | 159 বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে নাহিদ ইসলাম

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শিক্ষার সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রশাসন ও দুর্নীতির সমস্যা চিরতরে বাংলাদেশ থেকে দুর করতে হবে। এমন না যে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার চলে গেছে, অন্য কোন রাজনৈতিক দল এসে এসব করতে পারবে। আমরা সেটা মেনে নিবো না। কোন রাজনৈতিক দলকে এসব করতে দেওয়া হবে না।

দেশের মানুষ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গত ১৫ বছরে নানা সমস্যায় পরেছিল। এখন আর আমরা দেশে এসব সমস্যা দেখতে চাই না। জুলাই অন্দোলনে অনেক ছাত্র-জনতা জীবন দিয়েছেন। এখন বাংলাদেশকে অব্যশই নতুন করে তৈরি করতে হবে। রোববার সকালে রাণীনগর উপজেলার কুজাইল বাজারে পদযাত্রায় ব্যাবসায়ী, দোকানদার ও এলাকার মানুষের সাথে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আন্দোলনের প্রায় এক বছর হতে চলেছে। সেই এক বছর উপলক্ষ্যে আমরা বাংলাদেশের ৬৪টি জেলায় পর্যায়ক্রমে যাচ্ছি। আমরা “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচি গ্রহণ করেছি। আমরা পদযাত্রা, পথসভা করছি, মানুষের সাথে কথা বলছি, কুশল বিনিময় করছি এবং নতুন দেশ গড়ার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এখানে আসার পর অনেক বীর মুক্তিযোদ্ধার সাথে দেখা হয়েছে যারা ১৯৭১ সালে যুদ্ধ করেছে, তার পরেই আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা মনে করি ২০২৪ আমাদের নতুন একটি স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকেও রক্ষা করতে হবে।

জুলাই আন্দোলনকে স্বরণ করে নাহিদ ইসলাম আরও বলেন, ২০২৪ সালে সারাদেশে আমরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন গড়ে তুলি। আন্দোলনে আবু সাঈদ সহ অসংখ্য শিক্ষার্থীদের উপর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে গুলি চালানো হয়। আমাদের ভাই-বোনদের উপর হামলা করা হয়। এরই প্রতিবাদে সারাদেশের মানুষ আন্দোলনে নেমে আসেন। এরপর থেকে ফ্যাসিস্ট হাসিনা ছাত্র-জনতার উপর আরো বেশি গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। ১ হাজারের উপর মানুষ মারা গেছে। ১০ থেকে ১৫ হাজার মানুষ আহত হয়েছেন। একপর্যায়ে আমরা সরকার পতনের এক দফা দাবি জানিয়ে ৫ আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। সেই কর্মসূচিতে সারাদেশের কোটি কোটি মানুষ অংশ নিয়ে গণভবন ঘেড়াও করলে ফ্যাসিস্ট হাসিনা দেশে থেকে পালিয়ে যায়।

রাণীনগরের কুজাইল বাজারে পদযাত্রায় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, কেন্দ্রীয় নেতা মাহমুদা দোলা, নওগাঁ জেলার প্রধান সমন্বয়কারী মুনিরা শারমিনসহ এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা রিকশা ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শামীউল আলম খান তুষার।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে টঙ্গীতে বিএনপির বিজয় র‍্যালী

মোঃলিমন হোসেন প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৩৯ এএম
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে টঙ্গীতে বিএনপির বিজয় র‍্যালী

জুলাই-আগস্ট ২০২৪ইং এর গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের ন্যায় টঙ্গীতে বিজয় র‍্যালী করেছে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে টঙ্গীবাজার থেকে মিছিলটি শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড প্রদক্ষিণ করে নিজের এলাকায় এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা গত বছরের আজকের এই দিনে আওয়ামী লীগের সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও ফ্যাসিস্ট সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণকে মুক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি নতুন স্বাধীনতা এদেশের মানুষকে উপহার দিয়েছে। বিএনপি’র অবদান মানুষ মনে রাখবে।

বক্তারা ৫ আগস্টকে স্মরণ করে আরও বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমাদের শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়েছে, শিক্ষার্থীদের অবদান এ জাতি মনে রাখবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক, কৃষক, রিক্সা চালক সকল পেশার মানুষ অংশ নিয়েছিলেন জুলাই আগস্ট-গণঅভ্যুত্থানে, যারা স্বৈরাচার সরকারের নির্দেশে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সরকার জাবেদ আহামেদ সুমন সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি

মোফাজ্জল উদ্দিন সরকার বিজয় ছাত্রদল টঙ্গীূ পূর্ব থানা বিএনপি গাজীপুর মহানগর বিভিন্ন অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিল।

মাহমুদুল হাসান মিরণ, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, মহানগর যুবদল নেতা শেখ মুহাম্মদ সুমন, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, স্বেচ্ছাসেবক দল নেতা রাতুল আহমেদ ভূইয়া, ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয়সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে রাসেল আল-আমিন বিষু নামে ৩ জন আটক 

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৩৪ এএম
নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে রাসেল আল-আমিন বিষু নামে ৩ জন আটক 

নওগাঁর মহাদেবপুরে পুলিশের বিশেষ অভিযানে থানায় এজাহারভুক্ত মামলার ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার

বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়ানে দক্ষিণ লক্ষীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রাসেল হোসেন (২২), ও ৯ নং চেরাগপুর ইউনিয়ানে ফুলবাড়ি গ্রামের সেলিম উদ্দীনের ছেলে আল আমিন হাসান (২৫) ও

ভবানীপুর উত্তরপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আফজাল হোসেন বিষু (৫৫)। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, থানার নিয়মিত মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গ্রেফতার কৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

গাবতলীতে স্বপ্নসিঁড়ি পাঠাগারের আয়োজনে শহীদ স্মরণে আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৯:৩১ এএম
গাবতলীতে স্বপ্নসিঁড়ি পাঠাগারের আয়োজনে শহীদ স্মরণে আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পড়িলে বই আলোকিত হই -না পড়িলে বই অন্ধকারে রই—এই প্রেরণাদায়ী স্লোগানকে ধারণ করে স্বপ্নসিঁড়ি পাঠাগার জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভা, কবিতা পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বুধবার, ৫ আগস্ট ২০২৫, বগুড়ার গাবতলী উপজেলার তরফমেরু গ্রামে পাঠাগার কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও স্বপ্নসিঁড়ি পাঠাগারের উপদেষ্টা অধ্যাপক আব্দুস সাত্তার।

সভাপতিত্ব করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়ারিছ হারেছ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুস সালাম, আব্দুর রউফ, আব্দুর রহমান, জহুরুল ইসলাম খোকন, আতিকুর রহমান রাজা, হাফেজ উজ্জল, মিজানুর রহমান মিজান, জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ, মাস্টার মমিনসহ এলাকার গুণীজন ও সচেতন পাঠক সমাজ।

আলোচনার শুরুতে বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন—জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে এক সাহসী অধ্যায়। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ সুগম হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুস সাত্তার বলেন:জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ। বর্তমান প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে, বুঝতে হবে এবং তার আলোকে দায়িত্ববান নাগরিক হয়ে উঠতে হবে। পাঠাগার হতে পারে সেই প্রেরণার উৎস। স্বপ্নসিঁড়ি পাঠাগার যে ভূমিকা রেখে চলেছে, তা প্রশংসার দাবিদার।

সভাপতির বক্তব্যে আব্দুল ওয়ারিছ হারেছ বলেন:শহীদদের রক্ত যেন বৃথা না যায়—এই বিশ্বাস থেকেই প্রতিবছর আমরা এই অনুষ্ঠান আয়োজন করি। পাঠাগার কেবল বই পড়ার স্থান নয়, এটি সমাজ গঠনের একটি আন্দোলন। তরুণদের জাগিয়ে তুলতেই আমাদের এই প্রয়াস। বইয়ের আলোতে আলোকিত হোক আমাদের ভবিষ্যৎ।

অনুষ্ঠানে কবিতা পাঠের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। পরিশেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

error: Content is protected !!