মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

রুবিনা শেখ

ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রুবিনা শেখ প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৮:২৪ এএম | 42 বার পড়া হয়েছে
ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা উত্তর সি।টি কর্পোরেশনের মিরপুর-১১ নম্বর ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ।
সোমবার (৩০ জুন) সকাল ১১ টা নাগাদ পরিচালিত এই অভিযানে ৮ থেকে ১০ টি দোকান ভেঙে দেয়া হয়।
এ সময় স্থানীয় দোকান মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নানা অভিযোগ ও নোটিশ ছাড়া এমন উচ্ছেদের প্রতিবাদ জানান। পরবর্তীতে, মার্কেটের জন্য সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া আছে, স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ,এসময় তিনি জানান বরাদ্দের কাগজপত্র পুনর্বিবেচনা করে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানান
উল্লেখ্য, উক্ত এলাকায় ৫০ এর অধিক দোকান অবৈধভাবে সড়কের জায়গায় নির্মাণ করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

মাদারীপুরে কুমার নদে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

অপি মুন্সী : শিবচর (মাদারীপুর) প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৫৬ পিএম
মাদারীপুরে কুমার নদে বস্তাবন্দি এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে লা*শটি উদ্ধার করা হয়। তবে, নি*হতের পরিচয় এখনো শনাক্ত সম্ভব হয়নি।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, রাস্তি এলাকায় কুমার নদে বস্তাবন্দি একটি লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত নারীর লাশটি উদ্ধার করে। পরিচয় শনাক্তের জন্য নৌপুলিশ ও সিআইডিকে খবর দেয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ব্যাপারে নেয়া হচ্ছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।

পুরুষ বিদ্বেষী

Nahida Akter প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৪৫ পিএম
পুরুষ বিদ্বেষী

তোমরা বলো, আমি নাকি পুরুষ বিদ্বেষী হয়ে গেছি,
কিন্তু তোমরা কি জানো, এই ঘৃণা আমি জন্মসূত্রে পাইনি,
এটা আমি সময়ের সাথে রক্ত দিয়ে, কান্না দিয়ে, ভাঙা হৃদয় দিয়ে অর্জন করেছি।
তোমরা দেখোনি, কীভাবে আমি একজন পুরুষকে আমার সব দিয়ে ভালোবেসেছিলাম,
নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার পাশেই ছিলাম,
তার অপমান সহ্য করেছি, তার রাগ, তার চিৎকার, তার প্রহার পর্যন্ত সহ্য করেছি,
ভেবেছি একদিন হয়তো সে বদলাবে,
একদিন হয়তো বুঝবে, কী পেল সে এই ভালোবাসার ভেতর।
কিন্তু না, সে বদলায়নি, বরং প্রতিবার আরও নির্মম হয়ে উঠেছে,
ভালোবাসা তার কাছে কেবল একটি খেলা,
একটার পর একটা বিয়ে, তারপর ডিভোর্স, আরেকটা সম্পর্ক, আরেকটা ভাঙন,
কারো সাথেই সে টিকতে পারে না,
কারণ তার ভেতরে নেই কোনো স্থিরতা, নেই কোনো দায়িত্ববোধ, নেই কোনো হৃদয়।
আমি সেই নারী, যে সব জেনেও সহ্য করেছিলাম,
তবু আজ আমি ঘৃণা করি তাকে,
কারণ সে ভালোবাসার যোগ্য না, মানুষের মুখোশ পড়া একটা স্বার্থপর প্রাণী মাত্র।
তোমরা বলো, আমি কঠোর হয়ে গেছি,
হ্যাঁ, আমি কঠোর হয়েছি, কারণ আমার কোমলতা কেড়ে নিয়েছে এমন একজন,
যে শুধু নিয়েছে, কিছুই দেয়নি, শুধু ভেঙেছে, কিছুই গড়েনি।
আমি আর নরম হব না, আমি আর কাঁদব না,
আমি আর কাউকে বলব না, আমি কেমন আছি,
কারণ এখন আমি জানি, ভালোবাসার নামে যারা নারীর জীবন পুড়িয়ে দেয়,
তাদের প্রতি ঘৃণা অপরাধ নয়,
বরং আত্মরক্ষার একমাত্র পথ।
তাই হ্যাঁ, আমি পুরুষ বিদ্বেষী নই,
আমি বিদ্বেষী সেই পুরুষের প্রতি,
যে নারীর হৃদয় নিয়ে খেলে, বিশ্বাস ভাঙে, ভালোবাসাকে পদদলিত করে।
আমি আজও ভালোবাসতে পারি,
কিন্তু এখন আমি আগে নিজেকে ভালোবাসি,
সেই পুরুষকে নয়,
যে ভালোবাসার নাম দিয়ে শুধু কষ্ট দেয়।

একটা সাধারণ জীবন চাই

Nahida Akter প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ৫:৪২ পিএম
একটা সাধারণ জীবন চাই

একটা সাধারণ জীবন চাই,
খুব সাধারণ…
যেখানে অভাব থাকলেও থাকবে শান্তি,
ভালোবাসা জমা থাকবে সিন্দুকে,
হোক না সে অল্প, তবু থাকবে পূর্ণতার অনুভূতি।
হিংসা নেই, অহংকার নেই,
নেই কারোর দীর্ঘ নিঃশ্বাস..
কেবল ঘুটঘুটে অন্ধকারে
একঝাঁক জোনাকির মিটমিটে আলোয়
ভরিয়ে তুলব আমাদের দিনগুলো।
আকাশকুসুম স্বপ্ন নয়,
তবু আকাশটা থাকবে এত কাছে,
যেন হাত বাড়ালেই ছুঁতে পারি,
বুকের জমা কষ্টগুলো মেঘ হয়ে উড়ে যাবে অনেক দূরে।
প্রকৃতির নিস্তব্ধতার মাঝে শুনতে চাই
তোমার মৃদু নিঃশ্বাসের শব্দ,
তোমার কোনো ভয় নেই,
আমিই ক্ষমা চাইব..
আমি নত হতে জানি,
জেতার অভ‍্যেস আমার নেই..
তাই হারানোরও ভয় নেই,
যা ফেলে ছড়িয়ে দেবে..সযত্নে তুলে রাখবো দুহাতে..
আর থাকবে..
শুধু এক মুঠো ভর্তি প্রশান্তি।
থাকবে না কোন ঘরে ফেরার তাড়া,
থাকবে না কোনো পিছুটানের বাঁধন।
যদি সেই সাধারণ জীবন কিনতে পারতাম,
দাম দিয়েই কিনতাম,
এই দামী জীবনটা বেচে দিতাম সস্তায়,
শুধু একটু সাধারণ হওয়ার লোভে..🌿❣️🌿

error: Content is protected !!